আজ মঙ্গলবার | ১৯ আগস্ট ২০২৫ | ৪ ভাদ্র ১৪৩২ | ২৪ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৪৯

রাজনৈতিক বিরোধে বিএনপি-জামায়াত

ডান্ডিবার্তা | ১৯ আগস্ট, ২০২৫ | ৯:৫৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে নির্বাচন ব্যবস্থার রাজনীতিতে বিএনপি ও জামায়াতে ইসলামী মুখমুখি অবস্থানে রয়েছে। বিএনপি বলছে কিছু দল আছে যাদের জামানত থাকবে না তারাই পিআর প্রদ্ধতি চাচ্ছেন। আর জামায়াত বলছে পিআর প্রদ্ধতি নির্বাচন হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। এ নিয়ে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জেও বিএনপি জামায়তের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব বিরাজ করছে। তবে নারায়ণগঞ্জে বিএনপি জামায়াত এক সাথে সকল সরকারি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। কিন্তু রাজপথে তাদের আচরণ ভিন্ন অবস্থানে রয়েছে। নারায়ণগঞ্জ বিএনপির একাধিক নেতা বলেন, দেশের মানুষ পিআর প্রদ্ধতি কি তাই বুঝে না। তালে এই নতুন সংযোজন কেন? আর প্রদ্ধতিতে সাধারণ ভোটারদের মধ্যে আগ্রহ নেই। আর প্রদ্ধদি অনুসরণ করে একজন ভোট না পেয়েও এমপি হয়ে যাবে তা জনগণ মেনে নেবে না। এতে গণতন্ত্র থাকবে না। আর যারা ভোটের মাঠে দুর্বল তারাই এ ধরনের প্রদ্ধতি চায়। আমরা গণতন্ত্র পুর্নপ্রতিষ্ঠা করতে চাই। জনগণ যাকে ভোট দেবে সেই হবে জনগণের প্রতিনিধি। এ বিষয়ে নারায়ণগঞ্জে একাধিক জামায়াত নেতা বলেন, পিআর প্রদ্ধতি বিভিন্ন দেশে চালু আছে। আমাদের দেশেও এর চর্চ্চা করা উচিৎ। এ প্রদ্ধতিতে নির্বাচন হলে দেশে আর এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা পাবে না। জনগণের কাছে জবাবদিহিতা থাকবে। আমরা এ প্রদ্ধতিকে সাধুবাদ জানাই। এ প্রদ্ধতি নির্বাচন হলে জনগণের উপকার হবে। তাহলে দেশে আর ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। এ ব্যপারে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন থেকে ‘আওয়ামী ক্যাডারদের’ অপসারণ করতে হবে। নির্বাচনের জন্য মাঠ পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়ে রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। কিন্তু আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। তাই প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে। পিআর পদ্ধতির জন্য জনগণ প্রস্তুত নয় উল্লেখ করে তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয়। যারা পিআর দাবি করে তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ থেকে যায়। নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় কিছু খুচরা পার্টি ভোট চাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শামসুজ্জামান দুদু বলেন, কিছু খুচরা পার্টি আছে, আসলে নির্বাচনে তাদের কোনো সম্ভাবনা নেই। নির্বাচনে তাদের ভরাডুবি হবে বলেই তারা নির্বাচন চায় না। তারা কিছু মন্ত্রণালয় নিয়ন্ত্রণ নিয়েছে, সেগুলোকে নিজের সম্পত্তি মনে করছে। তিনি আরও বলেন, দেশে এখন জবাবদিহিমূলক একটি সরকার দরকার। এই জবাবদিহিমূলক সরকার পেতে হলে একটি ভালো নির্বাচন দরকার। আমরা এই সরকারকে সমর্থন করছি। অন্যান্য দলও করছে। নেতাকর্মীদের উদ্দেশে দুদু বলেন, এই আগস্ট মাসে আমাদের শপথ নিতে হবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। কারণ জবাবদিহিমূলক সরকার মানুষের প্রতিশ্রুতিবদ্ধ থাকে, মানুষের কথা শুনতে বাধ্য, দেশ-বিদেশে গ্রহণযোগ্যতা পায়। আগামীতে গণমুখী রাজনৈতিক ব্যবস্থা যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে নির্বাচিত সরকার অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে। অপরদিকে ফ্যাসিবাদ যেন আর ক্ষমতায় আসতে না পারে সেজন্য পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জামায়াতের নায়েবে আমির ডা. তাহের বলেন, বিগত ৫৪ বছরে নেতাদের ব্যর্থতার কারণেই ফ্যাসিবাদীরা ক্ষমতায় এসেছিল। জনগণের আন্দোলনের কারণে ফ্যাসিবাদী সরকার দেশ ছেড়ে পালিয়ে গেছে। আর যাতে ফ্যাসিবাদ ক্ষমতায় আসতে না পারে সে কারণেই পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া দরকার। আইনসভার দু’কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা