
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ বিএনপিতে এবার গুপ্তচর প্রবেশ করেছে। বিএনপির বির্তকিত নেতারা অর্থের লোভে আওয়ামী দোসরদের বিএনপিকে স্থান দেয়ার পর থেকে বিএনপি নেতাদের তথ্য পাচার হতে শুরু করে। এমন অভিযোগ বিএনপির একাধিক নেতার। গুপ্তচরেরা বিএনপি নেতাদের আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে সকল তৎপরতা আওয়ামীলীগের শীর্ষ নেতাদের কাছে পাচার করছে। এছাড়া আরেক গুপ্তজর হিসাবে চিহৃত করেছে মাওলানা ফেরদৌস। এমনটাই দাবি বিএনপি নেতাদের। বিএনপির একাধিক নেতা জানান, মনির কাশেমীর আস্থাভাজান পরিচিতি পাওয়া ফেরদাউস এখন নিয়মিত সাবেক এমপি গিয়াসউদ্দিন, বিএনপি নেতা শাহ আলম ও দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের দুয়ারে যান। এক নেতার কাছ থেকে তথ্য নিয়ে আরেক নেতার কাছে পৌছে দেন তিনি। স¤প্রতি গিয়াসউদ্দিনের সঙ্গে হিরাঝিলে স্কুলে দীর্ঘক্ষণ বৈঠক করেন ফেরদাউস। সেখানে তিনি কাশেমীর নির্বাচনের কিছু কৌশল জানিয়ে দেন। সেদিন বৈঠক শেষেই রাতে খবর রটে যায় শামীম ওসমানের সঙ্গে কাশেমীর মুঠোফোনে কথা হয়েছে। যে কোন মূল্যে গিয়াসউদ্দিনকে ঠেকাতে পরামর্শ দেন শামীম ওসমান। অপরদিকে শাহ আলমের সঙ্গেও দেখা করে তাঁকে স্বতন্ত্র নির্বাচনে অংশ নেওয়ার পরামর্শ দেন ফেরদাউস। তবে ফেরদাউস দাবী করেছেন তথ্যগুলো পুরোপুরি সত্য না। তিনি জানান, আলেপউদ্দিন তখন র্যাবের এএসপি ছিলেন। তিনি নানা কারণে তাকে ফোন দিতেন। কেউ ফোন দিলে তো আর তাকে না করা যায় না। রাজনীতিবিদদের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। নানা অনুষ্ঠান কিংবা সামাজিকতার খাতিরে অনেকের সঙ্গেই আমার দেখা হয়। আমি কোন গুপ্তচর না। এগুলো আপনাদের মিডিয়ার বাড়াবাড়ি। প্রসঙ্গত নারায়ণগঞ্জে বিগত দিনে ওসমান পরিবারের পক্ষে কাজ করা ও নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা প্রার্থীদের পক্ষে থেকে রীতিমত ‘ওসমানীয় হেফাজত’ রূপান্তর হয় ইসলামী সংগঠনটি। বিভিন্ন ইস্যুতে তৎকালীন মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে সভা সমাবেশ ও হাত পা ভেঙে শীতলক্ষ্যায় ভাসিয়ে দেওয়ারও হুমকি এসেছিল। সরকারী জায়গা দখল করে নির্মিত নম পার্কের রক্ষক শাহ নিজামের ডেরায় বসে দিনরাত ক‚টকৌশল করে শামীম ওসমানের ‘ছোট ভাই’ উপাধি পাওয়া নেতারা এখন মিশে যাচ্ছে বিএনপির সমর্থকদের সঙ্গে। সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন পরিষদের গত নির্বাচনে প্রথমে নৌকা প্রতীকে মনোনয়ন পান সাবেক চেয়ারম্যান মতিউর রহমান। কিন্তু জাকির হোসেনও নির্বাচনে নৌকা প্রতীকে আগ্রহী ছিলেন। এতে শামীম ওসমান ও সেলিম ওসমানের সঙ্গে মধ্যস্ততা করেন ফেরদাউসুর রহমান। মাঝখানে কাজে লাগান অস্ত্রধারী ক্যাডার শাহ নিজামকে। এ নিজামের পরিচালনাধীন নম পার্কে নিয়মিত আড্ডা বসাতেন তিনি। ছিলেন বুলবুল নামের একজন। মতিউর রহমানকে চাপ প্রয়োগ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানো হয়। মতি তখন নিজকে অসুস্থ দাবি করে নির্বাচন থেকে সরে যান। দ্বিতীয় দফায় কৌশলে জাকির হোসেনের জন্য নৌকা প্রতীকে এনে দেন শামীম ওসমান। জাকির হোসেনের ওই নির্বাচনে মাওলানা ফেরদাউসুর রহমানকে সঙ্গে নিয়ে নৌকা প্রতীকে মনোনয়ন জমা দেন জাকির হোসেন। নির্বাচনে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নিয়ে জাকির হোসেনের নৌকার পক্ষে শোডাউন করেন এবং নির্বাচনী কাজ করেন। শুধু সমঝোতা না বরং হুমকিতেও পারদর্শী ফেরদাউস। শহরের চাষাঢ়ায় বাগে জান্নাত মসজিদে দাঁড়িয়ে ‘পিঠের চামড়া’ তুলে নেওয়ার মত হুংকার হুশিয়ারী দিয়েছেন ফেরদাউসুর রহমান। আসরের আজানের প্রাক্কালে তিনি বলেন, ‘যারা আমাদের বিরোধীতা করবে তাদের পিঠের চামড়া তুলে নিব।’ এর আগে তিনি আইভীর হাত পা ভেঙে শীতলক্ষ্যায় ভাসিয়ে দেওয়ার কথা বলেছেন। স¤প্রতি সদর-বন্দর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামানের পক্ষে এবার ‘পিটিয়ে তক্তা’ বানানোর হুশিয়ারী দিয়েছেন হেফাজতে ইসলামের নেতা মাওলানা ফেরদাউসুর রহমান। নেতাকর্মীরা বলেন, শুধু ফেরদৌস নয় আরো গুপ্তচর রয়েছে। যারা গোপনে কাজ করছে। নারায়ণগঞ্জ বিএনপি নেতাদের সকল তথ্য শামীম ওসমানের কাছে পৌছে দিচ্ছে গুপ্তচরেরা। আর এই গুপ্তচরদের কারণে আগামীতে বিএনপিকে খেসরাত দিতে হতে পরে বলে অনেকে মনে করছেন।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মোবায়েদুর রহমান ক্ষমতার করিডোর থেকে যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেগুলো শুনে মনে হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি শেষ পর্যন্ত হয়তো কেটে যাবে। ঐকমত্য কমিশনের কার্যকালের সর্বশেষ মেয়াদ ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন শেষ মুহূর্তে আটকে যাওয়ায় প্রধান উপদেষ্টা স্বয়ং বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। তার চূড়ান্ত লক্ষ্য হলো দেশে এমন […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯