আজ শুক্রবার | ২৯ আগস্ট ২০২৫ | ১৪ ভাদ্র ১৪৩২ | ৫ রবিউল আউয়াল ১৪৪৭ | সকাল ৮:২১

জামায়াত বয়কটের পথে বিএনপি

ডান্ডিবার্তা | ২৮ আগস্ট, ২০২৫ | ১১:২৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
কেন্দ্রীয় বিএনপির নির্দেশে নারায়ণগঞ্জ বিএনপি এখন কিছু রাজনৈতিক দলকে এরিয়ে চলছেন। আবার কিছু রাজনৈতিক দলকে কাছে টানছেন। বিগত সময় নারায়ণগঞ্জ আদালতপাড়ায় বিএনপি জামায়াতকে সাথে নিয়ে আওয়ামীলীরে বিরুদ্ধে: লড়াই করেছেন। কিন্তু এবার জামায়াত বিএনপি থেকে সড়ে গিয়ে নিজেরা প্যানেল দিয়ে আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নিয়েছেন। এদিকে জামায়াতে ইসলামীকে বাদে জুলাই অভ্যুত্থানের অংশীজন অন্য দলগুলোর সঙ্গে বিএনপি জোট করতে পারে। নির্বাচনে জয়ী হলে একসঙ্গে সরকার গঠনও করবে। গত সোমবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। বৈঠক থেকে সংস্কারের বিষয়ে ছাড়ের কোনো আভাস মেলেনি। লন্ডন থেকে বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির মতে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট ও গণপরিষদের দাবি বাস্তবসম্মত নয়। সনদকে সংবিধানের ওপরে প্রাধান্য দেওয়া ও আদালতের প্রশ্ন তোলার সুযোগ রহিত করার অঙ্গীকারও গ্রহণযোগ্য নয়। যেসব সংস্কার কার্যকরে সংবিধান সংশোধন করতে হবে, সেগুলো পরবর্তী সংসদে হবে। বাকিগুলো সরকার চাইলে নির্বাচনের আগে অধ্যাদেশ, নির্বাহী আদেশের মাধ্যমে কার্যকর করতে পারে। বৈঠক সূত্র জানিয়েছে, জামায়াত, ইসলামী আন্দোলন ও এনসিপি নির্বাচনে অংশগ্রহণের জন্য সংস্কারের যেসব শর্ত দিয়েছে, তাতে গুরুত্ব দেবে না বিএনপি। বৈঠক সূত্র জানায়, অন্তর্বরতী সরকারের অধীনে নির্বাচন নিয়ে জটিলতা চায় না বিএনপি। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় ঐকমত্য হয়েছে, যা চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে। আগামী নির্বাচন অন্তর্বতী সরকারের অধীনে হবে। স্থায়ী কমিটির বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। ভোটের অনুপাত (পিআর) পদ্ধতি চালু না হলে নির্বাচন করতে দেওয়া হবে না কিংবা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না– কয়েকটি দলের এমন বক্তব্যকে বিএনপি গুরুত্ব দিতে চায় না। দলটি মনে করছে, রাজনৈতিক দলগুলোর নিজস্ব বক্তব্য, মতামতে উদ্বেগের কিছু নেই। গণতন্ত্রে নানা মত থাকাই স্বাভাবিক। দলগুলো সাফল্য পেতে এসব বক্তব্য দিচ্ছে বলে বিএনপির মূল্যায়ন। স্থায়ী কমিটি মনে করে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। স্থায়ী কমিটির বৈঠকে পুলিশ ও প্রশাসনের রদবদল নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকে একাধিক নেতা বলেন, এসব রদবদলে বিএনপির সম্পৃক্ততা রয়েছে বলে যে প্রচারণা চালানো হচ্ছে, এ নিয়ে স্থায়ী কমিটি থেকে ক্ষোভ প্রকাশ করা হয়। বলা হয়, এসবে বিএনপির সংশ্লিষ্টতা নেই। তবে সরকার চাইলে সহযোগিতা করতে পারে বিএনপি। এ ক্ষেত্রে দল সুনির্দিষ্ট কাউকে দায়িত্ব দেবে, যিনি এ ব্যাপারে সরকারের সঙ্গে যোগাযোগ বা সমন্বয় করবেন। বৈঠকে কয়েকটি ইসলামী দলের সঙ্গে যোগাযোগ এবং তাদের সঙ্গে জোট করতে করণীয় নিয়ে আলোচনা হয়। সালাহউদ্দিন আহমেদ বলেন, যুগপৎ আন্দোলনের মিত্রদের নিয়ে জোট হতে পারে। কয়েকটি ইসলামী ঘরানার দলের সঙ্গেও জোট হতে পারে। তবে তা চূড়ান্ত নয়। জামায়াতের সঙ্গে জোটের সুযোগ নেই। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি যোগ দেন ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান। স্থায়ী কমিটির সিদ্ধান্তের আলোকে নারায়ণগঞ্জ বিএনপি কাজ করে যাবে বলে নারায়ণগঞ্জ বিএনপি নেতারা অঙ্গিকার করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা