আজ মঙ্গলবার | ২৬ আগস্ট ২০২৫ | ১১ ভাদ্র ১৪৩২ | ২ রবিউল আউয়াল ১৪৪৭ | সকাল ১১:০৯

সিদ্ধিরগঞ্জে দগ্ধ শিশুর পর নারীর মৃত্যু

ডান্ডিবার্তা | ২৬ আগস্ট, ২০২৫ | ৮:৩১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে টিনসেড বাড়িতে অগ্নিকা-ের ঘটনায় তাহেরা আক্তার নামে ৫০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ হাসপাতালের বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন ডা. মো. হারুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই নারীর শরীরের প্রায় ৪১ শতাংশ দগ্ধ হয়েছিল। তার শ্বাসনালীও পুড়ে গিয়েছিল। এর আগে গত রোববার ভোরে তাহেরার একমাস বয়সী নাতি ইমাম উদ্দিন জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টির সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শরীরের ৩০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালটিতে ভর্তি ছিলেন এ শিশু। গত শনিবার ভোররাত সাড়ে তিনটার দিকে সিদ্ধিরগঞ্জের পাইনাদী পূর্বপাড়া এলাকার একটি টিনসেডের বাসায় হঠাৎ বিস্ফোরণের পর আগুনের ঘটনা ঘটে। এতে পাশাপাশি দু’টি ঘরের অন্তত ৯ জন দগ্ধ হন। অগ্নিদগ্ধ সাতজনÑ আসমা বেগম (৩৫), তার মেয়ে তৃষা (১৭), ছেলে আরাফাত (১৫); আসমার বোন সালমা বেগম (৩২), তার স্বামী হাসান (৪০), মেয়ে মুনতাহা (৮) ও জান্নাত (৪); এখনও জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টির সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে আসমার শরীরের ৪৮ শতাংশ, তৃষার ৫৩ শতাংশ, আরাফাতের ১৫ শতাংশ, সালমার ৪৮ শতাংশ, হাসানের ৪৪ শতাংশ, মুনতাহার ৩৭ শতাংশ ও জান্নাতের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান। এই ঘটনায় নিহত ইমাম দগ্ধ সালমা-হাসান দম্পতির ছেলে এবং তাহেরা সালমা-আসমার মা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা