
শিরিনা আক্তার রীনা
প্রতিটা মানুষ কোন না কোন দিক দিয়ে ভীষণ অভাবী।কারো অর্থের অভাব, কারো মানসিক শান্তির অভাব।কারো একজন একান্ত তুমি’র অভাব,কারো ভালবাসার অভাব, কেউ সারারাত জেগে থাকে একটু খানি ঘুমের জন্য, তার চোখ ঘুমহীন,তার ঘুমের অভাব,অনেক প্রতিপত্তি সম্পদশালী শিল্পপতি আছেন কিন্তু সুখ নেই মনে তাদের সুখের অভাব,মিথ্যে হাসি মুখে সাজিয়ে এমন অনেকে বেঁচে আছে আমাদের চারপাশে, কারো কারো জীবনের একটা সত্যি সুখের হাসির অভাব, এমন নানা অভাবেও মানুষ বেঁচে থাকে বেঁচে থাকতে হয়।হউক না সেই হাসিটা মিথ্যে তবুও হাসতে হবে আর এটাই জীবন।
ভালবাসা সুন্দর সবাই বলে গল্প,কবিতা, উপন্যাস ও সিনেমায়…কিন্তু “ভালবাসা কোথায় সুন্দর ” সেটা কি জানো? ভালবাসা সেখানেই সুন্দর, যেখানে একজন আরেক জনকে সম্মান করে, একজন আরেক জনের মতামতের গুরুত্ব দেয়। একজন আরেক জনের চোখ ও মুখপানে চেয়ে আঙ্গুল তুলে কথা বলে না। একে অপরকে শ্রদ্ধাকরে, ভালবাসা সেখানেই সুন্দর। আমাদের অনেক টাকা পয়সা নেই তবে আমরা সুখী এ কথা দিনরাত্রির মতো সত্য। শত অভাবেও একে অপরের প্রতি যথেষ্ট যত্ন ও শ্রদ্ধাশীল।ছোট ছোট স্বপ্ন দেখি দু’জনে একসাথে, সেই স্বপ্ন পূরণ করারও চেষ্টা করি একসাথে। তেমনই অনেক কাঙ্খিত একটা স্বপ্ন পূরন ও বাস্তবায়নে বেড়িয়ে পড়লাম আমরা দু’জনে।
স্বপ্নের সেই নিঝুম দ্বীপভ্রমনে, যেখানে আমাদের হাজারো স্বপ্ন ও প্রেম দিয়ে ভরে আছে সমগ্র দ্বীপময়।দু’জনে বুক ভরা ভালবাসা আর অঢেল প্রেম, এলোমেলো মন নিয়ে হাত ধরে পথচলা। চোখে চোখ রাখা আর অবিরাম মুঠো ফোনে ছবি তোলা। তুমিই বলো, এত প্রেম কি আমাদের প্রত্যাশা ছিল? এই শুনছো…… কি করছো……আসোনা আমার কাছে, পাশে বসো, আমার হাত ধরে কথা বলো।আমাকে সময় দাও দ্বীপগহিনে আমি তোমাকে নিবিড়ভাবে উপলব্ধি করতে চাই…আরো আপন করে অনেক আপন।যেমনটা চেয়ে ছিলাম দ্বীপে আসার আগে।আমরা বেড়িয়ে ছিলাম আমাদের স্বপ্নগুলো পূরন করব বলে।নিঝুম একটা দ্বীপ জনমানব শূন্য, চারিপাশ নিশ্চুপ আর একলা একাকি। দু’জনে শুধু একলা দ্বীপে বসবাস। আমরা দু’জন ছাড়া কেউ নেই দ্বীপে, সমস্ত দ্বীপ জুড়ে তুমি আর আমি।ঠিক যেন নিজেদের নিজের মত করে যখন তখন হাতের কাছে পাওয়া। সময়ে অসময়ে হাতছানি দিয়ে যায় ভালবাসা। প্রেম পিপাসু মন আর শরীর আকর্ষণ করে দু’জন দু’জনকে। বিয়ের পর আমাদের প্রথম বাইরে কোথাও বেড়াতে আসা ।হানিমুনের প্রত্যাশা নিয়েই আসা হানিমুন হলো সঙ্গে নতুন নতুন অভিজ্ঞতাও।তোমার মাঝে পেয়ে গেলাম অনেকগুলো মানুষকে একসঙ্গে,একজন আদর্শ স্বামী, চঞ্চল ও প্রানবন্ত একজন প্রেমিক, ভালো একজন বন্ধু, দক্ষ গাইড ও সর্বক্ষণের দেহরক্ষী, সুপার ডুপার ফটোগ্রাফার, প্রতিটা মুহুর্ত রোমাঞ্চকর ও রোমান্টিকতায় একাকার।সবচেয়ে বেশি আমাকে সুখ দেয় তোমার ছোট ছোট যত্নে ভরা ভালবাসা। মাথার উপরে কাঠফাটা রোদে আমি যখন ক্লান্ত তখন কি আদরে আইসক্রিম এনে মুখে তুলে দিলে সত্যিই স্বর্গের সুখ আর তৃপ্তি ছিল ঐ আইসক্রিমে।দ্বীপময় যেন আমাদের প্রেমে মিলেমিশে একাকার।আমি তোমার এতো প্রেমে নিজেকে বারবার নতুন করে খুঁজে পাই নিজের মধ্যে আর মনে এমন সব কতকথা বলে চলি একা একা নিরিবিলি।
অনেক নারীকেই বলতে শুনেছি, “নারী তার বাবার রাজকন্যা হয়েই থাকে।” কথাটা সম্পুর্ন ভুল।
তুমি যদি তোমার জীবনে একজন উত্তম পুরুষ নির্বাচন করতে পারো, যদি ভাগ্যক্রমে তোমার জীবনে এমন একজন সঠিক পুরুষ আসে, তবে মনে রেখো তুমি ওই পুরুষের কাছে মহারানী হয়ে থাকবে আজীবন।
সঠিক পুরুষের ভালোবাসা ভীষণ সুন্দর। তারা তাদের শখের নারীর প্রতি খুব যত্নশীল হয়!আর জীবনের চেয়েও বেশি ভালোবাসে।তাই দুজনকেই দুজনের যত্ন নিতে হবে আর বুঝতে হবে জানতে হবে একে অপরকে।তাতেই সুখ তাতেই শান্তি।।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯