আজ বুধবার | ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ৯ আশ্বিন ১৪৩২ | ১ রবিউস সানি ১৪৪৭ | রাত ৯:৫৭

সবুজ সংকেত পেতে মাঠে প্রার্থীরা

ডান্ডিবার্তা | ২৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:৪৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে বিএনপির সম্বাব্য প্রার্থীরা ইতিমধ্যে নির্বাচনী মাঠে নামতে শুরু করেছেন। সোনারগাঁয়ে নির্বাচনী মাছ চষে বেড়াচ্ছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন। বিএনপির পক্ষে নির্বাচনী মাঠে তাকেই বেশী তৎপর দেখা যায়। তিনি সোনারগাঁ ও ফতুল্লার ২টি আসনেই তার তৎপরতা বজায় রেখে চলছেন। তবে তার কথা হলো দল যাকে মনোনয়ন দেয় তার পক্ষেই কাজ করতে হবে। এ জন্য তিনি দলের হয়ে বিএনপিকে চাঙ্গা করে যাচ্ছেন। এদিকে বিএনপির সবুজ সংকেতের আশায় সকলেই বিভিন্ন সমাজিক কাজে নিজেদের নিয়োজিত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা সবুজ সংকেতের আশায় অনেকে মাঠ দাবড়িয়ে বেড়াচ্ছেন। সবচেয়ে বেশী সোনারগাঁয়ে নির্বাচনী হাওয়া বইছে। দলের সবুজ সংকেতের আশায় সিনোরগাঁয়ে সাবেক মন্ত্রী অধ্যাপক রেজাউল করিম, সোনারগাঁ বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, শিল্পপতি মোজাহিদ মল্লিক বেশী মাঠে রয়েছেন। তবে আরো যারা বিএনপির মনোনয়ন প্রত্যাশা করেন তাদের তেমন তৎপরতা চোখে পড়ছে না। আর এগিকে মুহাম্মদ গিয়াস উদ্দিন প্রতিদিন সোনারগাঁয়ে তার নির্বাচনী তৎপরতা চালাচ্ছেন। কোথায়ও গণসংযোগ আবার কোথায়ও পথসভা ও সমাবেশ করে চলেছেন। আর সবকিছু কেন্দ্রের সবুজ সংকেত পাওয়ার আশায়। নারায়ণগঞ্জে অনেকে আবার বলেও বেড়াচ্ছেন তারা নাকি দলের সবুজ সংকেত পেয়েছেন। তাই তারা তেমন মাঠে নামছেন না। এদিকে দলের সবুজ সংকেট পাওয়ার জন্য গত সোমবার নারায়ণগঞ্জের এক শিল্পপতি বিএনপিতে আনুষ্ঠানিক ভাবে যোগ দিয়েছেন। তিনিও বিএনপির টিকেট পাওয়ার আশায় বিভিন্ন সভা সমাবেশ করে চলেছেন। বিভিন্ন স্থানে অনুদান, বিশাল দাওয়াত খাওয়ানোরও কাজও সেরে ফেলেছেন। সবাই চায় বিএনপির হালুয়া রুটি খেতে। এছাড়া নারায়ণগঞ্জ বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা পদ পদবীর দোহাই দিয়ে মাঠে রয়েছেন দলীয় টিকেট পাওয়ার আশায়। শুধু তাই নয় দলীয় টিকেট ছিনিয়ে আনার হুমকিও দিয়ে যাচ্ছেন কতিপয় নেতার অনুসারিরা। তবে এখনো বিএনপি কাউকে সবুজ সংকেত দেয়নি তা নিশ্চিত করেছে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার¤্রান তারেক রহমান সম্ভাব্য প্রার্থীদের সাথে কথা বলে দলের মনোনয়ন নিশ্চিত করবেন। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আসনে বা কোনো প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হয়নি। রিজভী বলেন, বিভিন্ন গণমাধ্যমে বিএনপি প্রার্থীদের সবুজ সংকেত দিচ্ছে-এমন সংবাদ মনগড়া ও ভিত্তিহীন। নেতাকর্মীদের বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকতে হবে। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে দলের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, বিএনপি নির্বাচন নিয়ে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। নির্ধারিত সময়ে দলের প্রক্রিয়া অনুযায়ী যাচাই-বাছাই করে, যোগ্য ও জনস্বীকৃত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। প্রার্থী মনোনয়নের বিষয়ে রিজভী বলেন, দলের পার্লামেন্টারি বোর্ডই প্রার্থী বাছাইয়ের দায়িত্বে থাকে এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে বিবেচিত হয়। তফসিল ঘোষণার আগ পর্যন্ত কারও নামে কোনো প্রকার অনুমানভিত্তিক বা গুজব সংবাদে কান না দিয়ে দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষা করতে সারা দেশের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা