আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | রাত ১:০১

ফেন্সিডিলসহ ছাত্রলীগের সাবেক সম্পাদকসহ ৪জন গ্রেফতার

ডান্ডিবার্তা | ০৪ মার্চ, ২০২৪ | ১০:৫২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট রাজধানীর ডেমরায় ফেন্সি‌ডিল সেবনরত অবস্থায় থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিফ খান (২৬) সহ ৪ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দারের নেতৃত্বে ডেমরা বাজার এলাকায় আসিফের ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশি করে তাদের কাছ থেকে ২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। যার অনুমানিক মূল্য প্রায় ৭০ হাজার টাকা। গ্রেফতারকৃতরা হলো, ডেমরা বাজার সংলগ্ন কামারগোপ এলাকার মৃত আ. খালেকের ছেলে আসিফ, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি সাহেবপাড়া এলাকায় বসবাসরত ব্রাহ্মণবাড়ীয়া জেলার আশুগঞ্জ থানার তাল শহর গ্রামের শামিম আহম্মেদ মোক্তারের ছেলে শামসুল আরেফীন পলাশ ওরফে সুমন (৩১), রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগরে বসবাসরত কুমিল্লা জেলার দেবিদ্বার থানার বল্লভপুর গ্রামের হাশেম সরকারের ছেলে মো. মমিন সরকার (৩৬) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার দক্ষিণ নোয়াপাড়া গ্রামের মৃত শমশের আলীর ছেলে মোশোরফ হোসেন ওরফে শিপলু (৩৮)। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়নস্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়। তিনি আরো জানান, আসিফ দীর্ঘদিন ধরে ডেমরায় মাদক চক্রের মাধ্যমে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল বলে অভিযোগ রয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা