জীবনের কিছু কথা

ডান্ডিবার্তা | মার্চ ০৩, ২০২৪, ১:৩৭ | Comments Off on জীবনের কিছু কথা

ইসরাত রুবাইয়া

২০১৪ সালের কথা। জয়দেবপুর থেকে তুরাগে উঠেছি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে।

ট্রেনে বসে আছি, দৃষ্টি দূর আকাশে। কি দারুণ  আকাশটা! মন উড়ে যেতে চাইছে আকাশ পানে।এক দৃষ্টিতে চেয়ে আছি।সংসার, ছেলে-মেয়ে,স্বামী কারো কথা মনের আঙ্গিনায় নেই।এই মূহুর্তে আমি পৃথিবীর সব চেয়ে সুখি মানবী। সুখ টুকু বেশিক্ষণ টিকলোনা।একটা নারী কন্ঠের শব্দে চেতনা ফিরলো আমার। “শ্যার শ্যার আজকা কিছু দিতে পারুমনা।আজকা অল্প কয়ডা জাম পাইছি।আরেক দিন দিমুনি।”

আমি অনেকক্ষন তাকিয়ে ওদের কথার ভাবভঙ্গিতে বুঝতে পারলাম মহিলা টিকেট কাটেনি।আর স্যার বলে যাকে  ডাকছে,সে টি টি হবে হয়তো। আমি কিছু না ভেবে বলে ফেলি, “কি এমন ক্ষতি হবে আমাদের বাংলাদেশের সরকারের আপনি তের টাকার টিকিট কাটেননি বলে? হয়তো আপনি গরিব টাকা নেই। কত মানুষ কত রকমের ফাঁকি দেয়।গ্যাস চুরি করে,টেক্সদেয় না ঠিক মত, জালিয়াতি করে,ব্যাংক জালিয়াতি।এত অনিয়মের পরে বাংলাদেশ সরকার  বেঁচে আছে। আপনার এ-ই তের টাকার টিকিটের জন্য বাংলাদেশ সরকার মরবেনা।”

টি টি সাহেব এই কথা শুনার পর অনেকক্ষন আমার দিকে তাকিয়ে থেকে নীরবে চলে গেল। ঠোঁট দুটো একবার কেঁপে ওঠেছিল।হয়তো মনে মনে আমাকে খুব বকাবকি করেছে। কিন্তুু সেটা শব্দেে প্রকাশ করেননি। টি টি সাহেব চলে যাবার পর জিঙ্গেস করলাম, “কি ব্যাপার বলুন তো!”

মহিলার উত্তর,”আরে আফা টিকেট কাডি নাই।মাজে মাজে এইডা ওইডা দিয়া মাগনা ডাহা যাইগা।গ্রামের বিতরতে কমদামে কিন্না ডাহায় নিয়া বেচি। কয়ডা টাহা অয় আফা। গরিব মানুষের কপাল।”

আমার প্রশ্ন ছিল, “কি কি বেচাকেনা করেন?”

“এই দরেন যহন যা পাই তাই। মুরগী,হাঁস,জাম, আম,পেয়ারা। ”

“ও আচ্ছা।প্রতিদিন আসেন?”

“হ”

“প্রতিদিন কি টি টি সাহেবকে এটা সেটা দিতে হয়?”

“না।যেদিন বেশি আনি সেদিন দেই।এই রবিবার দুই কেজি জাম দিছিলাম।”

“টিকিটের দাম জানেন? ”

 

“না আফা।”

“তের টাকা।আপনারর দুই কেজি জামের দাম কত?”

“একশ বিশ টেকা।”

“আপনার লাভের গুড় পিঁপড়া খায়।এরপর থেকে টিকিট কাটবেন।টি টি কে কিছু দিবেন না।আপনি সিটেও বসেননা। নিচে বসে আছেন।”

“হ আফা ঠিক কইছেন।গরিব মানুষ লেখাপড়া নাই। বুঝি কম”

“শোনেন আপনিতো কমলাপুর নামবেন?”

“হ আফা।”

“তাহলে ভাড়া আরো কম হবে।

আজ কি এনেছেন দেখি!” কাপড় সরিয়ে বড় বড় গোলাপ জাম গুলো বেড় করে আমাকে দেখালো।আমি তো দেখে লোভ সামলাতে পারলাম না।জীবে  জল এসে গেল।

“আমাকে আধা কেজি দেওয়া যাবে?”

“কি কন আফা!যাইবো। আনতাজে দেই।বেশি হইবো, কম হইবো না। পাল্লাডা অনেক নিচে।”

“ঠিক আছে দিন।”

আমি টাকা দিয়ে জাম মুখে পুরলাম।কি রসালো। খেতেও সুস্বাদু,দারুণ।মহিলার দিকে তাকিয়ে জাম খাচ্ছি।

“খাবেন আপনি?”

মহিলা মিষ্টি করে হাসি দিয়ে বললো, “কি কন আফা!খান আপনে।”

আমাদের দেশিফল।যার তুলনা হয় না দামও খুব কম। আপেল আগুরের চেয়ে শতগুণে ভালো।

“আফা কই যাইবেন? ”

“নারায়ণগঞ্জ। ”

“হেইডা কি আমার আগে না পরে? আপনের পোলাপান নাই একলা যে!”

“আছে।এক ছেলে,এক মেয়ে।”

“এহানে কেরে আইছেন? ” “গাজীপুর আমার বাড়ি আছে। কিছু কাজছিলো,করাতে এসেছি। আপনার বাচ্চা কয়জন?”

“দুইডা পোলা আফা।”

“স্বামী কি শ থাকি আমি।বড় বড় চোখ,পাতলা ঠোঁট, চিকন নাক।এক সময় খুব সুন্দর ছিলেন বোঝাই যাচ্ছে।  দুঃখে কষ্টে আজ বিবর্ণ। রেলগাড়ী চলছে আপন গতিতে। আমি জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে।কানে প্রতিধ্বনি হচ্ছিল সেই কথাটা,  “কি যেন খায়!”

কি খায়? নিজেকে নিজে প্রশ্ন করি। নিশ্চয়ই নেশাজাতীয় কিছু হবে।

ইয়াবা,ফেন্সিডিল,হেরোয়িন?না এসব নয়।এসবের দাম বেশি, সহজলভ্যও নয়।মনে হয় গাঁজা হবে।খায় আর ঘুমায়।হুম গাঁজাই হবে।হায়রে নেশা!কি যে হবে!দেশটা শেষ করে দিচ্ছে,যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে!

এতো সেদিনের কথা আমাদের পাশের বাড়ির একটা ছেলে।কি সুন্দর দেখতে।বাবার টাকা পয়সার অভাব নেই।নেশায় আসক্ত।ডিবি পুলিশ ইয়াবাসহ ধরে নিয়ে গেছে।অনেক টাকা খরচ করে ছাড়িয়ে এনেছে। ভিষণ মেরেছিল।টাকা, মানসম্মান সবই গেল।ওর মা স্ট্রোক করেছে ছেলের টেনশনে।

দীর্ঘ একটা নি:শ্বাস বেড়িয়ে আসে বুকের গহীন থেকে। আমার ছেলের হাসি ভরা মুখটা ভেসে উঠে চোখের সামনে। আমার ছেলেটা ভালো আছে তো? নাকি অসৎ সঙ্গে মিশে নষ্ট হয়ে যাচ্ছে!ঝিকঝিক শব্দে ট্রেন ছুটে চলে তার আপন গন্তব্যের দিকে।আর আমার মনের গহিনে কষ্টের ঘন্টা বেজে চলেছে ট্রেনের শব্দের সাথে তাল মিলিয়ে বুকের ভিতরে। নিজের অজান্তে চোখ থেকে গাল বেয়ে কয়েক ফোঁটা জল গরিয়ে নিচে পড়লো ।

হে আল্লাহ তুমি আমার ছেলেটাকে ভালো রেখো।বুকের গহীন থেকে আরেটা দীর্ঘশ্বাস বেড়িয়ে এলো।

“আফা!ও আফা!আইয়া পরছি কমলাপুর।নামবেন না?”

মহিলার কথায় আমার চেতনা ফিরে এলো।বললাম,”আমি নারায়ণগঞ্জ যাবো।আপনি তো এখানে নামবেন।”

“হ আফা।আফনের কতা আমার মনে থাকবো। বুলমু না। অনেক বালা মানুষ আপনে।” ট্রেনটা একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। মহিলাটি তার জিনিসপত্র নিয়ে নেমে কোমর  দোলাতে দোলাতে হেঁটে অদৃশ্য হয়ে গেল, আমি তাকিয়ে রইলাম তার অদৃশ্য পথপানে।  মুখ দিয়ে বেড়িয়ে এলো,”হে আল্লাহ তুমি এই নারীকে ভালো রেখো।সে যেনো জীবন যুদ্ধে বিজয়ী হয়।”আমি জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলাম  ট্রেন ছেড়ে দিলো আপন গন্তব্যের দিকে।

Comments are closed.

এই কাল এই সময়

চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ১২:০০ | Comments Off on চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

  হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জের জন মানুষের নেতা, স্বাধীনতা-উত্তর নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলী আহাম্মদ চুনকার আজ রবিবার ৪০তম মৃত্যুবার্ষিকী। মানুষের মৃত্যু চিরন্তন সত্য। কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যা ইচ্ছা করলেই মেনে নেয়া যায় না, বা মেনে নিতে মন চায় না। বিশ্বাস […]

আজকের পত্রিকা

আজকের পত্রিকা

মন্তব্য প্রতিবেদন

সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

ডান্ডিবার্তা | এপ্রিল ৩০, ২০২৪, ১২:৫০ | No Comments on সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জ সদর আসনের প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের আজ মঙ্গলবার ১০ম মৃত্যুবার্ষিকী। আজ থেকে ১০ বছর পূর্বে সদর ও বন্দর আসনের সাধারন মানুষের নেতা মাটি ও মানুষের সাথে যার ছিল আমৃত্যু সহাবস্থান সেই নাসিম ওসমান ভারতের দেরাদুনে আকস্মিক মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে সমগ্র নারায়ণগঞ্জ যেন সেদিন স্থবির হয়ে পড়েছিল। নাসিম ওসমানের […]

ফেসবুক লাইক

বিশেষ প্রতিবেদন

বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:৩৪ | Comments Off on বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা রিপোর্ট ভরা মৌসুমেও অস্থির বাজার। স্বস্তি ফিরছে না কোনো কিছুতেই। চাল ডাল থেকে মাছ মাংস কিংবা সবজি সবকিছুরই বেড়েছে দাম। আয় না বাড়লেও, প্রতিনিয়ত নিত্যপণ্যের বাড়তি দামে হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছে ক্রেতাদের। একের পর এক পণ্য যুক্ত হচ্ছে বাড়তি দামের তালিকায়। এমন অবস্থায় বিপাকে স্বল্প আয়ের মানুষ। বাজারের তালিকা কাটছাঁট করেও, সংসার চালাতে […]

নামাজের সময়

সেহরির শেষ সময় - ভোর ৪:০২
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১১:৫৯
  • ১৬:৩১
  • ১৮:৩১
  • ১৯:৫০
  • ৫:২৪

ফিচার বার্তা

নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:১৮ | Comments Off on নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

জাহাঙ্গীর ডালিম পাকিস্তান আমল থেকে নয়ামাটির জনপ্রিয় চায়ের দোকান। নারায়ণগঞ্জে গেঞ্জি বা আন্ডার গার্মেন্টসের জন্য বিখ্যাত নয়ামাটি। ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতিষ্ঠান হওয়ায় রিফ্রেশমেন্ট এর জন্য এখানকার মালিক শ্রমিক সকলের প্রথম পছন্দ গরুর দুধের মালাই পাউরুটি আর গরুর দুধের চা। তবে সেটাও কড়া লিকারের গরুর দুধের চা। সেই গরুর দুধও হবে একদিনের পুরানো। ফলে চিনি কম দিয়ে […]

অতিথি কলাম

আত্মীয়দের দাপটে ক্ষতিগ্রস্ত রাজনৈতিক দলের শৃঙ্খলা

ডান্ডিবার্তা | এপ্রিল ২৪, ২০২৪, ১২:৩১ | Comments Off on আত্মীয়দের দাপটে ক্ষতিগ্রস্ত রাজনৈতিক দলের শৃঙ্খলা

মোনায়েম সরকার উপজেলা নির্বাচনকে নিয়ে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে বলে মনে হচ্ছে। গত সংসদ নির্বাচনের সময় থেকে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়া কিংবা স্বতন্ত্র প্রার্থী হয়েও জয়ী হয়ে আসাকে কেন্দ্র করে দলের মধ্যে যে বিরোধ ও কোন্দল সৃষ্টি হয়েছিল, তা এখনো অব্যাহত আছে। উপজেলা নির্বাচনে এই বিরোধ নতুন মাত্রা পাওয়ার আশঙ্কা তৈরি […]

পুরনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

Copyright © দৈনিক ডান্ডিবার্তা ২০২৪