
এশিয়া কাপের সুপার ফোরের তৃতীয় ম্যাচে আজ কলম্বোর রাম প্রেমাদাসা স্টেডিয়ামে বেলা সাড়ে ৩টায় মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ভারত-পাকিস্তান ম্যাচে বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কাও আছে। যদি এই ম্যাচের জন্য রয়েছে এক দিন রিজার্ভ ডে, তবে তাতেও লাভ নেই কারণ সেই দিনও রয়েছে একই শঙ্কা। আর তাই যদি হয়, তাহলে আবারও হতাশ হবে হবে সমর্থক ও আয়োজকদের।
ক্রিকেটে ভারত-পাকিস্তান পাকিস্তানের ম্যাচ মানে ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। রাজনৈতিক উত্তেজনার কারণে দ্বিপক্ষীয় সিরিজ হয় না দুই দেশের মধ্যে, তাই অপেক্ষ করতে হয় আইসিসি কিংবা এসিসির টুর্নামেন্টের। এই আয়োজকরা সূচিও তৈরি করে যাতে একটি ম্যাচে হলেও মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ। চলমান এশিয়া কাপেও হয়েছে তাই। গ্রুপ পর্বে রাখা হয়েছিল দুই দেশকে একি গ্রুপে। কিন্তু ঐ ম্যাচ ভক্তরা সেইরকম ভাবে উপভোগ করতে পারেনি। কেননা দফায় দফায় সেই ম্যাচে বৃষ্টি বাঁধায় শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করতে হয়। তবে টুর্নামেন্টের সুপার ফোরে আবার মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান। আর এবারও সমর্থক কপালে রয়েছে চিন্তার কারণ বেরসিক বৃষ্টি হানা দেওয়ার শঙ্কা রয়েছে এ ম্যাচেও।
আজকের দিনে কলম্বোর আবহাওয়া কেমন থাকবে তা উল্লেখ করে গতকাল ‘আকুওয়েদার’ জানিয়েছে, বৃষ্টির সম্ভাবনা ৭৫ শতাংশ। দিনের শেষভাগে বজ্রঝড় হতে পারে এবং রাতে বৃষ্টির সম্ভাবনা ৭৫ শতাংশ থেকে বেড়ে ৯৬ শতাংশ হতে পারে। এছাড়া ওয়েদার ডট কম জানিয়েছে, এদিন কলম্বোয় বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ।
এর আগে গেল ২ সেপ্টেম্বর টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচে পাল্লেকেলেতে ভারত-পাকিস্তান প্রথম ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। সে ম্যাচে ভারত আগে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২৬৬ রান তুললেও বৃষ্টির কারণে পরে আর পাকিস্তান ব্যাটিংয়ে নামতে না পারায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষিত হয়। এদিন গোটা ম্যাচ জুড়েই কয়েক দফায় বৃষ্টির হামলা বন্ধ রাখতে হয়েছিল খেলা।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯