
ডান্ডিবার্তা রিপোর্ট
ফেসবুকে ম্যাসেঞ্জার গ্রুপের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের নেতাকর্মীদের সক্রিয় করে তাদের দিয়ে ঢাকায় ঝটিকা মিছিল বের করার নেপথ্যে নায়ক হিসেবে অগ্রনী ভুমিকা পালন করেছেন ফতুল্লা ইউনিয়ন যুবলীগের সভাপতি হারুন অর রশিদ আরিফ। এমনটাই চাউর হয়েছে পুরো ফতুল্লাজুড়ে। গত ২৪ আগষ্ট ঢাকার সেই ঝটিকা মিছিলের পর ১২ জনের নাম উল্লেখ এবং আড়াই শতাধিক অজ্ঞাতনামা আসামী করে ঢাকার পল্টন থানায় একটি মামলাও হয়েছে। সেই মামলায় বন্দরের খান মাসুদের কর্মী রাজু ওরফে ষ্টান্ড রাজু এবং কুতুবপুরের মীর হোসেন মিরুর এক কর্মী সাঈদ শেখকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ। ব্যাপক তথ্যানুসন্ধানে জানা যায় যে, কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মীর হোসেন মিরু এবং ফতুল্লা ইউনিয়ন যুবলীগের সভাপতি হারুন অর রশিদ আরিফের সার্বিক সহযোগিতার মাধ্যমেই ফেসবুকে ম্যাসেঞ্জার গ্রুপের মাধ্যমে নারায়ণগঞ্জের বন্দর,ফতুল্লা ও কুতুবপুরে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী দোসররা একে অপরের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছে সার্বক্ষনিকভাবে। ঢাকার পল্টনে সেদিনের মিছিলের বিষয়ে মীরু, আরিফ ও খান মাসুদের সাথে যোগাযোগ করেই তারা নারায়ণগঞ্জ থেকে শতাধিত নেতাকর্মীকে ঢাকায় নিয়ে যায়। সেই ঘটনায় যে মামলা হয়েছে এবং মামলার এজাহারনামীয় আসামীরা কিন্তু সবাই নারায়ণগঞ্জের। তবে কুতুবপুরে মিরু সমর্থকদের সংখ্যা বেশী বলে জানা যায়। এদের মধ্যে কুতুবপুরের সাঈদ শেখ, নাঈম শেখ, ইভানসহ আরো অনেকে রয়েছে। তবে একাধিক সুত্রে জানা যায় যে, কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক এবং ফতুল্লা ইউনিয়ন যুবলীগের সভাপতি হারুন অর রশিদ আরিফের তৈরী ম্যাসেঞ্জার গ্রুপে সার্বক্ষনিক সকলের সাথে যোগাযোগ রক্ষা করে চলেন হারুন অর রশিদ আরিফ নিজে এবং ফতুল্লার সামসুল হক আরজু,আলামিন হোসেন আলভি,মো.উপল,নাজমুল হাসান,ফতুল্লা থানা ছাত্রলীগের কার্যকরী সদস্য ইমরান হোসেন শুভ,সোহাগ,রাব্বি দেওয়ান, নাঈম প্রকাশসহ শতাধিক আওয়ামী দোসর। তারা প্রতিদিন যার যার স্থানে অবস্থান করেই উক্ত ম্যাসেঞ্জার গ্রুপের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করেই নারায়ণগঞ্জসহ রাজধানীর আশপাশে ঝটিকা মিছিলসহ নানাবিধ অরাজকতামুলক কাজের প্রস্তুতি নিচ্ছে। মীর হোসেন মিরু,হারুন অর রশিদ আরিফ এবং খান মাসুদগংরা নিজেদেরকে আবারও আগের স্থানে নিতে শামীম ওসমানের পরামর্শেই এরুপ অরাজকতায় লিপ্ত হয়েছে বলে একাধিক সুত্রে জানা যায়। তবে ঢাকার পল্টনের ঘটনায় দায়েরকৃত মামলায় বেশীরভাগ ফতুল্লা,পাগলা এবং বন্দরে অবস্থান করছেন বলে জানা যায় এবং তারা সবাই নিজেদের অবস্থানে থেকে ঘাপটি মেরে লুকিয়ে আছে। তবে সাধারন মানুষের অভিমত যে, ফতুল্লা ইউনিয়ন যুবলীগের সভাপতি হারুন অর রশিদ আরিফকে গ্রেফতার করতে পারলেই এ ম্যাসেঞ্জার গ্রুপ এবং তাদের সদস্য ও তাদের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বিস্তারিত অনেক অজানা তথ্য জানতে পারবে আইন-শৃংখলাবাহিনীর সদস্যরা।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯