আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সকাল ৯:০৫

আজকের বিকেল

ডান্ডিবার্তা | ৩০ ডিসেম্বর, ২০২৩ | ১:১৯ পূর্বাহ্ণ

শিরিনা আক্তার রীনা

 

ঘর থেকে বেড় হবার সময় বললে ,

আজ বিকেল নিয়ে কিছু একটা লিখতে

ভাবছি তোমার কথাই লিখে ফেলি

ধরো আজ বিকেলটায় তুমি আর আমি

দুজনেই বসে আছি খোলা আকাশের নিচে,

পশ্চিমে সূর্য  অস্ত্র  যাচ্ছে রক্তিম রঙে

ঠিক যেন আমার সিথীর সিঁদুর আর

কপালে সিঁদুরের লাল টিপটার মতো লাল টকটকে

তোমার হাতের মুঠোয়, আমার ডান হাতটা,

আর আমার কাঁধ ছুঁয়ে ঠিক গলায় তোমার মুখ

অসাধারণ আবেগ আর ভালোবাসার মিশ্রণ

আকাশ আর মাটিতে 

সূর্য রঙ ছড়াচ্ছে আকাশে , আর

তুমি  প্রেম ছড়াচ্ছো আমাতে

ছোট্ট একটা ঘাস ফুল নিয়ে ছুঁয়ে যাচ্ছো

আমার গালে ,ঠোঁটে, থুতনিতে আর গলায়

ইশশশশশশশ

কতো ভালোবাসা এই ছোট্ট ঘাস ফুলটিতে

তোমার চোখে তাকিয়ে আমি স্বর্ণ সুখ

অনুভব করতে পারি

আমার স্বর্ণ  যে তোমাতেই,

তোমার বুকে মাথাটা রাখতেই মনে হলো!

এই বুকটা ছাড়া আমার নিরাপদ আশ্রয় কোথায়?

এতো ভালোবাসা, ভরসা আর বিশ্বাস কোথায় পাবো?

বিধানে আছে আগে পরে যাওয়ার

স্রষ্টার কাছে প্রার্থনা ,আমি যেন

তোমার আগেই  এই দেহ ত্যাগ  করি

আমার চিতায় যেন মুখ আগ্নী তুমি করো

শেষ পরশটুকু যেন তোমার থাকে

এমনটা ভাবতে ভাবতে চোখে জল এসে গেলো

আর তুমি  শিশির বিন্দুর মতো সেই জলটুকুন

খেয়ে নিলে মূহুর্তে পরম তৃপ্তিতে

আমি ছাড়া তুমি পারবে তো থাকতে?

আমি পারবো না তুমি ছাড়া থাকতে

তাই তো আগে যাওয়ার প্রার্থনা

ভাঙা মন্দিরের পিছনে  যে

পুকুর পাড়ের সিঁড়ি আছে

সেখানে ছড়িয়ে আছে আমাদের

অনেক ভালোবাসা আর প্রেমময় স্মৃতি

আমি যখন থাকবো না ,

তুমি সেখানটাতেই যেও

সেখানে আমার শরীরের গন্ধ আর স্পর্শ পাবে

তোমাকে ছুঁয়ে বলে গেলাম

আবার যদি জন্ম থাকে ,তোমার হয়েই আসবো

আর তোমার বুকেই থাকবো,

অনেক প্রেম ভালোবাসায়

এই

চলো তো চা খাই গিয়ে !

তোমার দুচোখ  জলে ভরে গেছে

বোকা ,

এখনও তো আছি আমি তোমার ?

যখন থাকবো না তখনকারটা তখন

মিষ্টি চুমু  দিয়ে  ওঠে হাঁটা শুরু

করলাম  বাড়ির দিকে

এই হলো বিকেলের লেখা,তোমার জন্য




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা