যেমনটা চাইছে নারায়ণগঞ্জবাসী

ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ০২, ২০২৪, ১১:২২ | Comments Off on যেমনটা চাইছে নারায়ণগঞ্জবাসী

হাবিবুর রহমান বাদল

রাজনৈতিক কিংবা আদর্শগত কারণে নারায়ণগঞ্জের রাজনীতিবিদদের মধ্যে দ্ব›দ্ব রয়েছে এমনটা কেউ না বললেও স্বাধীনতার ৫৩ বছর পরও রাজনৈতিক বিভাজনের কারণে নারায়ণগঞ্জ কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত। নারায়ণগঞ্জকে দেশের অন্যতম ধনী জেলা বলা হলেও বাস্তবে বিগত ৫৩ বছরে নারায়ণগঞ্জের তেমন কোন উন্নয়ন হয়নি। বরং এক সময়ের প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ দিন দিন ক্ষয়িঞ্চু শহরে পরিনত হয়েছে। নারায়ণগঞ্জ শহর এখন অনেকটাই বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। স্বাধীনতার পর শহরের প্রধান কোন নতুন সড়ক নির্মিত হয়নি। উল্টো শহরের প্রধান প্রধান ৫টি সড়ক দিয়ে এখন আর চলাচল করা যায় না বললেই চলে। একমাত্র বঙ্গবন্ধু সড়কটি খোলা থাকলেও অবৈধ অটো রিকশা, যত্রতত্র অটো স্ট্যান্ড, ফুটপাত দখল করে সড়কের অর্ধেক দখল করে আছে হকার নামের সেই দানবরা। প্রতিদিন মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির পাশাপাশি অবৈধ ভাবে বিদ্যুৎ চুরি করে তা সাধারণ মানুষের উপর চাপিয়ে দিচ্ছে ডিপিডিসি’র কতিপয় অসাধু কর্মকর্তা। আর সবই চলছে গায়ের জোরে। সুযোগ বুঝে ক্ষমতাসীন দলের কোন কোন নেতা হতার নেতাদের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় অসাধু সদস্য আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। দু:খ জনক হলেও সত্য যে, এক সময় যারাই সরকারি চাকুরী নিয়ে এ জেলায় আসতো তারা সেই সময় এই নারায়ণগঞ্জকে নিজের শহর মনে করে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করতো। কিন্তু গত দেড় দশকে সেই ধরনের প্রশাসনের কর্তাদের উপস্থিতি খুবই কম চোখে পড়েছে। অনেকেই নিজেকে প্রজাতন্ত্রের কর্মচারীর চাইতে দলীয় পরিচয় জাহির করতে সভা সমাবেশে বুক ফুলিয়ে তা প্রকাশও করেছেন। আর এ অবস্থা সৃষ্টি হয়েছে আমাদের রাজনৈতিক দলের স্থানীয় প্রভাবশালী মহল জনপ্রতিনিধি ও চেলা চামুন্ডাদের দ্ব›েদ্বর কারণে। পাশাপাশি উত্তর মেরু ও দক্ষিণ মেরুর দ্ব›েদ্বর সুযোগে কতিপয় গণমাধ্যমকর্মী নিজেদের ফায়দা লুটেছে। এদিকের কথা ওদিকে গিয়ে রং মেখে বলে নেতাদের কাছে নিজেদের আস্থাভাজন করে তোলার প্রতিযোগীতা নেমেছে। এ কথা অস্বীকার করার উপায় নেই, আমরা কখনো এপার আবার কখনো ওপারে গিয়ে নিজেদের আখের গোছানোর জন্য দুই পক্ষকে উত্তেজিত করার অপচেষ্টা চালিয়েছে। কিন্তু বাস্তবে এরা কখনো কোন পক্ষেরই বিশ^স্ত হওয়ার চেষ্টা করেনি। যে কারণে এরা কখনো উত্তর আবার কখনো দক্ষিণ মেরুর কাছ থেকে ফায়দা নিয়ে শট্কে পড়েছে। এই অবস্থা থেকে আমি নিজেও যে একই দোষে দুষ্ট নই এমনটা কখনো দাবি না করলেও যারা ফায়দা লুটেছে কিংবা যাদের কাছ থেকে ফায়দা নিয়েছে তাদের কি লাভ হয়েছে এ বিষয়টি কাল শনিবার বৈঠকে বসার আগে আজ না হয় নিজের বিবেককে একবার প্রশ্ন করুন। নারায়ণগঞ্জের আওয়ামীলীগেই শুধু নয়, বিএনপিতেও একই অবস্থা এমনকি জাতীয়পার্টির শাসনামলেও একই চিত্র প্রত্যক্ষ করেছি। তবে এ অবস্থার প্রকাশ্যে বহিপ্রকাশ ঘটে ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন থেকে। শুধু তাই নয়, একটি বেসরকারি টেলিভিশন অফলাইনে দু’জনের ঝগড়াকে অনএয়ার করে এই দ্ব›দ্ব সারা দেশ তথা বিশ^কে আকর্ষন করে। যা দেশের বাইরে গিয়েও আমাদের বিভ্রতকর অবস্থায় পড়তে হয়েছে। অবশেষে সেই বিভাজন কমিয়ে এনে নারায়ণগঞ্জের উন্নয়নে এক টেবিলে বসার সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামীলীগের প্রভাবশালী নেতা একেএম শামীম ওসমান ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনর মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। আর এ কাজটিতে নেপথ্যে যিনি মধ্যস্থতার জন্য দীর্ঘ দিন চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেই সদর-বন্দর আসনের এমপি একেএম সেলিম ওসমান। তিনি বারবার দুই জনকে একসাথে এক টেবিলে বসানোর জন্য ছুটে গেছেন সিটি করপোরেশন ভবনে, কখনো বা মেয়রের বাস ভবনে। আর এসব করতে গিয়ে তিনি প্রটোকল ভুলে সাধারণ নগরবাসীর সুখ দু:খের কথাটি হয়তো ভেবেছেন। নারায়ণগঞ্জ প্রেসক্লাব নিরপেক্ষ জোন হিসাবে এ আয়োজনের উদ্যেক্তা হয়ে একটি ভাল কাজের অংশিদার হতে পেরেছে তাই ক্লাবের সাবেক সভাপতি হিসাবে আমি নিজেও নিজেকে গর্বিত মনে করি। পাশাপাশি সাংসদ শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াত আইভী দুজনেই অতীত ভুলে গিয়ে নারায়ণগঞ্জের সমস্য সমাধানে এক টেবিলে বসতে রাজি হয়েছেন, তাদেরকে ধন্যবাদ দেয়ার পাশাপাশি সাংসদ সেলিম ওসমানকে কৃতজ্ঞতা জানাতে নিশ্চয় নগরবাসী ভুল করবেন না। জনপ্রতিনিধিরা চাইলেও অনেক কিছুই করতে পারে না। এক্ষেত্রে জেলা প্রশাসক তথা জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, স্থানীয় র‌্যাব অধিনায়ক, ব্যবসায়ী নেতা, রাজনৈতিক নেতৃবৃন্দের শনিবারের গোল টেবিল বৈঠক সফল হওয়ার আশায় অধির আগ্রহে অপেক্ষা করছে মহানগর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও বন্দরের লাখো লাখো মানুষ। সকলেরই প্রত্যাশা ৫ দশকের দ্ব›দ্ব নিরসনসহ দেড় দশকের উত্তর মেরু-দক্ষিণ মেরুর বিভাজন শনিবার অবসান হয়ে তার গন্তব্য পথে এগোবে সেই সাথে নারায়ণগঞ্জের অনেক সমস্যরই দ্রæত সমাধান ঘটবে। এক্ষেত্রে প্রশাসন তথা আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর ভুমিকায় নামতে হবে। তোষমতকারী আর চাটারদল শহর থেকে বিতারিত হবে সেই সাথে আইনরে শাসন প্রতিষ্ঠা, জনদুর্ভোগ লাঘব, কমে আসবে চাঁদাবাজদের দৌরাত্ব। নগরবাসী পাবে রবিবারের এক নতুন সূর্য্য। আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রতিনিধি-প্রশাসনের গোল টেবিল বৈঠক। মূলত জেলার যানজট, হকারসহ সকল সমস্যা নিয়ে অনুষ্ঠিত হবে এই আলোচিত এই বৈঠক। বৈঠকে এক টেবিলে বসবেন সাংসদ সেলিম ওসমান, সাংসদ শামীম ওসমান, মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার), র‌্যাব-১১ এর অধিনায়ক লে: কর্নেল তানভীর মাহমুদ পাশা, নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেমসহ ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।নারায়ণগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিতব্য এই গোল টেবিল বৈঠকটি ইতিমধ্যে নগরবাসীর মধ্যে আশার সৃষ্টি করছে। সমাজের সচেতন মহল মনে করছেন এই বৈঠকের ফলাফল নারায়ণগঞ্জবাসীর জন্য কল্যাণকর হবে। তবে সমস্যা সমাধানে এ ধরনের বৈঠক নিয়মিত হওয়া উচিত বলে অভিজ্ঞ মহল মনে করেন। তবে এই বৈঠকটি যাতে সফল না হয় এ জন্য একটি মহল যে, কাজ করবে না এমনটা উড়িয়ে দেয়ার সুযোগ নেই। এ বৈঠক সফল হলে সুবিধা ভোগিরা যে বঞ্চিত হবে তা সহজেই অনুমেয়। আর এ ধরণের বৈঠকের সফলতা আর বিফলতার পিছনে কোটি কোটি টাকার লেনদেনের বিষয়টি উভয় পক্ষ মাথায় রাখবেন এমনটাই প্রত্যশা নগরবাসীর। কারণ শুধু সিদ্ধান্ত নয় তা বাস্তবায়নে সব পক্ষকে শেষ পর্যন্ত অনঢ় থাকতে হবে। অন্যথায় সুযোগ সন্ধ্যানীরা গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে নতুন ষড়যন্ত্র করে দুই পক্ষের মধ্যে দৃুরত্ব আবারো বাড়ানোর চেষ্টা করবে। তাই পেশাদার সাংবাদিকদের প্রতি আমার বিনীত অনুরোধ নগরবাসীর স্বার্থে, এই নগরীর একজন বাসিন্দা হিসাবে যদি নিজেদের সমাজের দর্পণ মনে করেন, তা হলে অতীতের সব ভুলে আসুন আমরা জনপ্রতিনিধি ও প্রশাসনের হাতকে শক্তিশালী করতে আগামী দিনগুলিতে নিজেদের নিরপেক্ষতা বজায় রেখে নগরবাসী কর্তৃক অর্পিত দায়িত্ব পালনে যথাযথ ভাবে কাজ অব্যাহত রাখি। কারণ ভ’মিদস্যু, মাদক ব্যবসায়ী আর কোটি কোটি টাকার চাঁদাবাজির সাথে জড়িতরা সহজে এই গোল টেবিল বৈঠকের সিদ্ধান্ত কার্যকর না জন্য নানা ভাবে অন্তরায় সৃষ্টি করবে। আগামীকাল শনিবার মূলত নারায়ণগঞ্জের যানযট ও হাকার ইস্যু নিয়েই প্রথম পর্যায়ে এই বৈঠকের আয়োজন করেছে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব। বৈঠকটি অনুষ্ঠিত হবে শনিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জের যানজটের অন্যতম সমস্য নিরসন করতে হলে হকারদের অবৈধ মাস্তানী কঠোর হস্তে দমন করতে হবে। শহর থেকে সন্ধ্যার পর সকল প্রকার বাস রাস্তার উপর ফেলে রাখা বন্ধ করতে হবে। ফুটপাত সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখতে হবে। শহীদ সোরাওয়ার্দ্দী রোড, নবাব সিরাজদৌল্লাহ রোড, মীর জুমলা সড়ক, শায়েস্তখান সড়ক, নবাব সলিমুল্লাহ সড়ক নির্বিঘেœ যান চলাচলের জন্য উন্মুক্ত, এরশাদ শাসনামলে কুমুদিনির দখল করা যে অংশটি উচ্ছেদ করা হয়েছিল তা পরবর্তিতে কুমুদিনি দখল করে সড়কটিকে সরু করে ফেলেছে। সেই সড়কটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনাসহ ২নং রেল গেইট থেকে চাষাড়া পর্যন্ত রেল পথের পাশে দ্রæত বিকল্প সড়ক নির্মাণ এবং চাষাড়া পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ রেল পথের গন্তব্য শেষ করলে প্রাথমিক পর্যায়ে নারায়ণগঞ্জের সমস্যা পুরোটা না হলেও অর্ধেকই কমে আসবে বলে নগরবাসী মনে করেন। আর এই প্রাথমিক সমস্যা সমাধানে সাংসদবৃন্দ, মেয়র, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সমাজ, ব্যবসায়ী নেতৃবৃন্দ প্রশাসনকে সর্বোত ভাবে সহায়তা করলে নারায়ণগঞ্জের সমস্যা সমাধান সময়ের ব্যপার মাত্র। নারায়ণগঞ্জের লাখো লাখো মানুষ আগামীকালের গোল টেবিল বৈঠকের সিদ্ধান্তের প্রতি তাকিয়ে আছেন। জনপ্রতিনিধিদের আকাঙ্খা মূলত: সাধারণ মানুষের প্রত্যাশার বাস্তব রূপ। আর এই প্রত্যাশা পুরনে প্রশাসনিক কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী তথা পরিকল্পনাবিদদের মানুষিকতার পরিবর্তন ঘটিয়ে একটি সুন্দর ও নিরাপদ নারায়ণগঞ্জ মহানগর উপহার দিবেন এমনটাই প্রত্যাশা নারায়ণগঞ্জবাসীর।

Comments are closed.

এই কাল এই সময়

চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ১২:০০ | Comments Off on চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

  হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জের জন মানুষের নেতা, স্বাধীনতা-উত্তর নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলী আহাম্মদ চুনকার আজ রবিবার ৪০তম মৃত্যুবার্ষিকী। মানুষের মৃত্যু চিরন্তন সত্য। কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যা ইচ্ছা করলেই মেনে নেয়া যায় না, বা মেনে নিতে মন চায় না। বিশ্বাস […]

আজকের পত্রিকা

আজকের পত্রিকা

মন্তব্য প্রতিবেদন

সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

ডান্ডিবার্তা | এপ্রিল ৩০, ২০২৪, ১২:৫০ | Comments Off on সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জ সদর আসনের প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের আজ মঙ্গলবার ১০ম মৃত্যুবার্ষিকী। আজ থেকে ১০ বছর পূর্বে সদর ও বন্দর আসনের সাধারন মানুষের নেতা মাটি ও মানুষের সাথে যার ছিল আমৃত্যু সহাবস্থান সেই নাসিম ওসমান ভারতের দেরাদুনে আকস্মিক মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে সমগ্র নারায়ণগঞ্জ যেন সেদিন স্থবির হয়ে পড়েছিল। নাসিম ওসমানের […]

ফেসবুক লাইক

বিশেষ প্রতিবেদন

বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:৩৪ | Comments Off on বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা রিপোর্ট ভরা মৌসুমেও অস্থির বাজার। স্বস্তি ফিরছে না কোনো কিছুতেই। চাল ডাল থেকে মাছ মাংস কিংবা সবজি সবকিছুরই বেড়েছে দাম। আয় না বাড়লেও, প্রতিনিয়ত নিত্যপণ্যের বাড়তি দামে হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছে ক্রেতাদের। একের পর এক পণ্য যুক্ত হচ্ছে বাড়তি দামের তালিকায়। এমন অবস্থায় বিপাকে স্বল্প আয়ের মানুষ। বাজারের তালিকা কাটছাঁট করেও, সংসার চালাতে […]

নামাজের সময়

সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ১৬:৩২
  • ১৮:৩৭
  • ২০:০০
  • ৫:১৬

ফিচার বার্তা

নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:১৮ | Comments Off on নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

জাহাঙ্গীর ডালিম পাকিস্তান আমল থেকে নয়ামাটির জনপ্রিয় চায়ের দোকান। নারায়ণগঞ্জে গেঞ্জি বা আন্ডার গার্মেন্টসের জন্য বিখ্যাত নয়ামাটি। ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতিষ্ঠান হওয়ায় রিফ্রেশমেন্ট এর জন্য এখানকার মালিক শ্রমিক সকলের প্রথম পছন্দ গরুর দুধের মালাই পাউরুটি আর গরুর দুধের চা। তবে সেটাও কড়া লিকারের গরুর দুধের চা। সেই গরুর দুধও হবে একদিনের পুরানো। ফলে চিনি কম দিয়ে […]

অতিথি কলাম

কার্পেটের তলায় ময়লা রেখে ঘর পরিষ্কার দেখাতে চায় বাংলাদেশ ব্যাংক?

ডান্ডিবার্তা | মে ০৪, ২০২৪, ১০:০৫ | Comments Off on কার্পেটের তলায় ময়লা রেখে ঘর পরিষ্কার দেখাতে চায় বাংলাদেশ ব্যাংক?

সৈয়দ ইশতিয়াক রেজা প্রতিনিয়ত শুনতে হয় সাংবাদিকতা আর নেই দেশে। কারণ মানুষ যা চায় সব দিতে পারছে না মিডিয়া। সাংবাদিকরা খারাপ, কিন্তু কে যে ভালো সেটা আমরা বুঝতে পারছি না। তবে এত খারাপের মধ্যেও বেসিক ব্যাংক লুট হওয়া, ফারমার্স ব্যাংকের লোপাট হওয়া, হল-মার্ক কেলেঙ্কারি, ইসলামী ব্যাংকের ত্রাহি অবস্থা- এসব খবর মিডিয়াই প্রকাশ করেছে। সাংবাদিকরা যদি […]

পুরনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

Copyright © দৈনিক ডান্ডিবার্তা ২০২৪