
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ শহরের ট্রাফিক পরিস্থিতি উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছেন মডেল গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুদ। গতকাল বুধবার শহরের মেট্রোহল সংলগ্ন ট্রাফিক অফিস পরিদর্শনে গিয়ে তিনি বলেন, “নারায়ণগঞ্জ শহরের ট্রাফিক পরিস্থিতি অত্যন্ত নাজুক। এই পরিস্থিতির উন্নয়নে ট্রাফিক কর্মকর্তাদের কাজের গতি বাড়ানো এবং অফিস পরিচালনা নির্বিঘœ করতে কিছু আসবাব ও সরঞ্জামের প্রয়োজন ছিল। মডেল গ্রুপের পক্ষ থেকে এর ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও জানান, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য মডেল গ্রুপ ও নারায়ণগঞ্জ চেম্বার যৌথভাবে ভলান্টিয়ার নিয়োগ দিয়েছে। “আমাদের মূল লক্ষ্য একটি বাসযোগ্য ও সুশৃঙ্খল নারায়ণগঞ্জ গড়ে তোলা। আমরা আশা করি, এই উদ্যোগের ফলে ট্রাফিক বিভাগ আরও কার্যকরভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে। এ সময় তিনি নতুন পুলিশ সুপারকে স্বাগত জানিয়ে বলেন, “নতুন পুলিশ সুপার শহরে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও সন্ত্রাস দমন এবং অবৈধ ফুটপাত দখল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেবেন বলে আমরা আশাবাদী। অফিস পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাহমিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজনসহ জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯