আজ মঙ্গলবার | ৫ আগস্ট ২০২৫ | ২১ শ্রাবণ ১৪৩২ | ১০ সফর ১৪৪৭ | রাত ২:৪৫

১৮ মিনিটেই মেসিদের পরের ম্যাচের টিকিট শেষ!

ডান্ডিবার্তা | ০৫ আগস্ট, ২০২৩ | ১১:১৭ পূর্বাহ্ণ

লিওনেল মেসিকে ঘিরে যুক্তরাষ্ট্রের ফুটবলপ্রেমীদের উন্মাদনাটা টের পাওয়া গেল আরেক বার। মাত্র ১৮ মিনিটের মধ্যেই মেসিদের পরের ম্যাচের টিকিট বিক্রি শেষ! কোনো কোনো গণমাধ্যম অবশ্য টিকিট বিক্রির সময়টা ১০ মিনিট হিসেবেও উল্লেখ করেছে।

ইন্টার মায়ামির হয়ে এরই মধ্যে তিনটি ম্যাচ খেলে ফেলেছেন মেসি। তিনটিই তিনি খেলেছেন ইন্টার মায়ামির ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে। তো নিজেদের ঘরের মাঠে নিজের সামর্থ্যের প্রমাণ রেখে সেই তিন ম্যাচেই ৫ গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। মেসি-জাদুতে সেই তিন ম্যাচেই জয় পেয়েছে ইন্টার মায়ামি। আর টানা তিন জয়ে ফ্লোরিডার ক্লাবটি উঠে গেছে লিগস কাপের শেষ ষোলোতে। তো শেষ ষোলোর প্রথম লেগ ম্যাচটি ইন্টার মায়ামি খেলতে নামবে ৬ আগস্ট। ম্যাচটি অনুষ্ঠিত হবে টেক্সাসে প্রতিপক্ষ এফসি ডালাসের মাঠ টয়োটা স্টেডিয়ামে। মানে ইন্টার মায়ামির হয়ে প্রথম বারের মতো প্রতিপক্ষের মাঠে খেলতে যাবেন মেসি।

স্বাভাবিকভাবেই মেসিকে ঘিরে দর্শকদের উন্মাদনাও বেশি। সেটা এতটাই যে, শুরুর ১৮ মিনিটের মধ্যেই ২০ হাজার ৫০০ ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামের ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। মেসি ছাড়াও টেক্সাসের ঐ ম্যাচে ইন্টার মায়ামির হয়ে শুরুর একাদশেই মাঠে নামবেন তার দুই বার্সেলোনা সতীর্থ সার্জিও বুসকেটস ও জর্ডি আলবা। তবে দর্শক উন্মাদনাটা মেসিকে ঘিরেই বেশি।

এমনিতে টয়োটা স্টেডিয়ামের সবচেয়ে কম দামি টিকিট বিক্রি করা হয়েছে ২৯৯ মার্কিন ডলারে। পুনরায় বিক্রি করা যাবে, এমন টিকিটের দাম উঠেছে ৯ হাজার মার্কিন ডলার।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা