আজ মঙ্গলবার | ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ৮ আশ্বিন ১৪৩২ | ৩০ রবিউল আউয়াল ১৪৪৭ | বিকাল ৩:৩৯

বিএনপির বির্তকিতদের বয়কট জরুরী

ডান্ডিবার্তা | ২৩ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:২০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে নির্বাচনের পথেই সকলেই হাঁটছেন। তবে ইসলামী দলগুলি একক প্রার্থী নিশ্চিত করায় প্রার্থীরা নির্বাচনী মাঠে খুব জোরেসুরেই মাঠে রয়েছে। তারা বিভিন্ন এলাকায় প্রচার প্রচারনার মাধ্যমে নির্বাচনী পরিবেশকে প্রায় উৎসব মুখর করে তুলছে। সে তুলনায় বিএনপি এখনো অনেকটা পিছিয়ে রয়েছে। বিএনপির এখনো একক প্রার্থী মনোনয়ন করা হয়নি। যার জন্য এখন সকলেই সম্ভাব্য প্রার্থী। এদিকে দিন দিন বিএনপির সম্ভাব্য প্রার্থীর সংখ্যা বেড়ইে চলছে। নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতিতে একাধিক গ্রæপ থাকায় বিভিন্ন গ্রæপ থেকে সম্ভাব্য প্রার্থীরা নিজেদের প্রার্থী হিসাবে ঘোষনা দিয়ে রেখেছেন। এদের মধ্যে কেহ কেহ মাঠে রয়েছেন আবার কেহ কেহ ঘোষনা দিয়ে ঘরে বসে আছেন। নারায়ণগঞ্জ রাজধাসীর পাশের জেলা হওয়ায় এ জেলা অনেক গুরুত্বপূর্ন। এ জেলাটি শিল্প সম্বৃদ্ধ এলাকা হওয়ায় এখানে বহিরাগত ভোটের সংখ্যা অনেক বেশী। আর এ জন্য এ জেলার ভোটের হিসাব নিকাস কষতে রাজনীতিবিদদের অনেক হিমশিম খেতে হয়। এ জেলায় বিএনপির জনসমর্থন অনেক বেশী হলেও বিএনপির অভ্যান্তরিন দ্ব›েদ্ব বিএনপি আগের চেয়ে অনেকটা পিছিয়ে রয়েছে। আর এরজন্য দায়ি বিএনপির হাইকমান্ড। এমনটাই ধারনা নারায়ণগঞ্জের বাসিন্দাদের। এর কারণ হিসাবে অনেকে উল্লেখ করেছেন, যারা নারায়ণগঞ্জে বিএনপিকে প্রতিষ্ঠা করেছে আজ তাদের দুরে সরিয়ে দুবর্ল নেতৃত্বের হাতে নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতি পরিচালিত হচ্ছে। যার ফলে নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতিতে চেইন অব কমান্ড নেই। এখানে এখন সকলে বিএনপির নেতা। একজনও কর্মী নেই। যার ফলে নারায়ণগঞ্জে বিএনপির হুচোট খাওয়ার সম্ভাবনা বেশী। বেগম খালেদা জিয়া যেভাবে দলের নেতৃত্বে বন্টন করেছেন তা এখন আর নেই। কারণ কিছু বিএনপির দালাল শ্রেনীর চাটুকাররা কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে বিএনপির যাদরেল নেতাদের দুরে সরিয়ে রেখেছে। যারা বিএনপিকে নারায়ণগঞ্জে প্রতিষ্ঠা করেছে আজ তাদের নাম মুখে নিতে অনেকে লজ্ঝা পাচ্ছেন। বিএনপির এক প্রবীন নেতা বলেন, অনেক ত্যাগের বিনিময়ে নারায়ণগঞ্জে বিএনপি প্রতিষ্ঠা লাভ করেছে। আমরা অনেক নির্যাতন সহ্য করেছি। বিগত স্বৈরাচাল শেখ হাসিনার সরকার আমাদের একটি রাতের জন্য ঘরে ঘুমাতে দেয়নি। আমরা রাজপথে দাঁড়ালেই আমাদের নামে গায়েবী মামলা দিয়ে আমাদের নির্বাতন করত। আমরা নারায়ণগঞ্জে বিএনপিকে প্রতিষ্ঠা করতে গিয়ে অনেককে হারিয়েছি। আজ যারা নেতৃত্বে দিচ্ছেন তারা তৈরী পেয়েছেন। যার কারণ তারা দলের কদর বুঝে না। তারা দলের সুদিনের হালুয়া খেতে লাড়াই করছেন। আর আমরা বিএনপিতে প্রতিষ্টা করতে লড়াই করেছি। বতর্মানে নারায়ণগঞ্জে বিএনপি একাধিক ভাগে বিভক্ত। আর এ কারণে সম্ভাব্য প্রার্থীর সংখ্যা দিন দিন বাড়ছে। এমন লোকও নিজেদের প্রার্থী হিসাবে ঘোষনা দিয়েছে যিনি একটি ইউপির ওয়ার্ডের মেম্বার হওয়ার যোগ্যতা নেই সেও এখন বিএনপির প্রার্থী। এতে করে নারায়ণগঞ্জে বিএনপির ইমেজ দিন দিন ক্ষুন্ন হচ্ছে। এ বিসয়ে বিএনপির এক মাঠ পর্যায়ের নেতা বলেন, এখন বিএনপির উচিত যদি নারায়ণগঞ্জের সীট রক্ষা করতে হয় তবে অনেক বুঝে শুনে প্রার্থী দিতে হবে। যাদের প্রতি এখনো মানুষের আস্থা রয়েছে। যারা দলের জন্য বিগত সময় কাজ করে দলকে প্রতিষ্ঠিত করেছে। তাদের কোন বদনাম নেই। যারা গত বছরের ৫ আগষ্টের পর চাঁদাবাজি করেছে, মামলা বানিজ্য করেছে, দখবাজি করেছে তাদের দলীয় ভাবে বয়কট করা উচিত। তাহলে সাধারণ মানুষ বিএনপির প্রতি পূর্ন আস্থা ফিরে আসবে। তখন মানুষ বলবে বিএনপির একটি পরিচ্ছন্ন দল। বিএনপি নিজ দলের অপরাধীদেরও ছাড় দেয় না। বর্তমানে যারা বিএনপিকে নেতৃত্বে দিচ্ছে দলের ভাবমূর্তি চরম ভাবে ক্ষুন্ন করেছে। তাদের প্রতি মানুষের আস্থা নেই। তাই এদের লাগাম না টানলে বিএনপিরকে এর খেসারত দিতে হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা