আজ সোমবার | ১৮ আগস্ট ২০২৫ | ৩ ভাদ্র ১৪৩২ | ২৩ সফর ১৪৪৭ | রাত ৮:২৭

পাল্টে গেছে দুইটি আসনের রাজনীতি

ডান্ডিবার্তা | ১৮ আগস্ট, ২০২৫ | ১০:৩৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের ২টি আসনের সীমানা পরিবর্তনের ফলে রাজনৈতিক হিসাব নিকাশ পাল্টে গেছে। আগামী নির্বাচনে এ দুই আসন নিয়ে বিএনপির জন্য ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। কারণ বিএনপির সম্ভাব্য প্রার্থীদের দীর্ঘ দিনের গুছিয়ে রাখা নির্বাচনী মাঠ তছনছ হয়ে গেছে। সব চেয়ে বেশী সমস্য দেখা দিয়েছে নারায়ণগঞ্জ-৫ আসন নিয়ে। এ আসনের ৭টি ইউনিয়ন চলে গেছে অন্য আসনে। একে করে বন্দরের উন্নয়নে চরম বাধা হবে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা। তবে সাধারণ জনগণসহ সম্ভাব্য প্রার্থীরা এ সীমানা মানতে নারাজ। এ জন্য নির্বাচন কমিশনে একাধিক আবেদন পড়েছে। তবে শেষ পর্যন্ত কি হয় তা এখনো পরিস্কার নয়। নতুন করে সীমনা নির্ধারনের ফলে এবার যারা দীর্ঘ দিন নারায়ণগঞ্জ-৪ আসনে রাজনীতি করতেন এখন তাদের কেহ কেহ নারায়ণগঞ্জ-৫ আসনে প্রবেশ করছে। এতে করে নতুন করে রাজনীতির মোড় ঘুরে যাচ্ছে। নির্বাচন কমিশন থেকে খসড়া সীমানা পরিবর্তনের ঘোষণা আসার পর থেকেই নারায়ণগঞ্জের বিএনপি থেকে শুরু করে ইসলামীদল এবং এনসিপি বামদলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। তাছাড়া নির্বাচনকে সামনে রেখে সর্বাত্মক প্রস্তুতিতে থাকা দল বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে স্থবীরতা সৃষ্ট হয়েছে সীমানা পরিবর্তনের ফলে। তবে বিএনপির অধিকাংশ মনোনয়ন প্রত্যাশীরাই চায় পূর্বের সীমানায় নির্বাচনী আসনের কারণে বিএনপির এই তিনটি আসনের একাধিক প্রার্থী এই খসড়া সীমানা নির্ধারণের বিপরীতে আপত্তি জানিয়েছেন। বিগত দিনে ৩ আসন এককভাবে (সোনারগাঁও) থাকলে ও এবার এর সাথে যুক্ত হয়ে বন্দর উপজেলার ৫টি ইউনিয়ন। যা নিয়ে বর্তমানে সেই আসনের মনোনয়ন প্রত্যাশী বা প্রার্থীদের মাথা ব্যাথার কারণ অনেকটা কম থাকলেও ৪ ও ৫ আসনে সীমানাতে বিশাল রদবদল আসায় এই দুটি আসনকে ফ্যাক্টর হিসেবে দেখছে সকলেই। তাছাড়া নির্বাচনী হওয়া প্রবাহিতের পর থেকেই নারায়ণগঞ্জের জনগণের চোখ এই দুই আসনের দিকেই আটকে আছে। বিগত দিনে এই ৪ ও ৫ আসনের দায়িত্ব ছিলেন প্রভাবশালী দুই সহদোয় সন্ত্রাসী গডফাদার শামীম ওসমান ও সেলিম ওসমান। সে সময় এই ওসমান পরিবারের কথায় সব কিছু চলতে। গত ৫ আগষ্টের পর দেশের গণতন্ত্র জনগণের মাঝে ফিরিয়ে দেওয়ার যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাকে ঘিরে নারায়ণগঞ্জের ৪ ও ৫ আসনের নির্বাচনী এলাকা অনেকটাই উত্তপ্ত অবস্থায় রয়েছে। এদিকে অন্য ৩টি আসনের থেকে এই দুইটি আসনে বিএনপির একাধিক হেভিয়েট মনোনয়ন প্রত্যাশী রয়েছে যারা কেউ, কাউর থেকে কম নয়। যাকে ঘিরে ব্যাপক প্রতিযোগীতা লক্ষ্য করা যাচ্ছে। এই দুইটি আসনে বর্তমানে মনোনয়ন প্রত্যাশীদের পাল্টাপাল্টি বক্তব্যসহ নানান দ্বন্দ্ব চলছে। একই সাথে নির্বাচনী প্রচারণায় বর্তমানে এই দ্ইুটি আসনের মনোনয়ন প্রত্যাশীরা নির্বাচন কেন্দ্রিক শক্ত হাতে মাঠে না নামলে ও সামাজিক কাজে বর্তমানে মাঠ চষে বেড়াচ্ছেন। বর্তমানে গ্রুপিং-দ্বন্দ্বের মধ্য দিয়েই দুটি আসনে একাধিক বিএনপির মনোনয়ন প্রত্যাশী রয়েছে। যারা কেউ কেউ শিল্পপতি, কেউ নির্যাতিত ও ত্যাগী নেতাদের তালিকায় শীর্ষে আবার কেউ কেউ অপরিচিত মুখ। বর্তমানে বিএনপি থেকে মনোনয়ন চেয়ে যার যার আসনে শক্তভাবে পদচারণা করছেন ভোটারদের সাথে চুপি চুপি আলোচনা করছেন একাধিক মনোনয়ন প্রত্যাশীরা। এদিকে বর্তমানে নারায়ণগঞ্জ ৫ আসনে বর্তমানে সাবেক সংসদ সদস্য আবুল কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, শিল্পপতি মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ, আরেক মনোনয়ন প্রত্যাশী শিল্পতি আবু জাফর মোহাম্মদ বাবুল এ ছাড়া আসনটির সীমানা পুর্ণবিন্যাসের পর আরো মনোনয়ন প্রত্যাশী হতে ইচ্ছা পোষন করছেন। অন্যদিকে নারায়ণগঞ্জ-৪ আসনে বর্তমানে আলোচনায় রয়েছে দুই জন এই আসনের সাবেক সাংসদ সদস্য আলহাজ¦ মুহাম্মদ গিয়াস উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল রাজীব, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. বারী ভূঁইয়া। এ ছাড়া আসন পুর্ণবিন্যাসে মনোনয়ন প্রত্যাশী আরো বাড়বে বলে আভাস পাওয়া যাচ্ছে।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা