
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে বিএনপির মধ্যে যেমন অভ্যন্তরিণ কোন্দল আর অনৈক্য তেমনই বিএনপির সহযোগি সংগঠনগুলির মধ্যেও একই অবস্থা। সেই সাথে যুবদল, ছাত্রদল, শ্রমিকদলের কমিটি নেই। তাদের ব্যনারে কার্যক্রমও তেমন চোখে পড়ছে না। মূলত কমিটি বিহীন এ সংগঠনগুলি প্রায় ছন্নছাড়া অবস্থায় রয়েছে। এদিকে দীর্ঘদিন কমিটি না থাকার কারণে দলীয় কার্যক্রম থেকে ব্যাকফুটে রয়েছে। সূত্র বলছে, নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতৃত্বে রয়েছে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহŸায়ক সাদেকুর রহমান সাদেক,সদস্য সচিব পদে রয়েছে মশিউর রহমান রনি, সিনিয়র যুগ্ম আহŸায়ক খাইরুল ইসলাম সজীব। এখনো এই তিন জনেই সীমাবদ্ধ রয়েছে জেলা যুবদলের কমিটি। তবে কেন্দ্র থেকে ৫১সদস্য বিশিষ্ট কমিটি কেন্দ্র থেকে জেলা যুবদলকে প্রেরণের জন্য জানালোও নানা অযুহাতে পূর্ণ কমিটি গঠনে অপরাগতা দেখান। অপরদিকে নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের আহŸায়ক মন্টু মেম্বার এবং সদস্য সচিব মজিবুর রহমান তাদের নেতৃত্বে জেলা শ্রমিকদলের কমিটি গঠন হলেও তাদের নেতৃত্বে জেলা ব্যাপী শ্রমিকদলের গতি ফেরেনি। তাছাড়া তাদের ব্যক্তিগত কর্মী সমর্থক শ্রমিকদলে প্রতিষ্ঠিত করতে না পাড়ায় জেলার নেতাদের সহযোগীতায় দলীয় কার্যক্রম পরিচালনা করেন। অপরদিকে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহŸায়ক এস এম আসলাম এবং সদস্য সচিব ফারুকের নেতৃত্বে শ্রমিকদলের কমিটি গঠিত হলেও চাঁদাবাজির অভিযোগে এসএম আসলাম গ্রেফতার হয়ে কারাবরণ করলে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। এদিকে আহŸায়ক পদে নতুন কাউকে নেতৃত্বেও দেয়া হয়নি। অপরদিকে ফারুক আহমেদ সদস্য সচিব পদে থেকে শ্রমিকদলকে পরিচালনা প্রচেষ্টা চালালেও সাংগঠনিক এবং দলীয় কার্যক্রমে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। তাছাড়া বর্তমান মহানগর শ্রমিকদলের কমিটি দ্বারা ইউনিট কমিটি বা সংগঠনকে গুছানোর কোন প্রকার প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি। সেই আহŸায়ক আসলামের মত সদস্য ফারুকের বিরুদ্ধেও নানা প্রকার অভিযোগ উঠছে। এদিকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নাহিদ হোসেন-জুবায়ের জিকু কমিটি বিলুপ্ত করেন কেন্দ্রীয় ছাত্রদল সাথে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাগর-রাহিদ কমিটি বিলুপ্ত করেন কেন্দ্রীয় ছাত্রদল। এদিকে পূর্বে নেতৃত্বে থাকা অধিকাংশ নেতাই জেলা ও মহানগর ছাত্রদলে শীর্ষ পদ প্রত্যাশা করছে। আর এই কমিটি বিলুপ্ত হবার এক বছরেও কমিটি গঠন জেলা ও মহানগর ছাত্রদলের। যার কারণে ছাত্রদল করা নেতারা বর্তমানে দলীয় কর্মসূচি বা জেলা ও মহানগর ভিত্তিক রাজনীতি থেকে ব্যাকফুটে রয়েছেন। এদিকে কমিটি না থাকলেও কিছু নেতা দলের নাম ভাঙ্গিয়ে অবৈধ সুযোগ সুবিধা ভোগ করছে। আর যারা বিগত আন্দোলন সংগ্রামে দলের জন্য রাজপথে থেকে হামলা মামলার শিকার হয়েছে তারা দলের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমানে দেশ নির্বাচনমুখি। আর নারায়ণগঞ্জে বিএনপির একাধিক প্রার্থী মনোনয়ন পাওয়ার জন্য দলভারি করছেন। যারা ঐসকল নেতাদের কাছে সুবিধা পাচ্ছেন তারা বিভিন্ন গ্রæপে ভাগ হয়ে যাচ্ছেন। যা বিএনপির জন্য অশনি সংকেত বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক মহল। এর কারণ হিসাবে অনেকে মনে করেন যে কোন একজন দলের মনোনয়ন পাবে। আর বাকিরা বঞ্চিত হবে। যারা বঞ্চিতদের দলের থাকছেন এতদিন তারা মনোনয়নপ্রাপ্তর বিরুৃদ্ধে কাজ করতে পারে এমন আশঙ্কা থেকেই যাচ্ছে। আর এদিকে কমিটি না থাকায় তারা দলীয় দিক নির্দেশনা পাচ্ছে না। যার কারণে বিএনপির এই সহযোগি সংগঠনগুলির অবস্থা বেহাল হয়ে দাঁড়িয়েছে। আর ঐক্যবদ্ধা হারাচ্ছে বিএনপি।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
মোবায়েদুর রহমান ক্ষমতার করিডোর থেকে যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেগুলো শুনে মনে হচ্ছে, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে সেটি শেষ পর্যন্ত হয়তো কেটে যাবে। ঐকমত্য কমিশনের কার্যকালের সর্বশেষ মেয়াদ ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন শেষ মুহূর্তে আটকে যাওয়ায় প্রধান উপদেষ্টা স্বয়ং বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন। তার চূড়ান্ত লক্ষ্য হলো দেশে এমন […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯