ফের না’গঞ্জ দখলের ষড়যন্ত্র

ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ১২, ২০২৪, ৯:৪৫ | Comments Off on ফের না’গঞ্জ দখলের ষড়যন্ত্র

হাবিবুর রহমান বাদল

নারায়ণগঞ্জ শহরকে মৃত নগরী করার পিছনে যে কারনটি সব চেয়ে বেশী কাজ করেছে সেইসব ঘটনার পুনরাবিত্তি করতে সুবিধাভোগিরা নতুন করে ষড়যস্ত্র শুরু করেছে। বিশেষ করে নারায়ণগঞ্জের উন্নয়ন তথা নগরবাসীর কাছে বর্তমান সরকারের উন্নয়ন কর্মাকান্ড যেন প্রতিফলন ঘটতে না পারে সেজন্য তারা আবারো উত্তর মেরু দক্ষিণ মেরুর মধ্যে প্রকাশ্য বিভাজনের চেষ্টা চালাচ্ছে। বিশেষ করে শামীম ওসমান ও সেলিনা হায়াত আইভীর মধ্যে সমঝোতা তথা উভয়ের মধ্যে যে দুরত্ব ছিল তা দুর হয়ে যাওয়ায়, সুবিধাভোগি মহলটি অনেকটাই বিপাকে পড়েছে। পাশাপাশি সাংসদ সেলিম ওসমানের মধ্যে মধ্যস্থতাকারীর ভ’মিকা যাতে আগের মত না থাকে সেজন্য সুবিধাভোগি মহলটি তৎপর রয়েছে। গত ৩ ফেব্রæয়ারি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে গোল টেবিল বৈঠকে শামীম ওসমান ও সেলিনা হায়ত আইভীকে সাংসদ সেলিম ওসমান অতীতের সকল বিভেদ ভুলে এক হয়ে স্মাট নারায়ণগঞ্জ গড়ার অনুরোধ জানানোর পর উভয়ের মধ্যে উপলব্ধি আসে তাদের দু’জনের বিরোধের সুযোগে কিছু লোক ফায়দা লুটেছে। আর এ কথা শামীম ওসমান ও সেলিনা হায়াত আইভী অকপটে স্বীকার করে বলেছেন, অনেক হয়েছে আর না। এবার আমরা অতীতের সবকিছু ভুলে নারায়ণগঞ্জবাসীর স্বার্থের কথা ভেবে এক হয়ে কাজ করবো। শামীম ওসমান ও সেলিনা হায়াত আইভী এই ঐতিহাসিক ঐক্যের খবরে সুবিধাভোগিরা কিছুদিন নিষ্ক্রিয় থাকলেও নগরীর ২০ লাখ মানুষ তাদের এই ঐক্যকে স্বাগত জানিয়ে অনেক জায়গায় আনন্দ মিছিলও করেন। নগরবাসীর এই আশা আকাঙ্খার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রশাসন পর্যায়ক্রমে একটি আধুনিক নারায়ণগঞ্জ উপহার দেয়ার লক্ষ্যে বৈঠকের পর দিন থেকে কাজ শুরু করেন। প্রথম অবস্থায় শহর থেকে অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ ও ফুটপাতকে হকারমুক্ত করতে থাকে। যা এখনো চলমান। প্রশাসনের এই সহসি পদক্ষেপকে নারায়ণগঞ্জবাসী বাহবা দিয়ে চলেছেন। আগামী ১৫ ফেব্রæয়ারি পর্যন্ত প্রশাসন একটি রুটম্যাপ ঘোষণা করলেও ইতিমধ্যে শহর থেকে ৯০ শতাংশ অবৈধ হকার উচ্ছেদ হয়েছে বলা চলে। বন্ধ হয়ে যাওয়া সড়কগুলি তার পুরনো চেহারা ফিরে পেলেও এখনো পর্যন্ত এসব সড়ক দিয়ে যান চলাচল শুরু হয়নি। অটো রিকশাগুলির দাপট সেই আগের মতই। তারপরও নগরবাসী মনে করছে প্রশাসন দুই এমপি ও মেয়রের সহায়তায় তাদের ঘোষিত রুটম্যাপ অবশ্যই বাস্তবায়ন করবে। যদিও নগরবাসীর মনে তথা কথিত আমরা নারায়ণগঞ্জবাসী, নাগরিক কমিটিসহ একাধিক সামাজিক সংগঠন নারায়ণগঞ্জবাসীর সমস্যা সমাধানের কথা বলে বিভিন্ন সময় ফটোস্যাশন করে নিজেদের জাহির করে চলেছে। কিন্তু এই সময়ে প্রশাসনকে কিংবা দুই এমপি ও মেয়রকে সহায়তা করার অঙ্গিকার নিয়ে তাদের মাঠে দেখা যায়নি। এদিকে শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়ত আইভীর মধ্যে নতুন করে দুরত্ব সৃষ্টির জন্য একটি মহল কাজ করে যাচ্ছে বলে একাধিক সূত্রে জানা গেছে। তাছাড়া নারায়ণগঞ্জকে আবারো মৃত নগরীতে পরিনত করতে একটি মহল প্রকাশ্যে ও গোপনে নতুন ষড়যন্ত্র আটছে। ইতিমধ্যেই হকারদের অন্যায় আবদার ও নারায়ণগঞ্জবাসীকে জিম্মি করার জন্য যে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয় তাতে কিছু বাম নেতাকে অগ্রনী ভ’মিকা পালন করতে দেখা গেছে। জনবিচ্ছিন্ন এইসব নেতাদের কর্মকান্ডকে নগরবাসী ধিক্কার জানিয়েছে। শহর থেকে প্রতিমাসে কয়েক কোটি টাকা চাঁদা উঠে। যার একটি অংশ কতিপয় সুবিধাভোগি, রাজনৈতিক নেতা, পুলিশের কিছু অসাধু সদস্য এবং নামধারী হকার নেতা নিয়মিত পেয়ে আসছে। এসব হকার নেতারা একটি সন্ত্রাসী চক্রের লালন পালন করে থাকে বলেও অভিযোগ রয়েছে। যে কারনে কোন ক্রেতার সাথে হকারদের তর্কবিতর্ক হলে ঐসব সন্ত্রাসীরা ক্রেতাদের বিভিন্ন ভাবে লাঞ্ছিত করে। শুধু তাই নয়, কথিত হকারলীগ নেতাদের নির্দেশের বাইরে কোন হকার কাজ করলে তাকে বিভিন্ন ভাবে শুধু নির্যাতনই নয়, হত্যাকান্ডের মতো ঘটনাও ঘটিয়েছে। যদিও হকারলীগ নামে কোন সংগঠনের স্বকৃতি আওয়ামীলীগ দেয়নি। অথচ হকার লীগের নামে হত্যা মামলার আসামীরা দাপটের সাথে রাজপথ দাবড়িয়ে বেড়াচ্ছে। এদের পরিকল্পনায় আগামী রমজানকে বেছে নেয়া হয়েছে বলে জানা গেছে। রমজান মাসে বসে তাদের দখলকে পাকাপোক্ত করতে চাচ্ছে। এজন্য তারা প্রথমে মিছিল সমাবেশ করে প্রশাসনের নিকট স্বারকলিপি প্রদানের মাধ্যমে প্রশাসনকে বিব্রত করার চেষ্টা করবে। এছাড়া সেলিম ওসমান ও শামীম ওসমানের বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে নিজেদেরকে ভোখা-নাঙ্গা দাবি করে কান্নাকাটির অভিনয় করবে। মেয়রের মন গলাতেও বিভিন্ন ভাবে মেয়রের ঘনিষ্ট লোকদের ব্যবহারের চেষ্টা করছে। এসব পরিকল্পনা ব্যর্থ হলে তারা রমজানের আগেই ভোখা মিছিল করে শহর অবরোধ করার পরিকল্পনাসহ বাম নেতাদের সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতার মা আখ্যায়িত করে তার দৃষ্টি আকর্ষনের চেষ্টা চালাবে। প্রয়োজনে তারা কাফনের কাপড় পড়ে আত্মহুতি দিবেন এমন নাটক মঞ্চস্থ করার পরিকল্পনাও রয়েছে। এক কথায় পবিত্র রমজান মাসকে পূজি করে এসব হকাররা রাজপথ গরম রাখাসহ আইন শৃঙ্খল বাহিনীর সাথে সংঘর্ষ বাধানোর চেষ্টা করবে। কোটি কোটি টাকার আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায়, হকারদের সাথে সুবিধাভোগিরাও বিভিন্ন ভাবে ষড়যন্ত্রের পাশাপাশি হকারদের পক্ষে জনমত গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। এব্যপারে প্রশাসনকে আরো কঠোর হতে হবে বলে নারায়ণগঞ্জবাসী মনে করেন। আর প্রশাসনকে কাজের গতি বৃদ্ধির লক্ষ্যে দুই এমপির ও মেয়রকে মাঝে মধ্যেই এক টেবিলে বসতে হবে। নারায়ণগঞ্জবাসী মনে করেন, সেলিম ওসমান শামীম ওসমান ও সেলিনা আহায়ত আইভীর ঐক্যই পারে সম্পাট নারায়ণগঞ্জ গড়ে তুলতে। ৩ জনের স্পাত কঠিন মনোভাব নারায়ণগঞ্জের অতীতের জঞ্জাল নিরসনে কোরামিনের মত কাজ করবে এমনটাই প্রত্যাশা করছে নারায়ণগঞ্জবাসী।

Comments are closed.

এই কাল এই সময়

চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ১২:০০ | Comments Off on চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

  হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জের জন মানুষের নেতা, স্বাধীনতা-উত্তর নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলী আহাম্মদ চুনকার আজ রবিবার ৪০তম মৃত্যুবার্ষিকী। মানুষের মৃত্যু চিরন্তন সত্য। কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যা ইচ্ছা করলেই মেনে নেয়া যায় না, বা মেনে নিতে মন চায় না। বিশ্বাস […]

আজকের পত্রিকা

আজকের পত্রিকা

মন্তব্য প্রতিবেদন

সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

ডান্ডিবার্তা | এপ্রিল ৩০, ২০২৪, ১২:৫০ | Comments Off on সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জ সদর আসনের প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের আজ মঙ্গলবার ১০ম মৃত্যুবার্ষিকী। আজ থেকে ১০ বছর পূর্বে সদর ও বন্দর আসনের সাধারন মানুষের নেতা মাটি ও মানুষের সাথে যার ছিল আমৃত্যু সহাবস্থান সেই নাসিম ওসমান ভারতের দেরাদুনে আকস্মিক মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে সমগ্র নারায়ণগঞ্জ যেন সেদিন স্থবির হয়ে পড়েছিল। নাসিম ওসমানের […]

ফেসবুক লাইক

বিশেষ প্রতিবেদন

বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:৩৪ | Comments Off on বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা রিপোর্ট ভরা মৌসুমেও অস্থির বাজার। স্বস্তি ফিরছে না কোনো কিছুতেই। চাল ডাল থেকে মাছ মাংস কিংবা সবজি সবকিছুরই বেড়েছে দাম। আয় না বাড়লেও, প্রতিনিয়ত নিত্যপণ্যের বাড়তি দামে হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছে ক্রেতাদের। একের পর এক পণ্য যুক্ত হচ্ছে বাড়তি দামের তালিকায়। এমন অবস্থায় বিপাকে স্বল্প আয়ের মানুষ। বাজারের তালিকা কাটছাঁট করেও, সংসার চালাতে […]

নামাজের সময়

সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ১৬:৩২
  • ১৮:৩৭
  • ২০:০০
  • ৫:১৬

ফিচার বার্তা

নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:১৮ | Comments Off on নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

জাহাঙ্গীর ডালিম পাকিস্তান আমল থেকে নয়ামাটির জনপ্রিয় চায়ের দোকান। নারায়ণগঞ্জে গেঞ্জি বা আন্ডার গার্মেন্টসের জন্য বিখ্যাত নয়ামাটি। ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতিষ্ঠান হওয়ায় রিফ্রেশমেন্ট এর জন্য এখানকার মালিক শ্রমিক সকলের প্রথম পছন্দ গরুর দুধের মালাই পাউরুটি আর গরুর দুধের চা। তবে সেটাও কড়া লিকারের গরুর দুধের চা। সেই গরুর দুধও হবে একদিনের পুরানো। ফলে চিনি কম দিয়ে […]

অতিথি কলাম

কার্পেটের তলায় ময়লা রেখে ঘর পরিষ্কার দেখাতে চায় বাংলাদেশ ব্যাংক?

ডান্ডিবার্তা | মে ০৪, ২০২৪, ১০:০৫ | Comments Off on কার্পেটের তলায় ময়লা রেখে ঘর পরিষ্কার দেখাতে চায় বাংলাদেশ ব্যাংক?

সৈয়দ ইশতিয়াক রেজা প্রতিনিয়ত শুনতে হয় সাংবাদিকতা আর নেই দেশে। কারণ মানুষ যা চায় সব দিতে পারছে না মিডিয়া। সাংবাদিকরা খারাপ, কিন্তু কে যে ভালো সেটা আমরা বুঝতে পারছি না। তবে এত খারাপের মধ্যেও বেসিক ব্যাংক লুট হওয়া, ফারমার্স ব্যাংকের লোপাট হওয়া, হল-মার্ক কেলেঙ্কারি, ইসলামী ব্যাংকের ত্রাহি অবস্থা- এসব খবর মিডিয়াই প্রকাশ করেছে। সাংবাদিকরা যদি […]

পুরনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

Copyright © দৈনিক ডান্ডিবার্তা ২০২৪