
ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে আদমজী নতুনবাজার এলাকার বিএনপির ৬নং ওয়ার্ড সভাপতি মোস্তফার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয়, ভূমি দখলসহ নানা অপরাধমূলক কর্মকা-ে জড়িত। যদিও তিনি নিজেকে বিএনপির শীর্ষ নেতা হিসেবে পরিচয় দিয়ে থাকেন, বাস্তবে আওয়ামী লীগ ঘরানার রাজনীতির ছত্রছায়ায় সুবিধা নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। বিশ্বস্ত সূত্র জানায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই মোস্তফা এলাকায় নিজের আধিপত্য বিস্তারে তৎপর হয়ে ওঠেন। বিশেষ করে আদমজী নতুনবাজারে প্রভাব বিস্তার করতে না পারলেও সুমিলপাড়া বিহারী ক্যাম্পকে দখলে নেন। অভিযোগ রয়েছে, যুবলীগের আহ্বায়ক মতির নতুন বাজার এলাকায় দোকাপাট দখল করতে চাইলে মতির স্ত্রী মোস্তাফাসহ কয়েক জনের নামে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মোস্তাফা নিজে আড়ালে থেকে তার দুই ছেলে লামীম ও বাবুকে দিয়ে ওই এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা (মাশুহারা) আদায় করাচ্ছেন। শুধু তাই নয়, এই চক্রে হাজী বাড়ির পক্ষি মজিবরের ছেলে মিজান, রাব্বি, সাকিব, ইথুন, সজীবসহ আরও কয়েকজন যুবক যুক্ত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এরা সকলে মাদকসেবী এবং সরাসরি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। স্থানীয় সূত্র আরও জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি পক্ষি মজিবর, হান্নান, আলমগীর এদের কেও আশ্রয় দিয়ে আসছেন মোস্তফা। নতুনবাজারের এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে ক্ষোভ প্রকাশ করে বলেন, ছাত্র আন্দোলনের আসামিরা কীভাবে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ায় তা বোধগম্য নয়। পুলিশ কি সত্যিই কিছু জানে না, নাকি দেখেও না দেখার ভান করছে এটা এখন প্রশ্ন। অভিযোগ আরও রয়েছে, মোস্তফা শুধু বিএনপি পরিচয় ব্যবহার করেই প্রভাব বিস্তার করছেন না, তিনি আওয়ামী লীগের প্রভাবশালী মহলের ছত্রছায়াতেও রয়েছেন। পাশাপাশি তিনি এলাকার কুখ্যাত মাদক সম্রাট নাহিদকেও রক্ষা করছেন। মুখে মাদকবিরোধী আন্দোলনের কথা বললেও বাস্তবে তিনি মাদক ব্যবসার অন্যতম পৃষ্ঠপোষক এমন দাবি স্থানীয়দের। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, মোস্তফার তিন ছেলেনাঈম, লামীম ও বাবু সকলেই মাদকাসক্ত। নাঈম একসময় নাহিদের ক্যাশিয়ার হিসেবেও কাজ করেছে বলে জানা যায়। দীর্ঘদিন রিহ্যাবে থাকার পরও বর্তমানে তারা আবার মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে আদমজী নতুনবাজার থেকে সুমিলপাড়া বিহারী ক্যাম্প পর্যন্ত এখন কার্যত মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে। আর এই নিয়ন্ত্রণ করছে মোস্তফা ও তার ছেলেরা। ৬নং ওয়ার্ড বিএনপির এক প্রবীণ নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর আন্দোলন করেছি, জেল খেটেছি, সংগ্রাম করেছি। অথচ এখন কিছু নেতার কারণে দলের নাম কলঙ্কিত হচ্ছে। দলের স্বার্থে এমন নেতাদের দ্রুত বহিষ্কার করা উচিত। যারা শেখ হাসিনার দোসরদের আশ্রয়-প্রপ্রয় দেয়, তারা কখনো বিএনপির জন্য মঙ্গলজনক হতে পারে না। স্থানীয়রা মনে করছেন, বিএনপির উচ্চ নেতৃত্ব যদি দ্রুত এ বিষয়ে কঠোর পদক্ষেপ না নেয়, তবে দলের ভাবমূর্তি মারাত্মক ভাবে ক্ষুন্ন হবে।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯