আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | বিকাল ৩:১৪

রঙিন কাগজের নৌকা

ডান্ডিবার্তা | ২৭ জানুয়ারি, ২০২৪ | ১১:৫৬ পূর্বাহ্ণ

জাহাঙ্গীর ডালিম

 আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। নীল রঙের আকাশটাকে কেউ যেন ঘন কালো আস্তরণে ঢেকে দিয়েছে। আর্ট কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র রঙ্গন প্রতিদিনের ন্যায় আজও সকাল সকাল ঘুম থেকে উঠে কলেজে যাওয়ার জন্য প্রস্তুত।

— ” মা, আমি আসছি। আজ আমার ফিরতে একটু দেরি হবে। তুমি চিন্তা করো না যেন … ”

— ” সাবধানে যাস, বাবা। ওরে, ছাতা নিয়েছিস তো? ”

— ” হ্যাঁ মা, নিয়েছি। ”

— ” ঠিক আছে, বাবা। দুগ্গা দুগ্গা … ”

 

আজ রঙ্গন খুব খুশি। প্রায় ১২ বছর পর তার বাল্যকালের বান্ধবী তুলির সাথে আজ তার দেখা হবে। তুলি গতকাল কোলকাতায় ফিরেছে। তুলির যখন ১২ বছর বয়স, তখন হঠাৎ করেই তার বাবা কর্মসূত্রে সপরিবারে ব্যাঙ্গালোরে চলে গিয়েছিলেন। তুলির কোনো ঠিকানাও তখন রঙ্গনের জানা ছিলনা। দূরত্ব বাড়লেও রঙ্গনের মনের মণিকোঠায় শৈশবের স্মৃতিগুলো আজও অম্লান। কয়েক বছর ধরে ফেসবুকের মাধ্যমে তাদের পুণরায় কথোপকথন হচ্ছে।

 

দুপুর দেড়টা নাগাদ মুষলধারে বৃষ্টি শুরু হল। এদিকে সময় যত অগ্ৰসর হতে থাকে রঙ্গনের হৃদস্পন্দন ততই বাড়তে থাকে। সে মনে মনে ভাবতে থাকে, ” আর মাত্র কিছু সময়ের অপেক্ষা …

তবে আজই কি আমি ওকে আমার মনের কথা বলবো? যে কথা এত বছর ধরে মনের গহীনে লুকিয়ে রেখেছি। কিন্তু, ও যদি রাগ করে … ”

 

কলেজ ছুটির পর রঙ্গন ছাতা মাথায় প্রিন্সেপ ঘাটের গঙ্গাপাড়ে বসে তুলির জন্য অপেক্ষা করতে থাকে। এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। রঙ্গনের মনে পড়ে যায় শৈশবের স্মৃতিগুলো — এমন বৃষ্টি হলে সে আর তুলি রঙিন কাগজের নৌকা বানিয়ে জলে ভাসিয়ে দিত। কত সুন্দর ছিল সেই দিনগুলো! এমন সময় হঠাৎ করে পিছন দিক থেকে এসে কেউ যেন তার চোখ দুটো একহাত দিয়ে চেপে ধরল। কিছুক্ষণ পর চোখ খুলতেই সে দেখল, বৃষ্টির জমা জলে ভাসমান একটি রঙিন কাগজের নৌকা এবং তাতে বড়ো বড়ো করে লেখা —  ” কিরে বুদ্ধুরাম, তুই কি কিছু  বলবি না এখনও চুপ করেই থাকবি? ”

 

 

(দৃষ্টি আকর্ষণ  : ভুলবসত গত সংখ্যায় শনিবার  অণুগল্প  রিকশাওয়ালার মেয়ে গল্পে র লেখকের নাম যায়নি।  দু:খিত  আমরা – গল্পের  লেখকের নাম হবে,  জাহাঙ্গীর ডালিম)




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা