আজ সোমবার | ২২ সেপ্টেম্বর ২০২৫ | ৭ আশ্বিন ১৪৩২ | ২৯ রবিউল আউয়াল ১৪৪৭ | রাত ২:১২

প্রবাসী রবিউল খেলছেন স্পেন জাতীয় ক্রিকেট দলের হয়ে

ডান্ডিবার্তা | ৩০ সেপ্টেম্বর, ২০২৩ | ৯:৪২ পূর্বাহ্ণ

স্পেন ফুটবল প্রেমিদের দেশ। রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা ফুটবল ক্লাবের মধ্যকার লড়াই ‘এল ক্লাসিকো’র উত্তেজনায় মত্ত থাকে ফুটবল বিশ্ব। সেই ফুটবলপ্রমিদের দেশে কিন্তু নিয়মিত ক্রিকেট লীগও হয়।স্পেনে রয়েছে স্বতন্ত্র ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা- আইসিসি’র টি-২০ এর তালিকাভুক্ত দেশ স্পেন। টি২০ আইসিসি র‍্যাঙ্কিংয়ে ৮৭টি দেশের মধ্যে স্পেন ৩৪তম স্থানে রয়েছে।স্পেনের জাতীয় ক্রিকেট দল ইতিমধ্যে ১৮টি আন্তর্জাতিক টি ২০ ম্যাচে অংশগ্রহণ করেছে। জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের অধিকাংশরাই ভারত, পাকিস্তানের অভিবাসীদের সমন্বয়ে গঠিত। জাতীয় দলে একমাত্র বাংলাদেশি হিসেবে ব্যাট ও বলে নৈপুণ্য দেখিয়ে জায়গা করে নিয়েছেন মাদ্রিদে বসবাসরত প্রবাসী রবিউল খান কবির। ক্রিকইনফো এর প্লেয়ার প্রোফাইল তালিকায় স্পেনের ক্রিকেটার হিসবে অন্তর্ভুক্ত রয়েছে রবিউল খান কবিরের নাম।

গত ২৫ সেপ্টেম্বর থেকে স্পেনের মালাগায় শুরু হওয়া ‘ইউরোপিয়ান ক্রিকেট চ্যাম্পিয়নশীপ’ টি১০ ক্রিকেট টুর্নামেন্টে স্পেন জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলছেন তিনি। এ টুর্নামেন্টে ইউরোপের ৩০টি দেশ অংশগ্রহণ করছে।

রবিউল খান কবির জানান, প্রবাসে জীবন জীবিকার তাগিদে সময় বের করা কঠিন। তারপরও যতটুকু সময় অবসর পান, তা ক্রিকেট অনুশীলনে ব্যয় করেন। তিনি আরো জানান, স্পেনে অনেক প্রতিশ্রুতিশীল বাংলাদেশি ক্রিকেটার রয়েছেন, যারা নিয়মিত অনুশীলন করলে স্পেনের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাবেন।

রবিউল খান কবির অলরাউন্ডার হিসেবে ইতিমধ্যে দলে তার অবস্থান মজবুত করেছেন। খেলেছেন বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ।রবিউল খান কবিরের জন্ম ১৯৯৫ সালের ৮ মার্চ। ঢাকার মুন্সীগঞ্জে জন্ম নেয়া এ তরুণ ক্রিকেটার স্পেনে আসেন ২০১৯ সালে। বাংলাদেশে থাকাকালীন তিনি ঢাকা বিভাগীয় (দক্ষিণ) অনুর্ধ ১৮ ও অনুর্ধ ১৯ দলের হয়ে খেলেছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা