
ডান্ডিবার্তা রিপোর্ট
আওয়ামীলীগকে পুনর্বান করতে বিদেশী চক্র নানা ভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। যার কারণে আওয়ামীলীগের কিছু লোক ইতিমধ্যে বিভিন্ন দলে অনুপ্রবেশ করেছে। যা ভারতীয় নীল নকশার প্রতিফলন বলে অনেকে মন্তব্য করেছেন। ভারত চায় বাংলাদেশে একটি ভারতীয় পুতুল সরকার প্রতিষ্ঠিত হউক। ৫ আগষ্টের পর ভারতের পুতুল সরকার উৎখাতের পর ভারত নানা ভাবে বাংলাদেশকে চাপে ফেলার বিভিন্ন কৌশল করেও ব্যর্থ হয়। বাংলাদেশের সাথে ভিসা, বানিজ্য বন্দ করে কুটনৈতিক দুরত্ব সৃষ্টি করে। সীমান্তে অস্থিরতাও অব্যাহত রেখেছে। বিগত সময় বাংলাদেশকে যেভাবে লুটেপুটে খেয়েছে তা এখনো ভারত চায়। স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে বলেছিল, আমি ভারতকে যা দিয়েছি তা ভারত চির জীবন মনে রাখবে। শেখ হাসিনার কথায় বুঝা যায় সে দেশের সম্পদ কিভাবে ভারতের কাছে বিলিয়ে দিয়েছে। আর তাতে বাংলাদেশের প্রপ্তি ছিল শূন্য। তাই ভারত যে কোন কৌশলে আবারো আওয়ামীলীগকে পুনর্বাসন করতে চায়। এদিকে ভারতের কুচালের কাছে বাংলাদেশ মাথা নত না করায় ভারত নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘ফ্যাসিবাদী দল পলাতক আওয়ামীলীগকে পুনর্বাসন করতে ভারতীয় নীতিনির্ধারকরা নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। শেখ হাসিনার পতনকে তারা সহ্য করতে পারছে না। লন্ডনে ইউনূস-তারেক রহমানের বৈঠকের পর টার্গেট করে পার্শ্ববর্তী দেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। রুহুল কবির রিজভী বলেন, এখন আমরা গণতন্ত্রের পথে হাঁটছি। সৌধ নির্মাণ এখনো শেষ হয়নি। ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। ১৬ বছরের তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে অনেকে এখনো গুম আছে। নেতা-কর্মীরা মামলা ও গ্রেপ্তার থেকে রক্ষা পায়নি। ফ্যাসিবাদের দিনগুলো ছিল ভয়ঙ্কর। আজকে নির্ভয়ে আমরা কথা বলতে পারছি। যখন ড. ইউনূস ও তারেকের বৈঠক হয়েছে তখন থেকেই পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্র শুরু করেছে। তিনি বলেন, ১৬ বছর ধরে নিপীড়ন করেছে, লুট করে দুবাই, কানাডা, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে, বেহেস্তের মত সুখে আছে। শেখ হাসিনা মিডিয়া কন্ট্রোল করে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। দেশের ১৮ কোটি মানুষকে দমিয়ে রাখতে পারবে না। এদেশের মানুষই ঠিক করবে কারা এদেশ শাসন করবে। নির্যাতনের শিকার হয়েছি তবুও শেখ হাসিনার কাছে আত্মসমর্পণ করেনি। আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে রিজভী বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। যৌক্তিক সময়েই হবে। আরও অনেক দল যে দাবি করেছে এ আলোকেই নির্বাচন হবে। আমরা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চেয়েছি। এবারের নির্বাচনে জনগণের দাবির প্রতিফলন হবে। নারায়ণগঞ্জ বিএনপি নেতারা বলেন, ভারত যতই ষড়যন্ত্র করুক আমরা সোচ্চার আছি। এ নারায়ণগঞ্জে স্বৈরাচারের কোন গডফাদার ও গডফাদারের দোসরদের স্থান হবে না। কারণ তারা দীর্ঘ ১৬টি বছর মানুষের রক্ত চুষে খেয়েছে। এর হিসাব তহাদের দিতে হবে। ২ হাজারের অধিকার গণগত্যার হিসাব তাদের দিতে হবে। বাংলার মানুষ আর সৈরাচারের চেহারা দেখতে চায় না। স্বৈরাচারদের যে কোন অপতৎপরতা আমরা কঠিন হস্তে দমন করব।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯