
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে বিএনপির অভ্যন্তরীণ দ্ব›দ্বকে কাজে লাগাতে চায় জামায়ত। বিএনপির এ দ্ব›দ্ব যেন কখনো না থামে এমন প্রত্যাশা জামায়াতের। এমন মন্তব্য করেন বিএনপির মাঠ পর্যায়ের একাধিক নেতাকর্মী। বিএনপি নেতাকর্মীরা বলেন, বর্তমানে নারায়ণগঞ্জ বিএনপিতে একাধিক বলয়ে রাজনীতি হচ্ছে। আর এর জন্য দায়ি শীর্ষ নেতারা। তারণ তারা প্রবীন নেতাদের সহ্য করতে পারেন না। এমনকি তাদের এগিয়ে আসার সুযোগ করে দেন না। যার কারণে প্রবীন ও ত্যাগী নতাদের দুরে রেখে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টার করনে বিএনপিতে একাধিক বলয় সৃষ্টি হয়েছে। বর্তমানে নির্বাচনকে সামনে রেখে আরো একাধিক বলয় তৈরী হয়েছে। আর বিএনপির এ দ্ব›দ্বকে কাজে লাগাতে চায় জামায়াত। এদিকে দীর্ঘ ১৬ বছর ভোট দেয়ার স্বাদ তেমন একটা গ্রহণ করতে পারেনি সাধারণ জনগন। নির্বাচনী মাঠে ছিলো না বিএনপি, জামায়াত ইসলামীসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। তবে এবারের ভোট যুদ্ধে আওয়ামীলীগ নিষিদ্ধ। মাঠে তেমন সরব উপস্থিতি দেখা যাচ্ছে না জাতীয় পার্টিরও। জামায়াতে ইসলামী ভোটের মাঠে কৌশল অবলম্বন করছে। ইসলামী আন্দোলন কিছু কিছু এলাকায় কর্মী সভাও করে যাচ্ছেন। দেশের বড় একটি দল বিএনপি। তবে নারায়ণগঞ্জে বিএনপি এখনো মাঠ গুছাতে পারেনি। জোট ও জোটের বাইরে থেকে কিভাবে নির্বাচন করা যায় সে ব্যাপারে কোনো কার্যক্রম হাতে নিতে পারেনি অধিকাংশ রাজনৈতিক দল। গনঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে নামধারী সংগঠনের নেতাকর্মীর বিতর্কিত কর্মকান্ডসহ বেশ কিছু রাজনৈতিক দলের নেকতাকর্মীর হামলা, লুটপাটের কারণে সাধারণ জনগনের কাছে নির্বাচন নিয়েও নানা ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। নারায়ণগঞ্জের ৫টি আসনের মধ্যে জামায়াত বাদে এখনো দলগুলোর প্রার্থীতা নিশ্চিত করতে পারেনি বিএনপি, জাকের পার্টি, ইসলামী আন্দোলন। এনসিপিও তাদের দলের প্রার্থীতা ৫টি আসনে নিশ্চিত করতে পারেনি। অথবা এনসিপি থেকে কারা প্রার্থী হবেন তাও জানান দিতে পারেনি এনসিপি। আগামী ফেব্রæয়ারীতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নারায়ণগঞ্জে এ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার কথা রয়েছে ৫টি আসনেই। তবে প্রার্থীতা নিশ্চিত হলে সমিকরণ অনেকটা সহজ হতো। কিন্তু প্রার্থীতা নিশ্চিত না হওয়ার কারনে এখনো নির্বাচনের প্রভাব পড়েনি কোথাও। রূপগঞ্জ আসনে বিগত ১৬ বছর রাজত্ব করেছিলেন আওয়ামীলীগ সরকারের প্রভাবশালী নেতা গোলাম দস্তগীর গাজী পরিবার। এবার এই আসন থেকে কেন্দ্রীয় বিএনপি নেতা ও জেলা বিএনপিরে সাবেক সভাপতি কাজী মনির, জেলা বিএনপির প্রথম যুগ্ম আহŸায়ক ও বিএনপির কে›ন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূইয়া (দিপু), জেলা আহŸায়ক কমিটির অন্যতম যুগ্ম আহŸায়ক ও দাউদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফ আহমেদ টুটুল এবং রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, কেন্দ্রীয় যুবদলের সাবেক নির্বাহী কমিটির সহসাধারণ সম্পাদক দুলাল হোসেনের দলে প্রার্থী হিসেবে নাম জানান দিয়েছেন। তবে দল কাকে মােনয়ন দেয় সেই দিকে সবার দৃষ্টি রয়েছে। অপরদিকে রুƒপগঞ্জে জামায়াতে ইসলামীর একক প্রার্থী হিসেবে আনোয়ার হোসেন মোল্লার নাম ঘোষণা হয়েছে। আড়াইহাজার আসনে এবার প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজদ, সাবেক সংসদ সদস্য আতাউর রহমান, কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান। জামায়তের একক প্রার্থী হিসেবে রয়েছেন অধ্যাপক ইলিয়াস মোল্লা। সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ আসনে বিএনপির প্রার্থীতা চাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সাংসদ ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াস উদ্দিন, সোনারগাঁ বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক, নির্বাহী কমিটির সদস্য ও বিজিএমইএ সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক। এই আসনে জামায়াতের ইসলামীর প্রার্থী নিশ্চিত হয়েছেন ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া। এনসিপির যুব শক্তি থেকে এ আসনে তুহিন মাহমুদ, আব্দুল্লাহ্ আল আমিন, সদর-বন্দর আসনে আহমেদুর রহমান ও শওকত আলীর নাম শোনা যাচ্ছে। তবে এই দলের নেতাকর্মীদের তেমন সক্রিয় হতে দেখা যায়নি। ফতুল্লা আসনে এবার বিএনপির নির্বাহী কমিটির সদস্য শিল্পপতি মোহাম্মদ শাহ আলম, জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মাসুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, জাসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিজান খন্দকারসহ ও মশিউর রহমান রণি প্রার্থী হবেন বলে তারা নিজ নিজ অবস্থান থেকে ঘোষণা দিয়েছেন। অপরদিকে জামায়াতের প্রার্থী হিসেবে রয়েছেন নারায়ণগঞ্জ মহানগরের আমির আব্দুল জব্বার। সদর-বন্দর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আছেন মহানগর বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য আবুল কালাম, মডেল প্রæপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুদুজ্জামান, প্রাইম গ্রæপের পরিচালক আবু জাফর বাবুল, মহানগর বিএনপির আহŸায়ক সাখাওয়াত হোসেন, সদস্য সটিব আবু আল ইউসুফ খান টিপু, যুবদল নেতা মাকসুদ আলম খন্দকার খোরশেদ, বিএনপি নেতা আলিয়ার রহমান প্রমুখ। জামায়াতের প্রার্থী হিসেবে রয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ও জেলার সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমেদ। তবে মাসুদুজ্জামান ইতিমধ্যে তার কার্যক্রম শুরু করে দিয়েছেন। যদিও দলের পক্ষ থেকে মনোনয়ন এখনো নিশ্চিত করেননি। তবে কৌশলে মাঠ গুছিয়ে নিচ্ছেন জামায়াত ও ইসলামী আন্দোলন। এব্যপারে মনোনয়ন প্রত্যাশী ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, দীর্ঘ ১৬ বছর জুলুম নির্যাতন সহ্য করেছি। দলের জন্যে মাঠে কাজ করেছি। মামলা-হামলার শিকার হয়েছি। তিনি দলের কাছে মনোনয়ন চাইবেন বলে নিশ্চিত করেছেন। অপরদিকে, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা জোট থেকে বিএিনপির মনোনয়ন পাবেন বলে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন। মশিউর রহমান রনি বলেন, মনোনয়ন চাইবো। দল যোগ্য মনে করলে মনোনয়ন দেবেন বলে তিনি আশাবাদী। এদিকে সকলেই বলে বেড়াচ্ছেন দল তাদের অঘোষিত সবুজ সংকেত দিে রেখেছে তাই তারা মাঠ গুছাচ্ছেন।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মোবায়েদুর রহমান ক্ষমতার করিডোর থেকে যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেগুলো শুনে মনে হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি শেষ পর্যন্ত হয়তো কেটে যাবে। ঐকমত্য কমিশনের কার্যকালের সর্বশেষ মেয়াদ ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন শেষ মুহূর্তে আটকে যাওয়ায় প্রধান উপদেষ্টা স্বয়ং বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। তার চূড়ান্ত লক্ষ্য হলো দেশে এমন […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯