আজ বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউস সানি ১৪৪৭ | সকাল ১১:৩৪

না’গঞ্জে মনোনয়ন যুদ্ধে প্রার্থীরা

ডান্ডিবার্তা | ১৪ অক্টোবর, ২০২৫ | ৪:৫৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সম্ভাব্য প্রার্থীরা মাঠ গুছাতে অস্থির হয়ে উঠেছেন। যদিও এখনো নির্বাচনের তফসিল ঘোষনা হয়নি। অন্তর্বতি সরকার ইতিমধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষনা করেছে। আগামী ফেব্রæয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সে মতে প্রার্থীরা যার যার নির্বাচনী এলাকায় মাছ চষে বেড়াচ্ছেন। ইসলামী দলগুলি নিজেদের প্রার্থী চুড়ান্ত করলেও বিএনপি এখনো প্রার্থী চুড়ান্ত করেনি। তবে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা সকলেই বলে বেড়াচ্ছেন তাদের দল থেকে সবুজ সংকেত দেয়া হয়েছে। কিন্তু সকলেই যদি সবুজ সংকেত পান তা হলে মনোনয়ন পাবেন কে? এ প্রশ্ন সাধারণ ভোটারদের। বিএনপির প্রার্থীরা একটি কথা বলছেন আপনারা ধানেরশীষে ভোট দিবেন। এতদিন প্রার্থীর সংখ্যা এতই ছিল তা গুনে শেষ করা যাবে না। প্রতিদিন নতুন নতুন প্রার্থী গজিয়ে উঠছেন। শুধু নারায়ণগঞ্জ সদর-বন্দর আসনে প্রার্থীর ছড়াছড়ি। তারপর দেখা যায় ফতুল্লা আসনে। কিন্তু সম্ভাব্য প্রার্থীরা বলে বেড়াচ্ছেন তারা বিগত সময় এই করেছেন সেই করেছেন। কিন্তু অনেকে রাজপথে দেখা যায়নি। আবার যাদের রাজপথে দেখা গেছে তাদের মধ্যে মনোনয়ন প্রত্যাশী থাকলেও নব্য বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের দাপটে প্রায় তারা কোনঠাসা। তবে সর্বশেষ দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করার অঙ্গিারও করছেন অনেক মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। তবে বর্তমানে নারায়ণগঞ্জে বিএনপিতে একাধিক বিভক্তি লক্ষ্য করা যাচ্ছে। যদি বিএনপির মধ্যে ঐক্য ফিরে না আসে তবে বিএনপিকে এর চরম মূল্য দিতে হবে এমনটাই মনে করছেন মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। মাঠ পর্যায়ের নেতাকর্মীদের দাবি দল এমন লোককে যোন মনোনয়ন নেত যিনি বির্তকিত নয় এবং রাজপথে সৈনিক। যাদের দ্বারা বিগত সময় দলে সুশৃঙ্খল ছিল তারাই মনোনয়ন পেলে দলের জন্য শুভ লক্ষণ হবে। বর্তমানে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জেও যেডঙ্গু মহামারি আকার ধারণ করেছে বলে অনেকে মনে করছেন। এ সময় বিত্তবান প্রার্থীরা সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ায় তাহলে সাধারণ মানুষ তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। এদিকে রাজনৈতিক পট পরিবর্তনের পর নারায়ণগঞ্জের বিভিন্ন দলের রাজনৈতিক নেতা ব্যবসায়ীরা বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে এগিয়ে এসে এক প্রকার প্রতিযোগীতা দেখালেও বর্তমানে ডেঙ্গু নিয়ে নগরজুড়ে নীরবে ভয়ানক পরিস্থিতি চলমান থাকলেও ডেঙ্গু নিয়ে ভাবছে না রাজনৈতিক দলের নেতা, মনোনয়ন প্রত্যাশী, ব্যবসায়ীরা। যে যন্ত্রের কারণে নারায়ণগঞ্জে ডেঙ্গু চিকিৎসা ব্যহত হচ্ছে সে সমাধান যে কোন একজন প্রার্থীই করে দিতে পারেন। কিন্তু তারা মশক নিধন কর্মসূচি করছেন যা পটোশ্যাসনে দেখা যায়। কার্যত: ডেঙ্গু পরিস্থিতির পরিবর্তন হচ্ছে না। নারায়ণগঞ্জে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যার সাথে সাথে মৃত্যুার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। এর প্রধান কারণই হচ্ছে ডেঙ্গু শনাক্তে অবহেলা আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ শহরে কাঙ্খিত চিকিৎসা বা যন্ত্রাংশের অভাবে দীর্ঘ সময় অতিক্রম করে রাজধানীর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুও ঘটছে। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নিলেও সকল স্থান থেকে পর্যাপ্ত পরিমাণে প্রতিরোধ গড়তে না পাড়ায় নারায়ণগঞ্জ জুড়ে ডেঙ্গুতে মহামরিতে সৃষ্ট হওয়া উপক্রম হয়েছে। এদিকে স¤প্রতি শারদীয় দূর্গা উৎসবকে কেন্দ্র করে প্রশাসন থেকে শুরু করে ব্যবসায়ী, রাজনৈতিকদলের মনোনয়ন প্রত্যাশীরা ভোট বাগাতে এগিয়ে এসে এক প্রকার প্রতিযোগীতায় নামলেও ডেঙ্গু নিয়ে ভাবছে না তারা। এদিকে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে বিএনপি, ইসলামীদলসহ নতুন রাজনৈতিক দলের নেতারা নারায়ণগঞ্জের বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে কথা বললেও এবং সমাধানে এগিয়ে আসলেও ডেঙ্গু নারায়ণগঞ্জে নীরবে মহামারিতে রূপ নিলেও ডেঙ্গু নিয়ে ভাবছে না। নারায়ণগঞ্জগঞ্জের বিএনপির রাজনীতিতে বর্তমানে আলোচিত এবং আগামীর নারায়ণগঞ্জের নেতৃত্ব পেতে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাবেক এমপি এড. আবুল কালাম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহŸায়ক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক সাখাওয়াত হোসেন খান সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, শিল্পপতি আবু জাফর বাবুল, মাসুদুজ্জামান, বিএনপি নেতা শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মাশুকুল ইসলাম রাজীব, মশিউর রহমান রনি। ইসলামীদলগুলোর মধ্যে জামায়াত ইসলাম, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, জমিয়াতে উলামায়ে ইসলাম, এনসিপি। এসকল রাজনৈতিক দলের সকলেই নারায়ণগঞ্জের সাংসদ হতে চান। কিন্তু জনদুভোর্গ লাঘবে কাউকে কার্যকর পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। যা হচ্ছে তা আবার লোক দেখানো। প্রচার পাওয়ার আশায়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা