
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ বিএনপির জন্য প্রতিষ্ঠা বার্ষিকী একটি দু:খভারা দিন। ৩ বছরে পূর্বে এই দিনে যুবদল নেতা শাওনকে হারাতে। ২০২২ সালে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালনের র্যালীতে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন নিহত হয়। ২০২২ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের ডিআইটি এলাকা থেকে র্যালি বের করেন বিএনপি নেতাকর্মীরা। এসময় র্যালীতে বাধা দিলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে বিএনপি নেতাকর্মীদের। এসময় পুলিশের গুলিতে নিহত হন শাওন। এদিকে শাওনের মৃত্যুর পর ঘটনাটিকে আড়াল করতে আওয়ামী লীগ ও প্রশাসনের পক্ষ থেকে নানা প্রচারণা চালানো হয়। নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতারা শাওনকে নিজেদের কর্মী বলে সেসময় দাবী করতে শুরু করেন। তবে যুবদলের সক্রিয় নেতা শাওনের পরিচয় গণমাধ্যমে প্রকাশিত হয়ে পড়লে রাতের আধারে তড়িঘড়ি করে শাওনের দাফন সম্পন্ন করে প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরবর্তীতে এ ঘটনায় বিএনপির তৎকালীন দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের আসামি করে মামলা দায়ের করে পুলিশ। পাঁচ আগষ্টের পর মামলাটি প্রত্যাহার করা হয় এবং তৎকালীন প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতাদের আসামি করে নতুন একটি মামলা দায়ের করা হয়। এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পাশাপাশি শাওনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করেছেন বিএনপি নেতাকর্মীরা। এসময় তার পরিবারের সদস্যদের খোঁজ খবরও নেন তারা। পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন নিহতের ঘটনায় তিন বছর পার হলেও এখনও মামলার অগ্রগতি হয়নি। আওয়ামী লীগের আমলে দায়েরকৃত মামলায় বিএনপি নেতাকর্মীদের আসামি করা হলেও পাঁচ আগষ্টের পটপরিবর্তনের পর সেই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি নেতাকর্মীরা। ২০২৪ সালের ২১ অক্টোবর তৎকালীন জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেলকে প্রধান আসামি ও তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৫২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন নিহত শাওনের বড় ভাই মিলন মিয়া। এদিকে মামলা দায়ের পর সেদিন চায়নিজ রাইফেল নিয়ে গুলি করা ডিবির এসআই মাহফুজুর রহমান কনককে গ্রেপ্তার করে পুলিশ। তবে এঘটনায় উল্লেখযোগ্য অন্য কোন আসামিকে এখনও গ্রেপ্তার করেনি পুলিশ। এর আগে ২০২২ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের ডিআইটি এলাকা থেকে র্যালি বের করেন বিএনপি নেতাকর্মীরা। এসময় র্যালীতে বাধা দিলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে বিএনপি নেতাকর্মীদের। এসময় পুলিশের গুলিতে নিহত হন শাওন। এদিকে শাওনের মৃত্যুর পর ঘটনাটিকে আড়াল করতে আওয়ামী লীগ ও প্রশাসনের পক্ষ থেকে নানা প্রচারণা চালানো হয়। নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতারা শাওনকে নিজেদের কর্মী বলে সেসময় দাবী করতে শুরু করেন। তবে যুবদলের সক্রিয় নেতা শাওনের পরিচয় গণমাধ্যমে প্রকাশিত হয়ে পড়লে রাতের আধারে তড়িঘড়ি করে শাওনের দাফন সম্পন্ন করে প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরবর্তীতে এ ঘটনায় বিএনপির তৎকালীন দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের আসামি করে মামলা দায়ের করে পুলিশ। পাঁচ আগষ্টের পর মামলাটি প্রত্যাহার করা হয় এবং তৎকালীন প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতাদের আসামি করে নতুন একটি মামলা দায়ের করা হয়। এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পাশাপাশি শাওনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করেছেন বিএনপি নেতাকর্মীরা। এসময় তার পরিবারের সদস্যদের খোঁজ খবরও নেন তারা।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯