
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ থানাধীন আলী আহাম্মদ চুনকা পাঠাগার ও মিলনায়তনে জিনিয়াস স্টুডেন্ট ফোরাম আয়োজিত এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহান। এসময় আমন্ত্রিত অতিথি ছাড়াও প্রায় ৯০-১০০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সদস্য সচিব নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুকুল ইসলাম রাজিব, সাবেক ভিপি তোলারাম কলেজ ও যুগ্ম আহ্বায়ক নারায়ণগঞ্জ বিএনপি; আবদুল্লাহ আল মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও সাবেক শিক্ষার্থী আইন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, আজকের এই আয়োজনের মাধ্যমে প্রমাণিত হয়েছে মেধাবী ছাত্ররাই মেধাবীদের মর্যাদা দিতে পারে। তবে শুধু মেধাবী হলেই হবে না, একজন শিক্ষিত ও দায়িত্বশীল মেধাবী হতে হবে। এই মেধাবীরা একদিন রাজনৈতিক নেতা, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। পৃথিবীর সবচেয়ে বড় শক্তি কলম—এই কলম দিয়েই যেমন রাষ্ট্র পরিচালিত হয়, আবার অপব্যবহারের মাধ্যমে অর্থ পাচারও হয়। তাই আমাদের এমন মেধাবী হতে হবে যাদের দ্বারা দেশের উন্নতি হবে, দুর্নীতি নয়। বক্তারা আরও বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন প্রকৃত মেধাবী ও দেশপ্রেমিক নেতা, যিনি দেশের কৃষি উন্নয়নে কাজ করেছেন। অপরদিকে শেখ হাসিনা তাঁর মেধাকে অপব্যবহার করে দেশকে দুর্নীতির পথে ঠেলে দিয়েছেন এবং কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন। অনুষ্ঠানের শেষে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯