
হাবিবুর রহমান বাদল
আশা ভরসা আর হতাশার মধ্য দিয়ে বিদায় নিয়েছে ২০২৪। দেড় সহস্রাধিক ছাত্র জনতার রক্ত আর এিশ হাজারেরও বেশি মানুষকে পংগুত্ব বরণ করতে হয়েছে স্বৈরাচারি শেখ হাসিনাকে পদচু্যত করতে। বিগত দেড় দশকে আওয়ামী সরকার দেশের সকল প্রতিষ্ঠানকে ধংস করে দিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে আওয়ামী দোসরা। শেখ হাসিনার পরিবারের লুটপাটের সঠিক তথ্য এখনো পুরাপুরি প্রকাশ পায়নি বলে অনেকের ধারনা করছেন। তার দোসররা শত শত কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে যার প্রমাণ ইতিমধ্যে প্রকাশ পেতে শুরু করেছে। একজন চাকর চারশ কোটি টাকার মালিক হতে পারলে তাদের দোসরা কত কোটি টাকার মালিক হতে পারে তা সহজেই বূঝা যায়। রাজনৈতিক দলগুলি আন্দোলনে সফলতা না পেলেও ছাত্ররা কোটা বিরোধী আন্দোলনে নেমে রক্ত দিয়ে আন্দোলন সফল করার প্রত্যয় ঘোষনা করেন। রাজনৈতিক দলগুলি ছাত্রদের আন্দোলনে নৈতিক সমর্থন দিলেও তারা অপ্রকাশ্যে ছিল। আবু সাঈদসহ আরো কিছু ছাত্র বুক পেতে বুলেট বুকে নেয়ার পর আন্দোলন ভিন্ন মাত্রায় রুপ নেয়। ছাত্রদের সাথে জনতা রাজপথে নেমে আসে। পনের বছরের দু:শাসনের হাত থেকে বাঁচতে ছাত্রদের আন্দোলনে দেশের প্রায় সকল রাজনৈতিক দল পেশাজীবী সংগঠন একাত্বতা প্রবাশ করে রাজপথে নামে। আন্দোলন বেগবান হয়ে উঠলে স্বৈরাচারী শেখ হাসিনার পেটোয়া বাহিনী ও তার আস্থাভাজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বিচারে ছাত্র-জরতার উপর গুলি চালিয়ে দেড় সহ¯্রাধিক ছাত্র-জনতাকে হত্যা করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে শেখ হাসিনা সেনা বাহিনীকে ব্যবহার করতে চাইলে দেশ প্রেমিক সেনা বাহিনী আন্দোলনরত ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নিয়ে অস্বীকৃতি জানায়। এক পর্যায়ে লাখো জনতা রাজধানীতে প্রবেশ করে গণভবনের দিকে যাওয়া শুরু করলে পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোন রেহানাকে নিয়ে চুপিসারে ভারতে পালিয়ে যান। সেনা প্রধান শেখ হাসিনার পদত্যাগের কথা নিশ্চিত করলে লাখ লাখ উৎসুক জনতা ঘর থেকে বেরিয়ে এসে আনন্দ উল্লাসে মেতে উঠে। গত বছরের সব চেয়ে বড় ঘটনা ছিল স্বৈরাচারী শেখ হাসিনার পালিয়ে যাওয়া। আর সব চেয়ে আলোচিত হৃদয় বিদারক ঘটনা বলতে দেশে গণতন্ত্র আনতে গিয়ে ছাত্র-জনতার আত্মহুতি। ৩৬ দিনের এই বিপ্লবের পর সাধারণ মানুষ আশা করেছিল অনেক কিছুর পরিবর্তন ঘটবে। বাস্তবে কিছুই ঘটেনি। বিগত ৫ মাসেও অন্তর্বতিকালীন সরকার সিন্ডিকেট ভাঙ্গতে পারেনি। আইন শৃঙ্খলার তেমন একটা উন্নতি ঘটেনি। তবে রাতারাতি কিছু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখতে পেয়েছে সাধারণ মানুষ। যে করণে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা বারবার বলে চলছেন, এক স্বৈরাচারের বদলে আরেক স্বৈরাচার প্রতিষ্ঠিত হউক আমরা চাইনা। এদিকে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একাধিক বার দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে হুঙ্কার দেয়াসহ চাঁদাবাজি, দখলবাজির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়ে চলেছেন। এমনকি বিভিন্ন অপকর্মে জড়িতদের বিরুদ্ধে দলীয়ভাবেও ব্যবস্থা গ্রহণ করছেন। তারপরও শেতে নেই সেইসব দখলবাজরা। রাজনীতির মাঠে ছিলনা এমনসব নেতারাই হঠৎ করে আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন। সবর্ত্র যেন তাদেরই দখলদারিত্ব। এ অবস্থা বন্ধ না হলে বিএনপির জনপ্রিয়তা হ্রাস পাবে সেই সাথে পতিত সরকারের দোসররা বিভিন্ন কাদায় বর্তমান সরকারের বিরুদ্ধে অপপ্রচার অব্যাহত রাখবে। নারায়ণগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা বৃদ্ধি করতে এবং ছিনতাই রাহাজানিসহ অপরাধমূলক কর্মকান্ড রোধে সেনা সদস্যদের টহল বৃদ্ধি জরুরী হয়ে পড়েছে। সরকারি বিভিন্ন বিভাগে সেই আগের মতই ঘুষ ছাড় কাজ হচ্ছে না। জনপ্রতিনিধি না থাকায় সব কাজেই প্রশাসনিক কর্মকর্তাদের তেমন একটা মনযোগ নেই। রাস্তাঘাটগুলি চলাচলের অনপোযুগী হয়ে পড়েছে। ফুটপাতের চাঁদা আদায় হাত বদল হয়েছে মাত্র। নারায়ণগঞ্জবাসী মনে করে ৫ আগষ্টের পরে রাতারাতি হাট.মাঠ,ঘাট তথা দখলকারী ও মামলা বানিজ্যের সাথে জড়িতদের চিহৃত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ মাত্র ৫ মাসে কতিপয় চিহিৃত নেতার আয়ের উৎস তদন্ত করে ব্যবস্থা নেয়া হউক নতুন বছরে নারায়ণগঞ্জবাসীর এটাই প্রত্যাশা।
ই-
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯