আজ মঙ্গলবার | ২৬ আগস্ট ২০২৫ | ১১ ভাদ্র ১৪৩২ | ২ রবিউল আউয়াল ১৪৪৭ | দুপুর ১২:৫১

ঢাকায় আওয়ামী লীগের মিছিল নারায়ণগঞ্জের ১০ জন আসামী

ডান্ডিবার্তা | ২৬ আগস্ট, ২০২৫ | ৯:০৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
রাজধানী ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিছিলের ঘটনায় হওয়া মামলায় নারায়ণগঞ্জের ১০ জনকে আসামি করা হয়েছে। এঘটনায় খান মাসুদের অনুসারী মো. রাজু ওরফে স্ট্যান্ড রাজু, নিতাইগঞ্জের শেখ মো. আব্দুল রশিদের ছেলে শেখ শাকিল ও কুতুবপুরের তোফাজ্জল শেখের ছেলে মো. সাঈদ শেখকে (২১) আটক করেছে পুলিশ। গতকাল সোমবার পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আবু ইউসুফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। উল্লেখিত ১২ জনের মধ্যে ১০ জনই নারায়ণগঞ্জের। আসামিরা হলেন- বন্দরের নুরুল ইসলামের ছেলে মো. রাজু আহমেদ (৩৫), নিতাইগঞ্জের শেখ মো. আব্দুল রশিদের ছেলে শেখ শাকিল (৩৯), কুতুবপুরের তোফাজ্জল শেখের ছেলে মো. সাঈদ শেখ (২১), বন্দরের সায়মন খাঁন (৩৫), বাবু (৩০), রবিন (৩০), পলাশ (৪২), মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিশুক (৩৩), ফতুল্লার কুতুবপুরের নাঈম শেখ (২৯) এবং একই এলাকার ইভান (২৬)। এর আগে গত রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঝটিকা মিছিল নিয়ে বের করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ওই মিছিলে নারায়ণগঞ্জের বেশ কয়েকজনকে দেখা যায়। তারা শামীম ওসমানের অনুগত বন্দরের যুবলীগ নেতা খান মাসুদ ও ফতুল্লা স্বেচ্ছাসেবক দল নেতা মীর হোসেন মীরুর অনুসারী বলে জানা গেছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা