
ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরের ধামগড় ইউনিয়ন পরিষদের জনগণ চরম ভোগান্তিতে রয়েছে। জনগণ কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এ ইউনিয়নের অধিকাংশ চেয়ারম্যান মেম্বাররা আওয়ামী দোসর হওয়ায় তারা জনগণকে সেবা দিতে আসতে পারে না। এ কারণে সাধারণ মানুষ সেবা বঞ্চিত হচ্ছে। ইতিমধ্যে ধামগড় ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বৈষম্য বিরোধী মামলায় জেলে রয়েছে। সেই সাথে প্যানেল চেয়ারম্যান এক বাবুল ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি, প্যানেল চেয়ারম্যান দুই হাফেজ আইয়ূব আওয়ামীলীগ নেতা ও প্যানেল চেয়ারম্যান তিন সখিনা বেগমও আওয়ামীলীগ নেত্রী হওয়ায় তারা গ্রেফতার এড়াতে পরিষদে আসতে পারেনা এ জন্য জনগণ সেবা থেকে বঞ্জিত হচ্ছে। এদিকে প্যানেল চেয়ারম্যান এক বাবুলকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেয়া হলেও তিনি সময় মত পরিষদে আসেন না। সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এ ব্যপারে ধামগড় ইউনিয়নের কাজীপাড়া এলাকার জালাল মিয়া বলেন, আমরা চেয়ারম্যান না থাকায় বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। জাঙ্গাল এলাকার আব্দুস সামাদ বলেন, পরিষদের গিয়ে চেয়ারম্যান মেম্বারদের পাওয়া যায় না। আমরা কোন স্বাক্ষরও নিতে পারিনা। হালুয়াপাড়া এলাকার আব্দুর রহিম বলেন, আমারা অনেক দুর্ভাগা। আমাদের ইউনিয়নের চেয়ারম্যান মেম্বাররা অধিকাংশই স্বৈরাচার আওয়ামীলীগের দোসর। তারা পলাতক থাকায় আমরা সেবা থেকে বঞ্চিত হচ্ছি। মনাবাড়ি এলাকার আ: সাত্তার, আমৈর এলাকার সামসুল হক, গকুলদাশের বাগ এলাকার আমির হামজা, নয়ামাটি এলাকার আ: কুদ্দুস, ধামগড় এলাকার বিল্লাল ও কামতাল এলাকার আ: আইয়াল বলেন, আমরা এলাকার উন্নয়ন ও জন্মনিবদ্ধন, ওয়ারিশ সার্টিফিকেট ও ট্রেড লাইসেন্সের জন্য ভোগান্তি শিকার হচ্ছি। মূল চেয়ারম্যান জেলে আর প্যানেল চেয়ারম্যানরা পলাতক থাকায় আমরা কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত। তবে আমাদের ইউনিয়নের ২/১জন বিএনপি মনা মেম্বার রয়েছে যদি তাদের এ দায়িত্ব দেতয়া হতো তবে হয়তো মূল চেয়ারম্যান জামিন পাওয়ার আগ পর্যন্ত আমরা সেবা পেয়ে যেতাম। জন্মনিবন্ধন না করতে পেরে প্রাপ্ত বয়স হওয়ার পর অনেকের বিবাহ হচ্ছে না। ওয়ারশি সার্টিফিকেটর কারণে অনেকে জমির নামজারি করতে পারছেন না বলেও অনেকে অভিযোগ করেন। গতকাল রোববার সরে জমিনে গিয়ে প্যানেল চেয়ারম্যান বাবুলকে পরিষদে পাওয়া যায়নি। এ ব্যপারে ধামগড় ইউপি সচিব হাসান বলেন, আমরা সাধ্যমত জনগণকে সেবা দিয়ে যাচ্ছি। বর্তমানে প্যানেল চেয়ারম্যান এক বাবুল মেম্বার দায়িত্ব পালন করছেন। তিনি পরিষদে আসেন। তবে যাতে জনগণ সেবা পান সেই জন্য তিনি জনগণের সেবার জন্য ব্লাঙ্ক স্বাক্ষর দিয়ে গেছেন। তবে ব্লাঙ্ক স্বাক্ষরে দুর্নীতি হওয়ার সম্ভবনা রয়েছে কিনা জানতে চাইলে তিনি কোন উত্তর দিতে পারেননি। এ ব্যপারে জানতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়াকে একাধিক বার কল করলেও তিনি কল রিসিভ করেনি। এ ব্যপারে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ইউপিনয় পরিষদ আইন মোতাবেক চেয়ারম্যান অসুস্থ্য বা অন্যত্র থাকলে জনগনের সেবা দিবে প্যানেল চেয়ারম্যান যা রেজুলেশনের মাধ্যমে করে রাখা হয়। কিন্তু ধামগড়ে অধিকাংশ চেয়ারম্যান মেম্বার আওয়ামী দোসর আমার জানা নেই। আর কোন চেয়ারম্যান ব্লাক স্বাক্ষর দিয়ে রাখা আইনগত বৈধ নয়। এটা অপরাধ। চেয়ারম্যানকে অবশ্যই পরিষদে থেকে জনগণকে সেবা দিতে হবে। তবে বিষয়টি আমি দেখছি।
ই-৩ পি-৪
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯