আজ শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ১১ জিলকদ ১৪৪৬ | দুপুর ১২:০৬

পুলিশের দীর্ঘ ৬ ঘন্টার অভিযান \ শত শত নারী পুরুষের বিক্ষোভসহ চুনকা কুটিরে প্রবেশ পথ অবরোধ আইভীকে গ্রেফতারের পর কারাগারে

ডান্ডিবার্তা | ১০ মে, ২০২৫ | ৯:১২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বাংলাদেশর প্রথম নারী মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করতে গিয়ে দেওভোগের আবাল বৃদ্ধ বনিতা কর্তৃক পুলিশ অবরুদ্ধ হয়ে পড়ে। আইভীকে গ্রেফতার করা হবে এমন সংবাদ ছড়িয়ে পড়লে দেওভোগের বিভিন্ন প্রান্তের শত শত মানুষ আইভীর বাড়ি চুনকা কুটিরে প্রবেশ করা পুলিশকে ঘিরে রাখে। এ সময় বাইরে অপেক্ষমান শত শত নারী পুরুষ আইভীর গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে শ্লোগান দিতে থাকে “ আইভী তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই” এ সময় উর্ধতন পুলিশ কর্মকর্তারা আইভীকে তাদের সাথে যেতে বললে আইভী বলেন, রাতে আমি যাব না। আইনের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে দিনে আসুন তখন যাব। এসময় বাইরে আইভীর সমর্থকরা চুনকা কুটিরে প্রবেশের চারটি রাস্তায় বালির বস্তা ও বাঁশ দিয়ে ব্যারিকেট দিয়ে শ্লোগান দিতে থাকে। পুলিশ রাতভর অপেক্ষায় থেকে ধৈয্যের সাথে দায়িত্ব পালন করায় তেমন কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি। পুলিশের এই ভ’মিকাকে নগরবাসী সাধূবাদ জানিয়েছে। দীর্ঘ অপেক্ষা শেষে ভোরে আইভী পুলিশের সাথে বাড়ি থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠেন। তাকে সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়। পুলিশের গাড়িতে উঠার সময় আইভী পুলিশ ধৈর্য্যধরে অপেক্ষা করায় তাদেরকে ধন্যবাদ জানিয়ে আইভীর অনুসারিরা রাতভর তাকে পাহারা দিলেও কোন প্রকার সহিংসু ঘটনায় না জড়ানোর কারণে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দেওভোগবাসীর কাছে আমি কৃতজ্ঞ। গত বৃহস্পতিবার মধ্য রাত থেকে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত দীর্ঘ ৬ ঘন্টা শ্বাসরোদ্ধকর অভিযানের পর অবশেষে গতকাল শুক্রবার সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ রাতভর অপেক্ষার পর সকাল পৌনে ছয়টার দিকে শহরের দেওভোগের বাসা থেকে বেরিয়ে পুলিশের গাড়িতে ওঠেন আইভী। তার গ্রেফতার ঠেকাতে এলাকাবাসী তার বাড়ির ৪টি গেইটে অবস্থান নেয়। গেইটের সামনে ট্রাক দিয়ে বালু এনে গেইটের সামনে ফেলে অবরোধ করে রাখে। দীর্ঘ ৬ ঘন্টা এলাকার হাজার হাজার নারী পুরুষ আইভীর বাড়িতে পুলিশ প্রবেশে বাধা দিয়ে গেইটের সামনে অবস্থান করে থাকে। অবশেষে সকালে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাঁর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও সদর থানার ৫টি মামলা রয়েছে। এদিকে আইভীকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় গতকাল শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে নারায়ণগঞ্জ শহরের বিবি রোডের কালির বাজার মোড়ে র‌্যাব ও পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ হয়। এতে পুলিশের দুই সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে সেলিনা হায়াৎকে গ্রেপ্তারের পর তাকে নিয়ে র‌্যাব ও পুলিশের ১৫টি গাড়ি ডিবি কার্যালয়ের দিকে রওনা হয়। এ সময় ৩০-৪০ জনের একটি দল হামলা চালায়। তারা ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় পুলিশ সেলিনা হায়াৎ আইভীর সমর্থকদের ধাওয়া দিলে তারা পালিয়ে যান। হামলাকারীদের ইটপাটকেলের আঘাতে পুলিশের দুই সদস্যসহ পাঁচজন আহত হন। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি। গ্রেপ্তারের সময় সেলিনা হায়াৎ আইভী সাংবাদিকদের বলেন, পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা না দেখিয়ে আমাকে ধরে নিয়ে যাচ্ছে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলা যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমি অপরাধী। কিন্তু নারায়ণগঞ্জে ২১ বছরের সেবায় কোন দল কিংবা ব্যক্তিকে আঘাত করার মতো কিছু কখনো করিনি। যখনি নারায়ণগঞ্জে হত্যাকাÐ ঘটেছে তখনি প্রতিবাদ করেছি। কোনো অপরাধ না করে অপরাধী হিসেবে আমাকে গ্রেপ্তার করা বৈষম্য হয়েছে। আমি বিগত সময়ের মতো নারায়ণগঞ্জবাসীকে পাশে চাই। নাসিকের টানা তিনবারের নির্বাচিত সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাÐ ও হামলার ঘটনায় একাধিক থানায় দায়ের করা অন্তত পাঁচটি মামলার আসামি বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। ওই মামলাতে তাকে গ্রেপ্তার দেখানো হবে বলেও জানান তিনি। এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে আইভীর পৈতৃক বাড়ি ‘চুনকা কুটিরে’ যায় সদর মডেল থানা পুলিশের একটি টিম। এদিকে, রাতে আইভীকে গ্রেপ্তারে পুলিশের অভিযানের খবরে দেওভোগের মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয় যেন তাকে গ্রেপ্তার করতে আসলে লোকজন জড়ো হয়। কিছু সড়কে নেমে আসেন স্থানীয় কয়েক হাজার এলাকাবাসী। তারা ‘রাতের আঁধারে’ আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যেতে দেবেন না বলে ¯েøাগান দিতে থাকেন। পরে অতিরিক্ত পুলিশ এলেও এলাকাবাসীর বাঁধার মুখে তারা পিছু হটেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাড়ির ভেতরে সেলিনা হায়াৎ আইভীর সাথে কথাও বলেন। তবে তিনি ‘রাতে কোথাও যাবেন না’ বলে জানান। পুলিশ দলটি তখন তার বাড়ির ভেতরেই অবস্থান নেয়। ছয় ঘন্টা পর স্বেচ্ছায় পুলিশের সাথে গাড়িতে ওঠেন তিনি। তাকে পুলিশের গাড়িতে নিয়ে যাবার সময়ও হাজারো নারী-পুরুষ তার পক্ষে ¯েøাগান দেন। জানা গেছে, রাতে দুই দফা পুলিশের একাধিক দল আইভীর বাড়ির সামনে অবস্থান নেন। ওই খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার জনতা রাস্তায় নেমে আসে। তারা বাড়ি ঘিরে বিক্ষোভ করতে থাকে। স্থানীয়রা জানান তারা যে কোন মূল্যে আইভীকে আটক বা গ্রেপ্তার করতে দিবেন না। গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে জেলার অধিকাংশ নেতা-কর্মী পালালেও নিজ বাড়িতেই ছিলেন আইভী। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন। পরে তাকে সিটি করপোরেশনের মেয়র পদ থেকে অপসারণ করাও হয়েছে। সিটি করপোরেশনের সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যা ও হত্যার চেষ্টাসহ একাধিক মামলায় আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী সিনিয়র সহসভাপতি ও সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে। সবশেষ ১৩ সেপ্টেম্বর নিহত রিকশাচালক তুহিনের স্ত্রী আলেয়া আক্তার মীম বাদী হয়ে ৯৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০০ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় এই মামলা করেন। এর আগে ৩ সেপ্টেম্বর গুলিবিদ্ধ হয়ে মনিরুল ইসলামের মৃত্যুর ঘটনায় তার বড় ভাই নাজমুল হকের করা মামলায় ১৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়। এ হত্যা মামলায় শামীম ওসমান ও আইভী দুজনকেই আসামি করা হয়। এদিকে আইভীতে আদালতে হাজির করা হলে সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালত এ নির্দেশ দেন। নারায়ণগঞ্জের কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক মেয়র আইভীকে মিনারুল হত্যা মামলায় আদালতে হাজির করা হয়েছিল। আদালত মামলার শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানি ২৬ মে হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা