
শিরিনা আক্তার রীনা
ঘর থেকে বেড় হবার সময় বললে ,
আজ বিকেল নিয়ে কিছু একটা লিখতে।
ভাবছি তোমার কথাই লিখে ফেলি।
ধরো আজ বিকেলটায় তুমি আর আমি ।
দু‘জনেই বসে আছি খোলা আকাশের নিচে,
পশ্চিমে সূর্য অস্ত্র যাচ্ছে রক্তিম রঙে।
ঠিক যেন আমার সিথীর সিঁদুর আর
কপালে সিঁদুরের লাল টিপটার মতো লাল টকটকে ।
তোমার হাতের মুঠোয়, আমার ডান হাতটা,
আর আমার কাঁধ ছুঁয়ে ঠিক গলায় তোমার মুখ।
অসাধারণ আবেগ আর ভালোবাসার মিশ্রণ
আকাশ আর মাটিতে ।
সূর্য রঙ ছড়াচ্ছে আকাশে , আর
তুমি প্রেম ছড়াচ্ছো আমাতে।
ছোট্ট একটা ঘাস ফুল নিয়ে ছুঁয়ে যাচ্ছো
আমার গালে ,ঠোঁটে, থুতনিতে আর গলায় ।
ইশশশশশশশ
কতো ভালোবাসা এই ছোট্ট ঘাস ফুলটিতে।
তোমার চোখে তাকিয়ে আমি স্বর্ণ সুখ
অনুভব করতে পারি।
আমার স্বর্ণ যে তোমাতেই,
তোমার বুকে মাথাটা রাখতেই মনে হলো!
এই বুকটা ছাড়া আমার নিরাপদ আশ্রয় কোথায়?
এতো ভালোবাসা, ভরসা আর বিশ্বাস কোথায় পাবো?
বিধানে আছে আগে পরে যাওয়ার ।
স্রষ্টার কাছে প্রার্থনা ,আমি যেন
তোমার আগেই এই দেহ ত্যাগ করি।
আমার চিতায় যেন মুখ আগ্নী তুমি ই করো।
শেষ পরশটুকু ও যেন তোমার ই থাকে।
এমনটা ভাবতে ভাবতে চোখে জল এসে গেলো।
আর তুমি শিশির বিন্দুর মতো সেই জলটুকুন
খেয়ে নিলে মূহুর্তে পরম তৃপ্তিতে।
আমি ছাড়া তুমি পারবে তো থাকতে?
আমি পারবো না তুমি ছাড়া থাকতে।
তাই তো আগে যাওয়ার প্রার্থনা ।
ভাঙা মন্দিরের পিছনে যে
পুকুর পাড়ের সিঁড়ি আছে ।
সেখানে ছড়িয়ে আছে আমাদের
অনেক ভালোবাসা আর প্রেমময় স্মৃতি ।
আমি যখন থাকবো না ,
তুমি সেখানটাতেই যেও।
সেখানে আমার শরীরের গন্ধ আর স্পর্শ পাবে।
তোমাকে ছুঁয়ে বলে গেলাম ।
আবার যদি জন্ম থাকে ,তোমার হয়েই আসবো।
আর তোমার বুকেই থাকবো,
অনেক প্রেম ও ভালোবাসায় ।
এই
চলো তো চা খাই গিয়ে !
তোমার দু‘চোখ জলে ভরে গেছে।
বোকা ,
এখনও তো আছি আমি তোমার ?
যখন থাকবো না তখনকারটা তখন।
মিষ্টি চুমু দিয়ে ওঠে হাঁটা শুরু
করলাম বাড়ির দিকে।
এই হলো বিকেলের লেখা,তোমার জন্য ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯