আজ বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউস সানি ১৪৪৭ | দুপুর ১২:১৬

নির্বাচনী মাঠ উত্তপ্ত হয়ে উঠছে

ডান্ডিবার্তা | ০৮ অক্টোবর, ২০২৫ | ৯:২৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে শুরু হয়ে গেছে নির্বাচনী আমেজ। এবার পুরোদমে মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা। তারা বিভিন্ন এলাকায় প্রচার প্রচারনা শুরু করে দিয়েছেন। এতদিন জামায়াত, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন মাঠ চষে বেড়ালেও এবার মাঠে নেমে পড়েছে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। তারা তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের লিফলেট বিতরণের পাশাপাশি নিজেদের নির্বাচনী প্রচারনা শুরু করে দিয়েছেন। এবার বিভিন্ন এলাকায় পোস্টার, ব্যনার সাটানোও শুরু করে দিয়েছেন। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা না হলেও বিএনপির সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যেই মাঠে নেমে পড়েছেন। নির্বাচনী এলাকায় জনপ্রিয়তা বাড়াতে তারা নিয়মিত সভা-সমাবেশ ও কর্মসূচি পালন করছেন। দলের অভ্যন্তরে শুরু হয়েছে মৌন প্রতিযোগিতাকে কতটা প্রভাব বিস্তার করতে পারছেন, কে কতটা জনসম্পৃক্ততা তৈরি করতে পারছেন তা এখন স্পষ্ট হয়ে উঠছে। দলীয় সূত্র জানায়, বিএনপি এবার সংগঠনকে নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। পুরনো ও বিতর্কিত কমিটি ভেঙে নতুন নেতৃত্ব গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি আন্দোলন ও রাজপথে সক্রিয় নেতাদের অগ্রাধিকার দিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার চেষ্টা চলছে। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই জেলা-উপজেলায় নতুন নেতৃত্ব খুঁজে বের করার কাজ অব্যাহত রয়েছে। নারায়ণগঞ্জেও এর ব্যতিক্রম নয়। জেলার পাঁচটি আসনেই বিএনপির নেতারা মাঠপর্যায়ে প্রচারণা জোরদার করেছেন। দীর্ঘ দেড় যুগ ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, তারা বিগত সময়ে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। এখন আওয়ামী লীগ ব্যাকফুটে থাকায় তারা মনে করছেন, আগামী নির্বাচনে বিজয়ের সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। রূপগঞ্জ আসনে আলোচনায় রয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ও কাজী মনিরুজ্জামান মনির। আওয়ামী লীগ সরকারের আমলে এই আসনের সংসদ সদস্য ছিলেন শিল্পপতি গোলাম দস্তগীর গাজী। ফলে আসনটি গুরুত্ব পাচ্ছে বিএনপির কাছে। আড়াইহাজার আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর, বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এবং দলের নির্বাহী কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন। আওয়ামী লীগের নজরুল ইসলাম বাবু দীর্ঘদিন এই আসন নিয়ন্ত্রণ করেছেন। তাই বিএনপি এবার শক্ত প্রতিদ্ব›িদ্বতা গড়তে চাইছে। সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত সোনারগাঁ আসনে আলোচনায় রয়েছেন নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান ও সাবেক এমপি রেজাউল করিম। একসময় এখানে বিএনপি ছিলো শক্তিশালী, তবে সা¤প্রতিক সময়ে সেই প্রভাব কিছুটা কমেছে। এবার তারা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। পাশাপাশি আলোচনা তৈরি করেছেন গিয়াস উদ্দিন। ফতুল্লা এই আসনকে ঘিরে সবচেয়ে বেশি উত্তেজনা বিরাজ করছে। সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ, ব্যবসায়ী শাহ আলম, ফতুল্লা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মশিউর রহমান রনিসহ একাধিক প্রার্থী সক্রিয় রয়েছেন। স্থানীয় নেতাকর্মীদের দ্ব›দ্বও এখানে তুলনামূলকভাবে বেশি, ফলে আসনটি নিয়ে বিএনপির ভেতরেই জমজমাট লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। সদর-বন্দর এই আসনে আলোচনায় রয়েছেন সাবেক এমপি আবুল কালাম, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, অ্যাডভোকেট টিপু বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ, বাবুলসহ আরও কয়েকজন নেতা। দলীয় সূত্র বলছে, এ আসনে নতুন মুখকেও বিবেচনায় রাখতে পারে হাইকমান্ড। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির হাইকমান্ড এবার প্রার্থীদের যাচাই-বাছাইয়ে কঠোর হবে। সৎ, জনপ্রিয় এবং আন্দোলনে সক্রিয় নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে। তারা এমন কাউকে মনোনয়ন দিতে চাইবেন না, যিনি দলকে বিতর্কিত বা দুর্বল করে দিতে পারেন। সব মিলিয়ে বলা যায়, নারায়ণগঞ্জসহ সারাদেশে বিএনপি এখন নির্বাচনী মাঠ গোছাতে ব্যস্ত সময় পার করছে। নেতৃত্বে কে থাকবেন, প্রার্থী হিসেবে কে মনোনয়ন পাবেন সেই সিদ্ধান্ত সময়ই বলে দেবে। তবে আপাতত তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলটির নেতাকর্মীরা নির্বাচনী প্রস্তুতিতেই রয়েছেন।
ই-




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা