আজ বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউস সানি ১৪৪৭ | সকাল ১১:৩৩

বিএনপিতে কর্মীহীন নেতা বিক্রির হিড়িক

ডান্ডিবার্তা | ১০ অক্টোবর, ২০২৫ | ৯:৪৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আসন্ন নির্বাচনকে ঘীরে বিএনপি কতিপয় নেতা বিক্রি হতে শুরু করেছেন। ইতিমধ্যে অনেকে কোন কোন মনোনয়ন প্রত্যাশীর কাছে বিক্রি হয়ে গেছেন। তারা বিএনপির নিয়মনীতির তোয়াক্কা না করে শুধু পকেট ভারি করার জন্য কোন মনোনয়ন প্রত্যাশীর টেরায় ধর্ণা দিচ্ছেন। তাদের কর্মী বাহিনী না থাকলেও তারা নিজেদের বড় নেতা হিসাবে জারি করে চলেছেন। বর্মমানে যারা বিক্রি হয়েছেন তারা বিগত সময় অন্যান্য নেতাদের ছত্রছায়ায় থেকে নিজেদের নেতা হিসাবে জাহির করতেন। মূলত তাদের নেই কর্মী। নারায়ণগঞ্জে এক ধনী মনোনয়ন প্রত্যাশী সম্প্রতি তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি এখন বিএনপির নেতাদের ক্রয় করছেন বলে বিএনপির একাধিক নেতা অভিযোগ করেছেন। সারাদেশে পটপরিবর্তনের পর পূণরায় নির্বাচনী হাওয়া উঠলে সেই হাওয়ায় নারায়ণগঞ্জের ৫টি আসনে মনোনয়ন প্রত্যাশী হয়ে উঠেছেন একাধিক প্রার্থী। বর্তমানে সকল আসন থেকে সদর-বন্দর আসন সব থেকে বেশি আলোচনায় এই আসনে একাধিক হেভিওয়েট প্রার্থী থাকায় সকলের টার্গেট এই আসনেই। বর্তমানে এই আসনে দুই শিল্পপতি মনোনয়ন প্রত্যাশী মাঠে থাকলে ও প্রথম শিল্পপতি হিসেবে মাঠে এককভাবে ছিলেন মডেল গ্রæপের চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুদ। তাকে সমর্থন দিয়ে ইতিমধ্যে মহানগর বিএনপির বিদ্রোহ নেতাদের আশ্রয় দিয়েছেন। তারা হলেন, মহানগর বিএনপির যুগ্ম আহŸায়ক আনোয়ার হোসেন আনু, যুগ্ম আহŸায়ক সবুর খান সেন্টু, সদস্য ফারুক হোসেন, এড. বিল্লাল হোসেন, এড. শরিফুল ইসলাম শিপলু, আলমগীর হোসেন, মনোয়ার হোসেন শোখন। বর্তমানে শিল্পপতি মাসুদকে সমর্থন দিয়ে এদের পকেট ভারী করে ফেলেছেন। কিন্তু এই ‘ওয়ান ম্যান শো’ নেতারা। তা ছাড়া দলীয় কোন প্রেগামে এদের বড় কোন শোডাউন দেখেনি নগরবাসী। গত ৫ আগষ্টের পূর্বে বা পরবর্তীতে রাজপথে ছিলো না এদের কোন ভূমিকা। কিন্তু আজকে একজন শিল্পপতির টাকায় পকেট ভারী করে নিজেদের বড় নেতা দাবি করছেন এই নেতারা। বর্তমানে এই ৬ নেতা মডেল মাসুদের বিভিন্ন পোগ্রামে বক্তব্য দেন তারা রাজপথের ত্যাগী নেতা কিন্তু আন্দোলন সংগ্রামে বিগত দিনে থাকা কেউ তাদের চিনতে ও রাজি নয়। এদের দ্বারা (সদর-বন্দরের) ভোটারদের মন জয় করা যাবে না মনে করছেন বিএনপির তৃণমূলের নেতৃবৃন্দ। যার কারণ হিসেবে এরা যেখানেই পকেট ভারী করতে পারে সেখানেই অবস্থান নেয়। বিগত দিনে যেমন মহানগর বিএনপির যুগ্ম আহŸায়ক আতাউর রহমান মুকুলের দিকে ছিলো কিন্তু এখন ভারী টাকার গন্ধে আরেক দিকে মুখ দিয়েছেন। এমনই টাকার ওজন অন্যদিকে বেশি হলে সেখানেও এ সকল নেতাদের যেতে বেশি সময় লাগবে না। দলীয় সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয় দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার পর থেকেই কমিটি থেকে ১৫জন বিদ্রোহী নেতা কমিটি থেকে পদত্যাগ করেন। যার ফলে মহানগর বিএনপি দুইভাবে বিভক্ত হয়ে পরে। কিন্তু ১৫ জন পদত্যাগ করার পরে ও কমিটিতে থেকে যায় আরো ২৬ জন আর এদেরকে নিয়েই দলীয় সকল কর্মসূচি পালন করে যাচ্ছে মহানগর বিএনপি। তাদের ব্যাপক নেতৃত্বে ৩ বছরের মধ্যে নানা বাধা ও ষড়যন্ত্রের পরে এখনো টিকে থাকাসহ ঐক্যবদ্ধ রয়েছেন মহানগর বিএনপি। কিন্তু সেই বিদ্রোহ করা ১৫ জন নেতা বর্তমানে ছিন্নমূলে পরিণত হয়েছে। এর মধ্যে দুইজন প্রভাবশালী পরিবারের তালিকায় থাকা এদের বাহিরে বাকি সকলেই আলাদা আলাদাভাবে যার যার রাজনীতি করছেন। এতোদিন মহানগর বিএনপির কয়েকজন মডেল মাসুদের সাথে থাকলে ও বর্তমানে মডেল মাসুদের সাথে মহানগর বিএনপির আরেক যুগ্ম আহŸায়ক সবুর খান সেন্টু ফুলেল তোড়া দিয়ে মাসুদের সাথে একত্মতা প্রকাশ করেছেন। এমন একে একে করে মহানগর বিএনপির সাথে বিদ্রোহ করা নেতারা কালাম বলয় ছেড়ে মডেল মাসুদের ছায়াতলে চলে যাচ্ছেন। বর্তমানে এই নেতারা নিজ ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন করলে ও সেখানে ভোট পাবে না বলছে তৃণমূলের অনেকেই কিন্তু এখন তারা ভোট চাইছেন শিল্পপতিরদের জন্য আর নিজেদের পকেট ভারী করছেন। মূলত তারা ভোট নয় পকেট ভারী করতেই নয়া নয়া ফাঁদ তৈরি করতে মরিয়া রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা জানান, গত ৫ আগষ্টের পরেই সেই কর্মীহীন নেতারা শিল্পপতিদের টাকা খেয়ে ফুলে ফেপে নিজেদের বড় নেতা হিসেবে দাবী করছেন।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা