
ডান্ডিবার্তা রিপোর্ট
আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে অস্থিরতা বিরাজ করছে। কেহ চায় পিআর প্রদ্ধতি আবার কেহ চায় পিআর প্রদ্ধতি ছাড়া নির্বাচন হতে। ইসলামী কয়েকটি দল পিআর প্রদ্ধতি দাবি করে আসছেন আর বিএনপিসহ সমমনা দলগুলি পিআর প্রদ্ধতির বিপক্ষে অবস্থান নিয়েছেন। যার কারণে নির্বাচন সময়মত হওয়াটা নিয়ে সংশয় প্রকাশ করছেন অনেকে। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলন বিক্ষোভ মিছিল বের করে। তাদের দাবি নির্বাচন হতে হলে পিআর প্রদ্ধতিতেই হতে হবে। তা না হলে নির্বাচন হতে দেয়া হবে না বলে হুমকিও দেয়া হয়। এছাড়া নারায়ণগঞ্জ আদালতপাড়ায় বিএনপি নেতাসহ আইনজীবীরা বলেন, তারাই পিআর প্রদ্ধতি চায় যাদের জনসমর্থন নেই। কারণ তারা তাদের উপর ভরসা করতে পারছে না। তাই তারা বিনা ভোটের এমপি হতে চায়। এ প্রদ্ধতি কোন গণতান্ত্রিক রাজনৈতিক দল চাইতে পারে না। তারাই চায় যারা জনগণের প্রতি আস্থা নেই তারাই পিআর প্রদ্ধতি চায়। আমরা পিআর নয় জনগণের প্রকৃত ভোটের প্রতি আস্থা রাখি। জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তারাই জনপ্রতিনিধি হবে আর তারাই দেশ শাসন করবে। আমরা গণবিরোধী পিআর প্রদ্ধতির বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আর যারা পিআর প্রদ্ধতি চায় প্রকৃত পক্ষে তারা নির্বাচন বানচাল করার মিশনে নেমেছে। পলাতক আওয়ামীলীগ যেমন ফেব্রুয়ারির নির্বাচন বানচালের জন্য নানা ষড়যন্ত্র করছে তেমনই ২/১টি ইসলামী দল আওয়ামীলীলীগের ষড়যন্ত্রে পা দিয়েছে। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের আমরা রাজপথে প্রতিহত করব। এদিকে সরকারকে হুঁশিয়ার করেছেন চরমোনাইয়ের পীর ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করীম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না। তিনি বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেছেন, যদি কোনো অশুভচক্র চাপ দিয়ে প্রধান উপদেষ্টাকে সংস্কারের আগে নির্বাচন দিতে বাধ্য করে, তাহলে পরিষ্কার বলছি- আমরা ছাত্র-জনতা কিন্তু রাজপথ ছাড়িনি। সংস্কার না হওয়া পর্যন্ত আগের নিয়মে নির্বাচন হতে পারে না, হতে দেওয়া হবে না। জুলাই সনদের আইনি স্বীকৃতি ও সনদের অধীনে নির্বাচন দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন চরমোনাই পীর। রেজাউল করীম বলেন, গত ৫৪ বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এর সংস্কারই প্রকৃত সংস্কার। কালো টাকা, মাস্তানি ও সন্ত্রাস বন্ধের একমাত্র উপায় হলো পিআর। বিভিন্ন জরিপেও উঠে আসছে যে, অধিকাংশ মানুষই পিআর চায়। তিনি বলেন, সংস্কার দৃশ্যমান হতে হবে। নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে। নির্বাচনের পরে কেউ সনদের আইনি স্বীকৃতি তেবে, এ আশা গুড়েবালি। সনদের আইনি স্বীকৃতি ছাড়া রাজপথ ছাড়ছি না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পিআর পদ্ধতিতে জনগণের অধিকার পরিপূর্ণ হবে না। থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষ নয় বিএনপি এমনটা জানিয়ে মির্জা ফখরুল বলেন, পিআর পদ্ধতিতে এদেশের মানুষ অভ্যস্ত নয়, এতে জনগণের অধিকার পরিপূর্ণ হবে না। দেশে যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট আছে তা থেকে উদ্ধারের একমাত্র পথ হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন। তিনি বলেন, ‘দেশের মানুষ নির্বাচন চায়, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন। যারা সংস্কার চাচ্ছে না, সেটা তাদের দলের ব্যাপার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জাতীয় নির্বাচনকে কেউ কেউ পেছানোর চেষ্টা করছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯