আজ সোমবার | ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ৩১ ভাদ্র ১৪৩২ | ২২ রবিউল আউয়াল ১৪৪৭ | রাত ১১:৩৯

আ’লীগের ষড়যন্ত্রের নয়া হাতিয়ার গুজব

ডান্ডিবার্তা | ১১ সেপ্টেম্বর, ২০২৫ | ১১:১৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীদের চাঙ্গা করতে নতুন করে ষড়যন্ত্র করছে গুজব ছড়িয়ে। দেশ ছেড়ে পলাতকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে কর্মীদের বাইরে এনে শহরে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে। আওয়ামীলীগ পতন হওয়ার পর ১৩ মাসে অনেক ষড়যন্ত্র করে যখন সাকসেস হতে পারছে না তখন নতুন করে গুজব ছড়িয়ে আনেক ধরণের ষড়যন্ত্র করছে। এবার তারা তাদের নিজ নিজ এলাকার নেতাদের নাম উল্লেখ করে গুজব ছড়াচ্ছে অমুক ছাড়া পেয়েছে অমুত দেশে ফিরেছে। শহরে জনগণের ¯্রােত বইছে এমন নানা ধরনের গুজব ছড়িয়ে চলেছে। শুধু তাই নয় তারা এ ধরনের গুজব ছড়িয়ে আইন শৃঙ্খলা বাহিনীর নজর অন্য দিকে সরানোরও একটি ষড়যন্ত্র করছে। আইন শৃঙ্খলা বাহিনীর নজর সরিয়ে ফাঁকা স্থানে তারা তাদের অস্থিরতার জাল বিস্তারেরও চেষ্টা চালাচ্ছে বলে একটি গোয়েন্দা সূত্রে জানা গেছে। এসক গুজব নিয়ে এখন শহরময় চলছে আলোচনা সমালোচনা। কারণ আওয়ামীলীগ এখন দেশের জনগণের মধ্যে একটি অপরাধী দল হিসাবে বিবেচিত। দীর্ঘ ১৬টি বছর মানুষ তাদের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছিল। যার বিম্ফোরণ ঘটে গত বছরের ৫ আগষ্ট। জন বিম্ফোরনে উড়ে যায় আওয়ামীলীগের মসনদ। পতন হয় জালিম সরকারের। আর স্বৈরাচারি আওয়ামীলীগ সরকারের পতনের পর সাধারণ মানুষ যেন স্বস্থির নিশ^াস ফেলেন। এদিকে দীর্ঘ ১৭ বছরের চেয়েও বেশী সময় ধরে নারায়ণগঞ্জ জেলায় আলোচিত ছিলেন আওয়ামী লীগের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও এমপি শামীম ওসমান। দুইজনই ভাইবোনের সম্বোধনে বিগত ২১ বছর আলোচনা ছিলো সারা বিশ্বে। গত ১৩ মাসের বেশি সময়ে ধরে আইভী ও শামীম ওসমানকে একত্রে দেখা যায়নি। বরং গত বছর ৫ আগস্টের আগেই দেশ ছেড়ে পালিয়ে যান শামীম ওসমান। অন্যদিকে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়া পর আইভী তার নিজ পৈতৃক বাড়ী চুনকা কুটিরে অবস্থান ছিলেন। এর আগে তিনি ১৫ আগষ্ট বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে সমালোচিত হন। আলোচনার প্রায় ১০ মাসের মাথায় নাটকীয়তা মধ্যে গ্রেপ্তার হন তিনি। এখন পর্যন্ত তিনি কাশিমপুর কারাগারে বন্দি রয়েছেন। প্রায় এক বছর পর আবারো আইভী ও শামীম ওসমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। জানা যায়, গত ৭ সেপ্টেম্বর আওয়ামীলীগের সাবেক হুইপ নজরুল ইসলাম বাবু নামে ফেসবুক আইডি থেকে ‘আলহামদুল্লিল্লাহ জামিনে মুক্ত নারায়ণগঞ্জের অগ্নিকন্যা সেলিনা হায়াৎ আইভী আপা’। এমন পোস্টে দ্রুত সময়ে ভাইরাল হয়ে যায় আইভী সমর্থক ও বিরোধীদের মধ্যে। জামিনে মুক্ত ঘটনায় তার ছোট ভাই শহর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী উজ্জল জানান, ফেসবুকে তথ্য ভুয়া। হাইকোর্ট বন্ধ রয়েছে, এখন কারো জামিনের সুযোগ নেই। আইভী আপা’র বিরুদ্ধে অপ্রচার করতে এক মহল গুজব ছড়িয়েছে। এই ঘটনা পরপরই ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী প্রজন্মলীগ প্যাজে নাহিয়ান খান একটি পোষ্টে, ব্রেকিং নিউজ, এই মুহূর্তে দেশে আসলেন আমাদের শামিম ওসমান ভাই। কি শুরু হয়ে গেলো দেশে। এবার খেলা হবে। জয় বাংলা। নারায়ণগঞ্জ এ জনস্রোত। এমন তথ্যকে গুজব জানিয়েছেন তার সমর্থকরা। আইভী অপ্রচারের মতই এমন পোষ্টে সমালোচনা করেছেন নেটিজনেরা। তারা বলেন, নারায়ণগঞ্জ আগামী আন্দোলনকে বাধাগ্রস্থ করতে শামীম ওসমান সম্বলিত ছবি দিয়ে বির্তকিত পোষ্ট করা হয়েছে। এধ:নরে গুজব ছড়িয়ে আওয়ামীলীগ নয়া কৌশলে এগানোর চেষ্টা করছে। সেই সাথে তাদের কর্মীদের ঐক্যবদ্ধ করার অপচেষ্টা করছে।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা