
শিরিনা আক্তার রীনা
কোন এক গোধূলী বেলায় তোমার সঙ্গে চলন্ত বাসে দেখা। কেউ কাউকে চিনিনা কোনদিন স্বপ্নেও দেখিনি।আমি সিট না পেয়ে দাড়িয়ে আছি অনেকক্ষণ ।খুব ভদ্রলোকের মতোই সিটটা ছেড়ে দিয়ে বসতে জায়গা করে দিলে আমাকে।সেই থেকে সারা রাস্তা টুকটাক কথা আর নাম ঠিকানা জানা।একসময় মোবাইল নাম্বার আদান প্রদান করা থেকে শুরু করে বাড়ি পৌছানো পর্যন্ত খুঁজখবর নেওয়া।আর এমন একটু একটু করে একটা সম্পর্কে চলে এলাম দুজনে। বেশ চলছে আমাদের সময় ও দিনকাল।কিন্ত কি যেন কম লাগছে আজকাল আমাদের দুজনের কথোপকথনে যেমন অনেক মজাদার খাবারে লবনের কমতির মতোই, হঠাৎ করেই অনেক চাওয়া মানুষের পরিবর্তন অনায়াসে চোখে পড়ে যায়।
তার কথা বলার ঢং আর এরিয়ে যাওয়ার বাহানাটাও বুঝতে বাকি থাকে না যে মানুষ আর আগের মতো আমার নেই। আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তবে খুব কৌশলে। আমাকে বুঝতে দিচ্ছেনা যোগাযোগ, খবরাখবর সব ঠিক রাখছে তবে অন্য রকম করে।কেউ কাউকে ভালোবাসলে আর গভীর সম্পর্কে জরিয়ে গেলে তার হারিয়ে আর প্রয়োজন ফুরিয়ে যাওয়াটাও বুঝতে পারে।কারন প্রেমিক প্রেমিকার চোখের দৃষ্টি শক্তি অনেক প্রখর। অসুস্থতার নাম করে,ব্যস্ততার বাহানা করে সাংসারিক যতশত সমস্যা দেখিয়ে সময় আর সুযোগ বুঝে দুরত্ব তৈরি করাকে কি বলবো?বিয়ে তো করনি এখনো তাহলে এতো সমস্যা কিসের তোমার? তুমিই বলো না? আসলে বিজ্ঞরা ঠিকই বলেছেন সত্যি ও সঠিক ভালোবাসা ৯০ থেকে ১০০ দিনের বেশি থাকে না।প্রেম প্রথম তিন মাস যে আনন্দ, সুখ আর আকাশ কুসুম স্বপ্ন দেখায় তিনমাস পর থেকে তা আস্তে আস্তে নিস্তেজ হতে থাকে।হারিয়ে যেতে থাকে প্রেমিক প্রেমিকার চোখের ভাষা,ফুরিয়ে যেতে থাকে ভালোবাসার গল্পময় কথোপকথন। সেই মর্মান্তিক আকর্ষণ ও আর কাছে টানে না।আজ তাই সত্যিরুপে সামনে এসে দাড়িয়েছে।আজকাল আমরাও ঐ সমস্ত প্রেমিক প্রেমিকাদের মতো হয়ে গেছি কারন তিন মাস তো কেটে গেছে আমাদের প্রেমের সময়সীমা ও।
আমার কষ্ট তো তুমি হারিয়ে যাচ্ছ সেখানে নয়,আমার কষ্ট হচ্ছে এই ভেবে তুমি এতো তারাতারি আমাকে ছেড়ে দিলে? জান জান বলে ডাকা জান কি আজ বেজান হয়ে গেছে? এখন সময় কাটে কি করে তোমার? রাত্রি জাগো কার সঙ্গে কথা বলে?কখন কি করতে হবে,কি পড়তে হবে,কোন কোন সমস্যার কি সমাধান হলে ভালো হবে এখন কার সাথে আলোচনা করো?এখন আর অসহায়, একাকিত্ব লাগে না তোমার? শোন নিষ্ঠুর আর নির্দয় প্রেমিক পুরুষ, ভালোবাসার কোন রং নেই তবুও প্রেম সবসময় রঙিন হয়..।ভালোবাসার কোন আকার নেই, তবুও ভালোবাসা সুন্দর হয়..।ভালোবাসার কোন ঘর নেই, কারন ভালোবাসার ঘর তো মনের মধ্যেই স্থাপিত হয়..। দামি উপহার দেওয়া আর মিষ্টি মিষ্টি কথা বলাকে ভালোবাসা বলে না, ভালোবাসা হলো কে কার জন্য কতোটা ত্যাগ স্বীকার করতে পারে।তোমার সঙ্গে কোন বুঝাপড়া কিংবা ঝগড়া করবো না। তোমার পা জরিয়ে ভালোবাসা ভিক্ষা ও চাইবো না।তোমাকে কেন অভিযোগ বা অভিশাপ ও দিবো না। তোমার প্রতি আমার ভালোবাসা ও কমিয়ে দিবো না।এটাই আমি আর আমার ভালোবাসা। আজ ভালোবাসা দিবসে তোমার জন্য আমার এই ছোট্ট প্রয়াস নিলে নিও না নিলেও কোন কষ্ট পাবো না।কারন আমার প্রতিদিনই ভালোবাসা দিবস নিদিষ্ট একটা দিন তো শুধু লোক দেখানো। এটা কে কি ভালোবাসা বলে না কি?
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯