
জাহাঙ্গীর ডালিম
পঁয়ত্রিশ উর্ধ্ব শিক্ষিত বেকার যুবক আবু। শহরের সামান্য এক শতক ভিটেয় মাথা গোঁজার ঠাঁই।সে
চাকরির জন্য বহু চেষ্টা করেও ব্যর্থ হয়ে দুচোখের জলে অর্জিত সার্টিফিকেট ভিজিয়ে জীবন ও পেটের তাগিদে
নেমে পড়ে এই ধান্ধার পথে। বাড়িতে বৃদ্ধ মা বাবা ওছোট ভাইবোনেরা চেয়ে থাকে তার মুখের পানে।
আজ সন্ধ্যায় ধান্দা করার উদ্দেশ্যে ঢুকে পড়ে শহরে মহিদ সাহেবের বাসায়।মুহিদ সাহেব রাগত স্বরে প্রশ্ন
করে"তুমি কে?আর আমার বাসায় ঢুকলে কি করে?আবু মিথ্যা কথা সুন্দর করে সাজিয়ে বলে"চাকরির
আশায় এই শহরে এসেছে। মামার বাসা মহম্মদপুর যাচ্ছিল। ছিনতাইকারী তার পিছু নিয়েছিল তাই দৌড়ে
এইবাসায় ঢুকে পড়েছে।"মুহিদ সাহেব চাকরকে নির্দেশ দিলেন, ছেলে টা কে বের করে দিয়ে গেটে তালা
লাগাতে।
আবু কাঁদো কাঁদো গলায় মুহিদ সাহেব এর পা ধরে বললো"আমাকে শিকল দিয়ে বেঁধে রুমে তালা বদ্ধ করে
রাখুন তবু এ রাতে আমাকে রাস্তায় তুলে দেবেন না"। গিন্নীর অনুরোধে তিনি মন নরম করে। ছেলে টাকে
তালাবদ্ধ করে রাখা হলো রূমে।
এই ধনীপরিবারে তিনটি প্রাণীর বাস। মহিদ সাহেব, তার স্ত্রী এবং উনাদের একমাত্র মেয়ে লীমা।লীমার মা
একলা ঘরে বসে কি যেন ভাবছেন। চিন্তা টা এখান থেকে ঊনপঞ্চাশ বছর আগের।৭১'এর যুদ্ধের সময়।
শহরে কার্ফু চলছে। বাংলার দামাল ছেলেরা গুলি ও মৃত্যুর ভয় না করে মুক্তি যুদ্ধে নাম লিখিয়ে ভারতে
বিহার প্রদেশে চাকুলীয়ায় ট্রেনিং নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।আকাশ এবাড়ির একমাত্র আদুরে ছেলে।সেও
কারো বাঁধা মানেনি।মা বাবা কে কাঁদিয়ে মুক্তি যুদ্ধে নাম লিখিয়ে যুদ্ধ করেছিল মাতৃভূমি স্বাধীনতার
জন্য।সে আর ফেরেনি, মায়ের অশ্রু আর থামেনি। এখনো পথপানে চেয়ে থাকে ছেলের অপেক্ষায়। এই ছেলে
টার মুখ আর আকাশের মুখ একি রকম।
বুয়া ভোরবেলা ডাকদেয়"ওসাব ও আম্মা ও আপা,আহেন
দেখ্যা যান,সবচুরী হয়্যা গেছে।হেই ছেলেডা রুমে নাই।"
মুহিদ সাহেব অবাক হয়ে যায়। হাত-পা বাঁধা। ছেলে টা চুরি করলো কিভাবে। গিন্নি কে বলে চলো থানায়
যেয়ে জিডি করেআসি। গিন্নি বলে না,ও চুরি করেনি। আমি ওকে সব দিয়ে বিদায় করে দিয়েছি।সে আমার
আকাশের মত দেখতে। মনে হলো কয়েক যুগ পরে আমার আকাশ ফিরে এসেছে। তাকে দেখে আমার মায়া
লেগেছে।
এই বলে আছিয়া বেগম স্বামীর বুকে মাথা রেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯