আজ শনিবার | ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ১২ আশ্বিন ১৪৩২ | ৪ রবিউস সানি ১৪৪৭ | সন্ধ্যা ৬:১৮

আ’লীগের ইন করার পায়তারা

ডান্ডিবার্তা | ২৭ সেপ্টেম্বর, ২০২৫ | ৬:৪৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে বার বার নিষিদ্ধ আওয়ামীলীগ প্রবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর তাদের কিছু নেতা নিজ দলে অনুপ্রবেশ ঘটিয়ে তাদের এ সুযোগ করে দিচ্ছে। দেড় বছরে অনেক আওয়ামী দোসর বিভিন্ন দলে অনুপ্রবেশ করেছে। শুধু অনুপ্রবেশ করেই ক্ষান্ত হয়নি তারা দলে অনুপ্রবেশ করে পদও বাগিয়ে নিয়েছে। রাতারাতি তারা বোল পাল্টিয়ে বিএনপি সেজে গেছে। যার দেড় বছর আগও বিএনপিতে পেলে তুলোধনু করত এখন তারা বিএনপির বড় নেতা বনে গেছেন। আর এ সুযোগ তারা তাদের আখের গুছাতে ব্যস্ত রয়েছে। বর্তমানে বিএনপির অনেক বির্তকিত নেতা আওয়ামী দোসরদের দলে অনুপ্রবেশ ঘটিয়ে যৌথভাবে চাঁদাবাজি, দখলবাজি চালিয়ে বিএনপিকে বির্তকিত করেই চলেছে। এসক বির্তকিত কতিপয় বিএনপি নেতার আস্কারায় নারায়ণগঞ্জ, বন্দর ও রূপগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ঝটিকা মিছিল করার সাহস পাচ্ছে আর প্রশাসনকে চ্যালেঞ্জ করে চলেছে। এ চিত্র শুধু নারায়ণগঞ্জে নয় সারা দেশেই। আর আওয়ামী দোসররা অস্থরতা সৃষ্টির জন্য এখন সব চেয়ে বেশী রাজধানীকে বেছে নিয়েছে। সম্প্রতি রাজধানীতে বেশ কয়েকটি ঝটিকা মিছিল করে রাজনীতির নজরে আসার চেষ্ট চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে সারা দেশে ৫ শতাধিক আওয়ামী নাশকতার চেষ্টাকারীকে গ্রেফতার করেছে। এর আগে বন্দরের মদনপুরে ছাত্রলীগের নামে মোটরসাইকেল মিছিল করেছে আওয়ামী দোসররা। এর পর নারায়ণগঞ্জ ও রূপগঞ্জেও ঝটিকা মিছিল করে। সর্বশেষ গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগের ফেসবুক পেইজে শোডাউনের ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওর ক্যাপশনে লেখা হয় নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের অন্তর্গত রূপগঞ্জ উপজেলার উদ্যোগে স্বৈরাচার ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে মোটরসাইকেল শোডাউন। ভিডিওতে দেখা যায়, ৯টি মোটরসাইকেলে ১৯ থকে ২০ জন ব্যক্তিকে আওয়ামী লীগের স্লোগান দিতে দেখা যায়। সেখানে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রূপগঞ্জের মাটি ছাত্রলীগের ঘাটি। এভাবে অরাজকতা সুৃষ্টি করে আওয়ামীলীগ পুনরায় দেশে ইন করার পায়তারা করছে। এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মতামত হলো, আওয়ামীলীগের খুব অল্প সময়ের মধ্যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এ জন্য আওয়ামীলীগ এমন একটি মিশন হাতে নিয়েছে যে, আওয়ামীলীগের কিছু বাছাই করা নেতাদের বিএনপিসহ বিভিন্ন দলে অনুপ্রবেশ করানো। তারা বিভিন্ন দলে গিয়ে আওয়ামীলীগের হয়ে কাজ করবে। আর বিএনপিসহ অন্যান্য দলকে বির্তকিত করবে। সেই ফাঁদে পা দিয়ে নারায়ণগঞ্জে বিএনপির অনেক নেতা এখন বির্তকে জড়িয়ে পড়েছে। আর আওয়ামীলীগ বিএনপির ঐসকল নেতাদের বেছে নিয়েছে যারা আওয়ামীলীগ আমলে বিএনপি সুবিধাবাদী নেতারা তাদের সাথে আতাঁত করেছিল। সেই আতাঁতের সুযোগ নিচ্ছে এখন আওয়ামীলীগ। নয়তো আওয়ামীলীগ বারবার নারায়ণগঞ্জসহ দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে চলেছে আর বিএনপি এ বিষয়ে কোন প্রতিক্রীয়া দেখাচ্ছে না। সব দায় দিচ্ছে অন্তবর্তি সরকারের উপর। এছাড়া বর্তমানে রহস্যজনক কারণে প্রশাসনের তেমন নজরধারী না থাকায় আওয়ামী দোসররা তাদের মিশন বাস্তবায়নে কাজ চালিয়ে যেতে পারছে। আওয়ামীলীগের এখন প্রধান মিশন হলো দেশে নাশকতার মূলক পরিবেশ সৃষ্টি করে দেশে অস্থিরতা তৈরী করে অন্তবর্তি সরকারকে বির্তবিকত করে বিদায় করে তারা অনায়াসে যাতে দেশে প্রবেশ করতে পারে। এ মিশনের অংশ হিসাবে আওয়ামী দোসররা জটিকা মিছিলের পথ বেছে নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এতে এখনই না থামানো গেলে সামনে জনগণের কঠিন পরিস্থিতির সম্মুখিন হতে হবে। যদি কোন অবস্থায় আওয়ামীলীগ ফিরে আসে তা হলে দেশে রাজনৈতিক নেতাদের গণহত্যার মত পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। তাই এদের আর সুযোগ দেয়া যাবে না। এখনই অনুপ্রবেশকারীদের দল থেকে বের করে দিয়ে তাদের আইনরে হাতে তুলে দিয়ে বিচারের সম্মুখিন করতে হবে। সেই সাথে তাদের যারা সহায়তা করেছে তাদেরও দল থেকে বের করে দিয়ে তাদের বিরুদ্ধে আইননী ব্যবস্থা উচিৎ বলে মনে করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা