আজ মঙ্গলবার | ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ৮ আশ্বিন ১৪৩২ | ৩০ রবিউল আউয়াল ১৪৪৭ | বিকাল ৩:২৫

পাল্টে যাচ্ছে রাজনৈতিক হিসাব

ডান্ডিবার্তা | ২২ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:১৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা এখন সকলেই নির্বাচন মুখি। কেউ নির্বাচনী প্রচারনায় ব্যস্ত রয়েছেন আবার কেহ দলীয় কর্মসূচি নিয়ে ব্যস্ত রয়েছেন। তবে বিএনপি নেতারা দলীয় কর্মসূচির পাশাপাশি নির্বাচনী প্রচারনাও চালিয়ে যাচ্ছেন। কিন্তু অনান্য দলগুলি পুরোপুরি নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে সবচেয়ে প্রচারনায় এগিয়ে রয়েছেন জামায়াতে ইসলামী। কিন্তু বিএনপি এখন নিজেদের ঘর গুছাতে পারেনি। রয়েছে নিজেদের মধ্যে কোন্দল। এখন আবার নতুন করে জামায়াতের সাথে দুরত্ব বেড়েছে। তবে বিএনপি নেতারা বলছেন এখনো নির্বাচনের তফসিল ঘোষনা হয়নি। আর বিএনপি একটি বড় রাজনৈতিক দল সেহেতু দল যাকে মনোনয়ন দিবে তখন আমরা জোড়ালো ভাবে মাঠে নামব। এখন আমরা নির্বাচনী প্রচারনা চালাচ্ছি পাশাপাশি দেশের মানুষ যাতে নির্বাচনের জন্য উজ্জীবীত হয় সেজন্যও কাজ করে চলেছি। আমরা চাই একটি গণতান্ত্রিক ও নিরপেক্ষ নির্বাচন। আমরা জনগণের প্রতি পূর্ন আস্থা রাখি। যারা জনগণের প্রতি আস্থা নেই শুধু ক্ষমতার লোভ, তারাই পিআর নামক ষড়যন্ত্র করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। আমরা তা হতে দেব না। আমরা গণতান্ত্রিক ভাবে নির্বাচন চাই। আমরা মনে করি জনগণ যাদের ভোটদিয়ে নির্বাচিত করবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে। কিছু দল বিএনপিকে ভয় পাচ্ছে তাই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্রভাকান্ডা ছড়াচ্ছে। আর বিএনপিকে পিছনে ফেলে প্রচারনায় এগিয়ে থাকছে ইসলামী দলগুলি যার প্রেক্ষিতে দিন দিন রাজনৈতিক হিসাব নিকাস পাল্টে যাচ্ছে। নারায়ণগঞ্জ বিএনপির এক শীর্ষ নেতা বলেন, এদিকে যে কোনো পরিস্থিতিতেই আগামী ফেব্রæয়ারিতে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। কোনো ষড়যন্ত্রই এ নির্বাচন ঠেকানো কিংবা বিলম্বিত করার চেষ্টায় সফল হবে না। শিগগিরই বদলে যাবে রাজনীতির হিসাব। বিদ্যমান রাজনৈতিক চিত্র পাল্টে যাবে সহসাই। পিআরসহ বেশ কিছু দাবিতে যারা এখন জোটবদ্ধ হয়েছে, সেই জোটেও ভাঙন ধরতে পারে। প্রধান রাজনৈতিক দল বিএনপির সঙ্গেও জোটবদ্ধ হওয়ার আগ্রহ প্রকাশ করতে পারে অনেকে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন কৌশলও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে। একই সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনার পাশাপাশি প্রকাশ্য ও অপ্রকাশ্য ইতিবাচক অনেক ঘটনাই ঘটে যেতে পারে বলে বিভিন্ন দলীয় সূত্রে জানা গেছে। ফেব্রæয়ারিতে সংসদ নির্বাচনের সময় নির্ধারণ করা হলেও এখনো এ নির্বাচন নিয়ে মানুষের সংশয় কাটেনি। অনেকে মনে করেন নির্বাচন বানচাল, পেছানো কিংবা প্রলম্বিত করার জন্য কতিপয় দল ও মহল নানান রকমের ষড়যন্ত্রে লিপ্ত। তারা নানাভাবে চেষ্টা করছে নির্বাচন যাতে পিছিয়ে যায়। বিএনপিসহ বিভিন্ন দলের নেতারা এ নিয়ে ইতোমধ্যে শঙ্কা ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন। তবে নির্বাচন আগামী ফেব্রæয়ারিতেই অনুষ্ঠিত হবে-এ ব্যাপারে প্রধান উপদেষ্টা দৃঢ়প্রতিজ্ঞ। রাজনৈতিক নেতারা মনে করছেন, আগামী ডিসেম্বরের আগেই পাল্টে যাবে দেশের রাজনীতির চালচিত্র। এখন যে চিত্র বিদ্যমান তা আর তখন থাকবে না। বিশেষ করে নির্বাচনি তফসিল ঘোষণার আগেই রাজনীতির অন্দরে ব্যাপক পরিবর্তন ঘটে যেতে পারে। আজ যারা পিআরের দাবিতে মাঠে আছে, তাদের একটি অংশ তখন পিআরের পরিবর্তে সরাসরি ভোটের পুরোনো পদ্ধতিতেই নির্বাচনে অংশ নিতে ব্যতিব্যস্ত হয়ে উঠতে পারে। বিশেষ করে সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপিও কোনো না কোনো আদলে নির্বাচনি জোট করতে পারে। বর্তমানে জামায়াতসহ ইসলামি দলগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করছে বিএনপি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা