
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে তিনটি আসন পুনর্বিন্যাস নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সন্তুষ্ট ছিলেন না প্রার্থীরা। শুনানী শেষে গত বৃহস্পতিবার পুরোনো আসন বিন্যাসে ফিরে গেছে নির্বাচন কমিশন। যেই সীমানার মধ্য দিয়ে ২০০৮ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। এর মধ্য দিতে নারায়ণগঞ্জ ৪ এবং নারায়ণগঞ্জ ৫ আসনের প্রার্থী ও ভোটারদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে সোনারগাঁয়ের প্রার্থীদের। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে এবার নতুন করে যুক্ত হয়েছে সিদ্ধিরগঞ্জ থানা এলাকা। এর আগে সিদ্ধিরগঞ্জ ছিল নারায়ণগঞ্জ-৪ আসনে। স্বাধীনতার পর থেকে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা নিয়ে ছিল নারায়ণগঞ্জ-৪ আসন। ২০০৮ সালের নির্বাচনে সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসন গঠন করা হয়। তবে পরের ২০১৪, ২০১৮ ও ২০২৪ এর নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ ছিল শুধুমাত্র সোনারগাঁও নিয়ে। নারায়ণগঞ্জ-৫ আসন গঠন করা হয়েছে সিটি করপোরেশনের ১১ হতে ২৭নং ওয়ার্ড ও বন্দর উপজেলা নিয়ে। এ আসনে থাকা গোগনগর ও আলীরটেক ইউনিয়নকে বাদ দেওয়া হয়েছে। এ দুটি ইউনিয়নকে ফতুল্লায় অন্তর্ভুক্ত করা হয়। নারায়ণগঞ্জ-৪ আসন শুধুমাত্র ফতুল্লা থানা ও সদর থানার দুটি ইউনিয়ন এলাকা নিয়ে গঠন করা হয়েছে। এতে ফতুল্লা, এনায়েতনগর, বক্তাবলী, কাশীপুর, কুতুবপুর, গোগনগর ও আলীরটেক। নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে নারায়ণগঞ্জ ৩ আসন গত তিনটি নির্বাচনে কেবল সোনারগাঁ নিয়ে হয়েছে। এই অঞ্চলের প্রার্থী ও ভোটাররা ভোট দিয়েছেন তাদের পছন্দের প্রার্থীদের। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপি, গণঅধিকার সহ একাধিক দল পুরোনো সীমানার কথা মাথায় রেখেই নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করে। নারায়ণগঞ্জ-৩ আসন মূলত সোনারগাঁ এমন ভাবনা থেকে কেবল সোনারগাঁয়ের বাসিন্দারাই এই আসনে নির্বাচনের কথা ভাবতেন। কিন্তু নতুন সীমানা নির্ধারনে প্রার্থীদের কপালে তৈরী হয়েছে চিন্তার ভাঁজ। কারণ এখন থেকে প্রার্থিদের ছুটতে হবে সিদ্ধিরগঞ্জ অঞ্চলে। যা সিটি করপোরেশনের ১০ টি ওয়ার্ড নিয়ে গঠিত। গ্রাম অঞ্চলের মানুষের চিন্তা ভাবনা ও শহর অঞ্চলের মানুষের চিন্তা ভাবনা পুরোপুরি আলাদা। ফলে ভিন্ন ভিন্ন কৌশলেই এগোতে হবে তাদের। তাছাড়া গত ১ বছর ধরে সোনারগাঁয়ের যেসব প্রার্থীরা কেবল সোনারগাঁ নিয়ে নিজেদের মাঠ গুছিয়েছেন, নিজেদের নেতাকর্মীদের বিভিন্ন স্থানে রেখে নির্বাচনী প্রস্তুতি নিয়েছেন। তাদের এখন নতুন করে ভাবতে হবে। কিভাবে সিদ্ধিরগঞ্জের ১০ টি ওয়ার্ডে নিজেদের প্রভাব বিস্তার করা যায় তা নিয়ে নতুন কৌশল অবলম্বন করতে হবে তাদের। প্রার্থীদের মধ্যে আলোচিত হিসেবে আছেন সাবেক মন্ত্রী রেজাউল করিম, সাবেক সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক এমপি গিয়াস উদ্দিন, জামায়াতের প্রার্থী অধ্যাপক ইকবাল হোসাইন, এনসিপির প্রার্থী তুহিন মাহমুদ সহ অনেকেই। তবে এই প্রার্থীদের মধ্যে কেবল গিয়াস উদ্দিন একই সাথে ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয় প্রচার প্রচারণা এবং সভা সমাবেশ করেছেন। বাকিরা সবাই ছিলেন সোনারগাঁয়ের মধ্যে সীমাবদ্ধ। এমন অবস্থায় তাদের নতুন করে নির্বাচনের প্রস্তুতি নেয়া ছাড়া উপায় নেই। নতুন এই সিদ্ধান্তে সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁ অঞ্চলের রাজনীতিকরা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ কেউ এই সিদ্ধান্তের বিরোধীতা করেছেন। অনেকেই হতাশা প্রকাশের সাথে সাথে সিদ্ধিরগঞ্জকে সর্বদা অবজ্ঞা করা হয় এমন মন্তব্য করেছেন কয়েকজন। তবে ভোটারের দিক থেকে সিদ্ধিরগঞ্জ যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তা নিঃসন্দেহে বলা যায়। এই অঞ্চলের ভোট পাল্টে দিতে পারে নির্বাচনী হিসেব নিকেশ। একদিকে শহর অঞ্চলের মানুষ, অন্যদিকে শিল্পাঞ্চলের কারনে ঘনবসতি। যার কারনে নির্বাচনে ফ্যাক্টর হয়ে উঠবে সিদ্ধিরগঞ্জ। সংশ্লিষ্টরা বলছেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে এই প্রজ্ঞাপন পরিবর্তন হবার কোন সম্ভাবনা নেই বললেই চলে। ২০০৮ সালের সীমানাতেই অনুষ্ঠিত হবে নির্বাচন। তাই এখন থেকেই সোনারগায়ের প্রার্থীদের ছুটতে হবে সিদ্ধিরগঞ্জে। সেই সাথে সিদ্ধিরগঞ্জ থেকে নির্বাচনে দাঁড়াতে চাওয়া প্রার্থীদের ছুটতে হবে সোনারগাঁয়ে। দুই অঞ্চলের জন্য নতুন মুখ ভোটারদের কাছে কতটা গ্রহণযোগ্যতা পাবেন সেটাই দেখার বিষয়।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯