আজ শনিবার | ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ১২ আশ্বিন ১৪৩২ | ৪ রবিউস সানি ১৪৪৭ | সন্ধ্যা ৬:২৭

আ’লীগের সঙ্গে আঁতাত করে সুবিধা নিচ্ছে বিএনপির কতিপয় নেতা

ডান্ডিবার্তা | ২৫ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:০২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে স্বৈরাচার আওয়ামীলীগের সময় যেমন বিএনপির কতিপয় নেতারা আতাঁত করে চলেছেন।
স্বৈরাচার আওয়ামীলীগের পতনের পরও কিছু সুবিধাভোগী বিএনপি নেতা আওয়ামী দোসরদের পৃষ্টপোষকতা করার অভিযোগ অহরহ পাওয়া যাচ্ছে। অর্থের বিনিময়ে গণহত্যাকারী ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলি করে মানুষ হত্যার সাথে জড়িতদের নিজ নিজ এলাকায় ফিরতে সহায়তা করছে। বন্দরে যুবলীগ নেতার নির্মতি হাসপাতাল পাহারা দিচ্ছে বিএনপি নেতারা। সেই নেতাকে আবার নিজ এলাকায় বসবাস করার সুযোগ দিয়ে বার বার বির্তকেও জড়াচ্ছেন। শুধু তাই নয় এক আওয়ামীলীগ নেতার কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে মামলা থেকে বাদ দেয়ার ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে। তারা দলের নির্দেশা অমান্য করে নিজেদের আখের গুছাতে আওয়ামীলী-যুবলীগ ও তাদের দোসরদের পৃষ্টপোষকতা করছেন। অনেক স্থানে দেখা যায় বিএনপি নেতাদের টাকা দিয়ে আওয়ামী দোসররা বিএনপিতে অনুপ্রবেশ করেছে। আবার কেহ পদ পদবীও পেয়েছেন। নারায়ণগঞ্জে বিএনপিতে এভাবেই ডুবাচ্ছে কিছু অর্থলোভী নেতা। দেখা গেছে ৫ আগষ্টের আগে যে সকল বিএনপি নেতা নুন আনতে পান্তা ফোরাত তারা এখন কোটি টাকার মালিক। এত টাকার উৎস কোথা থেকে এলো তা খতিয়ে দেখলে অনেক কিছু বেরিয়ে আসেব। যাদের কারণে আজ বিএনপি পদে পদে নাজেহাল হচ্ছে আর বির্তকিত হচ্ছে। যে সকল নেতা বিএনপিকে ডুবাচ্ছে তারা বর্তমান সুযোগকে কাজে লাগিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে। রিকশা চলাচল যাদের একমাত্র বাহন ছিল তাদের এখন নিজস্ব প্রাইভেট কার হাকাতে দেখা যায়। বিএনপি বার বার চেষ্টা করছে এ দলটি গণতান্ত্রিক ও পরিচ্ছন্ন দল। কিন্তু কতিপয় নেতার জন্য দলের ভাবমূর্তি চরম ভাবে ক্ষুন্ন হচ্ছে। এদিকে হাইকান্ড বারবার বলে যাচ্ছেন বিএনপি যাতে কোন আওয়ামীলীগ ও তাদের দোসরদের সাথে কোন প্রকার আতাঁত যেন কেহ না করে সেদিকে সতর্ক করা হয়। এও বলা হয়, যাতে কোন আওয়ামী দোসর বিএনপিতে অনুপ্রবেশ না করতে পারে। কিন্তু কে শুনে কার কথা। নারায়নগঞ্জে বিএনপির বির্তকিত নেতারা হাইকমান্ডের নির্দেশের তোয়াক্কা না করেই নিজেদের আখের গুছাতে বারবার হাইকান্ডকে অমান্য করে যাচ্ছে। বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণকে নিয়ে গণমাধ্যমে তার কৃতকর্মের সংবাদ প্রকাশিত হলেও দল তার ব্যপারে রহস্যজনক কারণে এখনো কোন ব্যবস্থা নেয়নি। এই নেতা মদনপুর এলাকাকে প্রায় জিম্মি করে রেখেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। কিন্তু তার কাছে ফোন করলে তিনি ফোন রিসিভ করেন না। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের দোসরদের সঙ্গে বিএনপির কোনো আতাঁত নেই। আর তাদের দোসররা যেন খোলস পাল্টাতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। ভয়ংকর ফ্যাসিবাদী দুঃশাসনের প্রতীক হিসেবে শেখ হাসিনাকে উল্লেখ করেন রিজভী বলেন, বহুধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত মাস্টারপ্ল্যান চলছে। জুলাই শহীদদের রক্ত যেন বৃথা না যায়। রিজভী বলেন, নিউইয়র্কে অন্তর্বতী সরকার দক্ষতা দেখাতে পারলে ফ্যাসিবাদের দোসররা এমন কর্মকা- ঘটানোর সাহস পেত না। সরকার কার্যকর পদক্ষেপ না নেওয়ায় দোসরদের প্রেতাত্মারা দেশে নামতে পারছে, বিদেশের মাটিতে কার্যক্রম চালাচ্ছে। তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) এখনও অর্থ লুটপাটকারীদের টাকা দেশে ফেরত আনতে পারেনি, বিচারও করতে পারেনি। তিনি অভিযোগ করে বলেন, দুদক দৃশ্যমান নয়, অথর্ব হিসেবে কাজ করছে। রিজভী বলেন, বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার শুরু হয়েছে। এখনও ষড়যন্ত্র চলছে জানিয়ে বিএনপির অন্যতম এই সিনিয়র নেতা নেতাকর্মীদের ঐকবদ্ধ থাকার আহ্বান জানান। তৃণমূলের মাধ্যমে দল এমনভাবে সুসংহত করতে হবে যেন জনগণ ধানের শীষে ভোট দেয়। আর যারা দলের নাম ভাঙ্গিয়ে দলের বদনাম করেছে বা করছে তাদের দল ছাড় দেবে না।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা