
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা কেন্দ্রীয় নেতাদের নজরে আসতে বিভিন্ন সামাজিক কর্মকান্ড শুরু করেছেন। সকলেই এখন দলের সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় রয়েছেন। সম্ভাব্য প্রার্থীদের সামাজিক কাজ কর্মে সাধারণ মানুষ সুবিধাভোগ করলেও এ কর্মকান্ড কতদিন স্থায়ী হবে তা নিয়ে সংশয় রয়েছে। কারণ বিএনপি যখন একক প্রার্থী ঘোষনা করবে তখন অন্যান্যদের সামাজিক কর্মকান্ড থেমে যাবে। বর্তমানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের ৫টি আসনেই বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা সরব রয়েছেন। সেই সাথে প্রত্যেকটি আসনেই ৪ থেকে ৫ জন আলোচনায় রয়েছেন। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নিজেদের জানান দিয়ে আসছেন। সেই সাথে সকলেই বলে আসছেন তারা কেন্দ্রীয় বিএনপি থেকে সবুজ সংকেত পেয়েছেন। প্রায় সকল মনোনয়ন প্রত্যাশীরই একই কথা।কোনো কোনো মনোনয়ন প্রত্যাশী নিজের সবুজ সংকেতের কথা না বললেও তাদের অনুসারীরা সবুজ সংকেত সবুজ সংকেত বলে সংশ্লিষ্ট আসন মাতিয়ে তুলছেন। যেন তাদের নেতাকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত করে ফেলা হয়েছে। কিন্তু এই সবুজ সংকেত সকলের বেলায় শোনা যাচ্ছে। ফলে সত্যিকার অর্থেই কেউ কি সবুজ সংকেত পেয়েছেন সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। নাকি সকলেই সবুজ সংকেত বলে নিজেদের আলোচনায় রাখার চেষ্টা করছেন। সবুজ সংকেত বলে নিজের ঢাক ঢোল নিজেই পিটিয়ে যাচ্ছেন। সেই সাথে সবুজ সংকেত বলতে বলতে এই শব্দটিকেই গুরুত্বহীন করে তুলছেন মনোনয়ন প্রত্যাশীরা। সূত্র বলছে, দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলো আওয়ামী লীগ। আর এই ক্ষমতায় থাকাবস্থায় নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা অনেক নির্যাতন নীপিড়নের শিকার হয়েছেন। দিনের পর দিন মাসের পর মাস এবং বছরের পর বছর বিএনপির নেতাকর্মীদেরকে পরিবার পরিজন ছেড়ে দিন যাপন করতে হচ্ছে। সেই সাথে তারা আন্দোলন সংগ্রামেও অংশ নিতে পারতেন না। ব্যবসা বাণিজ্যেও নানাভাবেই বাধার শিকার হয়েছেন। সব মিলিয়ে তাদের যেন স্বাভাবিক জীবন যাপন ছিলো না। এরই মধ্যে গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন হয়। আর এই পতনের সাথে সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা গাঁ ঢাকা দিয়েছেন। এই অবস্থায় একদম খালি মাঠে রয়েছে বিএনপি। দীর্ঘদিন পর খালি মাঠে নারায়ণগঞ্জ বিএনপি মনোনয়ন প্রত্যাশীর সংখ্যাও বেড়েছে। সেই সাথে তাদের নিজেদের মধ্যেই প্রতিদ্ব›দ্বীতা বাড়ছে। এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলাপ আলোচনা চলমান রয়েছে। সেই সাথে দিন যাওয়ার সাথে আলাপ আলোচনা আরও সরগরম হতে থাকে। যার ধারাবাহিকতায় নারায়ণগঞ্জে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্নভাবে নিজেদের জানান দিতে থাকেন। তাদের সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে থাকেন। আর এই প্রস্তুতিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরাও এগিয়ে আসেন। সেই সাথে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে নিজেদের জানান দিতে থাকেন। এরই মধ্যে আগামী বছরের ফেব্রæয়ারিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আর এই নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে বিএনপির ব্যস্ততা আগের থেকে আরও বেশি বেড়ে গেছে। নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মনোনয়ন প্রত্যাশীরাই নিজেদেরকে বিভিন্নভাবে জানান দেয়ার চেষ্টা করে যাচ্ছেন। মনোনয়ন প্রত্যাশীদের এই নির্বাচন প্রস্তুতির মধ্যেই শেষ হয়েছে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই পূজাই মনোনয়ন প্রত্যাশীদের মনযোগ আকর্ষণের সুযোগ। ফলে মনোনয়ন প্রত্যাশীরা সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সুযোগকে কাজে লাগিয়েছে। হিন্দু স¤প্রদায়ের ভোটারদের নিয়ে তারা প্রতিযোগিতায় মেতে উঠেছেন। কে কার থেকে বেশি হিন্দু স¤প্রদায়ের লোকদের ঘনিষ্ট হতে পারেন সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে দুই পক্ষই হিন্দু স¤প্রদায়ের লোকদের মাঝে আর্থিক সহযোগিতা সহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করে যাচ্ছেন।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মোবায়েদুর রহমান ক্ষমতার করিডোর থেকে যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেগুলো শুনে মনে হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি শেষ পর্যন্ত হয়তো কেটে যাবে। ঐকমত্য কমিশনের কার্যকালের সর্বশেষ মেয়াদ ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন শেষ মুহূর্তে আটকে যাওয়ায় প্রধান উপদেষ্টা স্বয়ং বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। তার চূড়ান্ত লক্ষ্য হলো দেশে এমন […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯