
স্পেন ফুটবল প্রেমিদের দেশ। রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা ফুটবল ক্লাবের মধ্যকার লড়াই ‘এল ক্লাসিকো’র উত্তেজনায় মত্ত থাকে ফুটবল বিশ্ব। সেই ফুটবলপ্রমিদের দেশে কিন্তু নিয়মিত ক্রিকেট লীগও হয়।স্পেনে রয়েছে স্বতন্ত্র ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা- আইসিসি’র টি-২০ এর তালিকাভুক্ত দেশ স্পেন। টি২০ আইসিসি র্যাঙ্কিংয়ে ৮৭টি দেশের মধ্যে স্পেন ৩৪তম স্থানে রয়েছে।স্পেনের জাতীয় ক্রিকেট দল ইতিমধ্যে ১৮টি আন্তর্জাতিক টি ২০ ম্যাচে অংশগ্রহণ করেছে। জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের অধিকাংশরাই ভারত, পাকিস্তানের অভিবাসীদের সমন্বয়ে গঠিত। জাতীয় দলে একমাত্র বাংলাদেশি হিসেবে ব্যাট ও বলে নৈপুণ্য দেখিয়ে জায়গা করে নিয়েছেন মাদ্রিদে বসবাসরত প্রবাসী রবিউল খান কবির। ক্রিকইনফো এর প্লেয়ার প্রোফাইল তালিকায় স্পেনের ক্রিকেটার হিসবে অন্তর্ভুক্ত রয়েছে রবিউল খান কবিরের নাম।
গত ২৫ সেপ্টেম্বর থেকে স্পেনের মালাগায় শুরু হওয়া ‘ইউরোপিয়ান ক্রিকেট চ্যাম্পিয়নশীপ’ টি১০ ক্রিকেট টুর্নামেন্টে স্পেন জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলছেন তিনি। এ টুর্নামেন্টে ইউরোপের ৩০টি দেশ অংশগ্রহণ করছে।
রবিউল খান কবির জানান, প্রবাসে জীবন জীবিকার তাগিদে সময় বের করা কঠিন। তারপরও যতটুকু সময় অবসর পান, তা ক্রিকেট অনুশীলনে ব্যয় করেন। তিনি আরো জানান, স্পেনে অনেক প্রতিশ্রুতিশীল বাংলাদেশি ক্রিকেটার রয়েছেন, যারা নিয়মিত অনুশীলন করলে স্পেনের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাবেন।
রবিউল খান কবির অলরাউন্ডার হিসেবে ইতিমধ্যে দলে তার অবস্থান মজবুত করেছেন। খেলেছেন বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ।রবিউল খান কবিরের জন্ম ১৯৯৫ সালের ৮ মার্চ। ঢাকার মুন্সীগঞ্জে জন্ম নেয়া এ তরুণ ক্রিকেটার স্পেনে আসেন ২০১৯ সালে। বাংলাদেশে থাকাকালীন তিনি ঢাকা বিভাগীয় (দক্ষিণ) অনুর্ধ ১৮ ও অনুর্ধ ১৯ দলের হয়ে খেলেছেন।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯