আজ মঙ্গলবার | ৫ আগস্ট ২০২৫ | ২১ শ্রাবণ ১৪৩২ | ১০ সফর ১৪৪৭ | রাত ২:২৭

নতুন অধিনায়ক নির্বাচনে ‘অস্থিরতা’ নেই বিসিবির

ডান্ডিবার্তা | ০৬ আগস্ট, ২০২৩ | ১১:৩৫ পূর্বাহ্ণ

শনিবার (৫ আগস্ট) ছিল ক্রীড়া সংগঠক শেখ কামালের ৭৪তম জন্মদিন। আর এ বিশেষ দিনে সাড়া দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল শেখ কামালের জন্মদিনে সবমিলিয়ে ১ হাজার ৫০০ এতিম ও মাদ্রাসা ছাত্রকে খাবার দিয়েছে বিসিবি। এ নিয়ে মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি পরিচালক ঈসমাইল হায়দার মল্লিক। এসময় তিনি টাইগারদের নতুন অধিনায়ক নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান সম্পর্কেও কথা বলেন

গতকালও মিরপুরে ক্রিকেটাররা এশিয়া কাপ এবং বিশ্বকাপের প্রাথমিক ক্যাম্পে ব্যস্ত সময় পার করেছেন। তবে তাদের অনুশীলন সীমাবদ্ধ ছিল ফিটনেস পর্যন্ত। এ ক্যাম্পের মূল কার্যক্রম শুরু হবে কোচিং প্যানেলের সবাই দেশের আসার পর। ধরা হচ্ছে ৮ আগস্ট থেকে স্কিল অনুশীলন শুরু হবে। তবে বিসিবির এখন খেলোয়াড় প্রস্তুত করার থেকে বেশি ভাবতে হচ্ছে নেতৃত্বের ভার কার কাঁধে দেওয়া যায় তা নিয়ে।

কারণ, গত বৃহস্পতিবারই স্বেচ্ছায় ওয়ানডে ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম ইকবাল। আর এর আগে বিসিবি জানিয়েছিল আগস্টের প্রথম ১০-১৫ দিনের মধ্যেই এশিয়া কাপের দল ঘোষণা করবে। তাই দল ঘোষণার আগেই দলের নেতা খুঁজতে হবে বিসিবির। তবে এখনো কাকে দেওয়া হবে নেতৃত্ব ঠিক করতে পারেনি বোর্ড।

শনিবার মিরপুরে অনুষ্ঠিত হওয়া সংবাদ সম্মেলনে বিসিবির পরিচালক ঈসমাইল হায়দার মল্লিককে এ নিয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান, অধিনায়ক নির্বাচনে বোর্ডের কোনো ‘অস্থিরতা’ নেই। এসময় বোর্ড নতুন অধিনায়ক নির্বাচনে কাজ করছেন জানিয়ে মল্লিক বলেন, ‘তামিম অধিনায়কত্ব করবে না, এটা মাননীয় বোর্ড সভাপতিই বলেছেন, আমাদের জন্য এটা একটা ধাক্কা। তবে উনারা খুব ক্লোজলি টিম ম্যানেজমেন্টের সঙ্গে এটা নিয়ে কাজ করছেন। ক্রিকেট অপারেশন্স আছে, মাননীয় বোর্ড সভাপতি নিজেই এটা দেখছেন। এটা নিয়ে খুব বেশি বিচলতি হওয়ার কিছু নেই। স্বাভাবিকভাবেই ওর এভাবে সরে যাওয়াটা আমাদের জন্য ধাক্কা।’

এর আগে শেখ কামালের ৭৪তম জন্মদিনে বিসিবির করা আয়োজনের প্রসঙ্গে বিসিবি পরিচালক বলেন, ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া সংগঠক। স্বাধীনতার পরে তার হাত ধরে ক্রিকেটটা বিশেষ করে, ক্রিকেট তো তখনো এত জনপ্রিয় ছিল না। তার হাত ধরেই কিন্তু তখন আমাদের এটা শুরু হয়। তিনি একাধারে ক্রিকেট, বাস্কেটবল, ফুটবল খেলতেন। তার জন্মদিনে আমরা প্রতিবারই এরকম আয়োজন রাখি। আজকেও আমরা ১০টা মাদ্রাসার প্রায় ১ হাজার ৫০০ এতিম ও মাদ্রাসা ছাত্রের মাঝে খাবার বিতরণ করেছি। তিনটা জায়গায় আমরা মিলাদ মাহফিল করেছি। কক্সবাজারে যেহেতু উনার নামেই একটা স্টেডিয়াম আছে, ওখানে বড় করে মিলাদ আয়োজন করা হয়েছে। আজকে দিনব্যাপী উনার জন্য নানা অনুষ্ঠান রয়েছে। মাননীয় বোর্ড সভাপতিরও এখানে থাকার কথা ছিল। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া একটা পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলছে, তাই বোর্ড সভাপতি এখানে এখনো আসতে পারেননি। বিকালেও আবাহনী ক্লাবে একটা শোকসভা হবে। এসব কার্যক্রম আমরা করেছি।’




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা