আজ মঙ্গলবার | ৬ মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ৭ জিলকদ ১৪৪৬ | বিকাল ৫:২৯

আমার ভালোবাসা দিবস প্রতিদিন

ডান্ডিবার্তা | ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:৫৯ পূর্বাহ্ণ

শিরিনা আক্তার রীনা

কোন এক গোধূলী বেলায় তোমার সঙ্গে চলন্ত বাসে দেখা। কেউ কাউকে চিনিনা কোনদিন স্বপ্নেও দেখিনি।আমি সিট না পেয়ে দাড়িয়ে আছি অনেকক্ষণ ।খুব ভদ্রলোকের মতোই সিটটা ছেড়ে দিয়ে বসতে জায়গা করে দিলে আমাকে।সেই থেকে সারা রাস্তা টুকটাক কথা আর নাম ঠিকানা জানা।একসময় মোবাইল নাম্বার আদান প্রদান করা থেকে শুরু করে বাড়ি পৌছানো পর্যন্ত খুঁজখবর নেওয়া।আর এমন একটু একটু করে একটা সম্পর্কে চলে এলাম দুজনে। বেশ চলছে আমাদের সময় ও দিনকাল।কিন্ত কি যেন কম লাগছে আজকাল আমাদের  দুজনের কথোপকথনে যেমন অনেক মজাদার খাবারে লবনের কমতির মতোই, হঠাৎ করেই অনেক চাওয়া মানুষের পরিবর্তন অনায়াসে চোখে পড়ে যায়।

তার কথা বলার ঢং আর এরিয়ে যাওয়ার বাহানাটাও  বুঝতে বাকি থাকে না যে  মানুষ আর আগের মতো আমার নেই। আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তবে খুব কৌশলে। আমাকে বুঝতে দিচ্ছেনা যোগাযোগ, খবরাখবর সব ঠিক রাখছে তবে অন্য রকম করে।কেউ কাউকে ভালোবাসলে আর গভীর সম্পর্কে জরিয়ে গেলে তার হারিয়ে আর প্রয়োজন ফুরিয়ে যাওয়াটাও বুঝতে পারে।কারন প্রেমিক প্রেমিকার চোখের দৃষ্টি শক্তি অনেক প্রখর। অসুস্থতার নাম করে,ব্যস্ততার বাহানা করে সাংসারিক যতশত সমস্যা দেখিয়ে সময় আর সুযোগ বুঝে দুরত্ব তৈরি করাকে কি বলবো?বিয়ে তো করনি এখনো তাহলে এতো সমস্যা কিসের তোমার? তুমিই বলো না? আসলে বিজ্ঞরা ঠিকই বলেছেন সত্যি ও সঠিক ভালোবাসা ৯০ থেকে ১০০ দিনের বেশি থাকে না।প্রেম প্রথম তিন মাস যে আনন্দ, সুখ আর আকাশ কুসুম  স্বপ্ন দেখায় তিনমাস পর থেকে তা আস্তে আস্তে নিস্তেজ হতে থাকে।হারিয়ে যেতে থাকে প্রেমিক প্রেমিকার চোখের ভাষা,ফুরিয়ে যেতে থাকে ভালোবাসার গল্পময় কথোপকথন। সেই মর্মান্তিক আকর্ষণ ও আর কাছে টানে না।আজ তাই সত্যিরুপে সামনে এসে দাড়িয়েছে।আজকাল আমরাও ঐ সমস্ত প্রেমিক প্রেমিকাদের মতো হয়ে গেছি কারন তিন মাস তো কেটে গেছে আমাদের প্রেমের সময়সীমা ও।

আমার কষ্ট তো তুমি হারিয়ে যাচ্ছ সেখানে নয়,আমার কষ্ট হচ্ছে এই ভেবে তুমি এতো তারাতারি আমাকে ছেড়ে দিলে? জান জান বলে ডাকা জান কি আজ বেজান হয়ে গেছে?  এখন সময় কাটে কি করে তোমার? রাত্রি জাগো কার সঙ্গে কথা বলে?কখন কি করতে হবে,কি পড়তে হবে,কোন কোন সমস্যার কি সমাধান হলে ভালো হবে এখন কার সাথে আলোচনা করো?এখন আর অসহায়, একাকিত্ব লাগে না তোমার? শোন নিষ্ঠুর আর নির্দয় প্রেমিক পুরুষ, ভালোবাসার কোন রং নেই তবুও প্রেম সবসময় রঙিন হয়..।ভালোবাসার কোন আকার নেই, তবুও ভালোবাসা সুন্দর হয়..।ভালোবাসার কোন  ঘর নেই, কারন ভালোবাসার ঘর তো মনের মধ্যেই স্থাপিত হয়..। দামি উপহার দেওয়া আর মিষ্টি মিষ্টি কথা বলাকে ভালোবাসা বলে না, ভালোবাসা হলো কে কার জন্য কতোটা ত্যাগ স্বীকার করতে পারে।তোমার সঙ্গে কোন বুঝাপড়া কিংবা ঝগড়া করবো না। তোমার পা জরিয়ে ভালোবাসা ভিক্ষা ও চাইবো না।তোমাকে কেন অভিযোগ  বা অভিশাপ ও দিবো না। তোমার প্রতি আমার ভালোবাসা ও কমিয়ে দিবো না।এটাই আমি আর আমার ভালোবাসা। আজ ভালোবাসা দিবসে তোমার জন্য আমার এই ছোট্ট প্রয়াস নিলে নিও না নিলেও কোন  কষ্ট পাবো না।কারন আমার প্রতিদিনই ভালোবাসা দিবস নিদিষ্ট একটা দিন তো শুধু লোক দেখানো। এটা কে কি ভালোবাসা বলে না কি?




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা