
ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই খাইরুল বাশারের নেতৃত্বে বন্দর থানা পুলিশ মুরাদপুর ও দেওয়ানবাগের সন্নিকটে বন্দর স্টিল মিলস গেইট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের কয়েকজন পালিয়ে গেলেও ৬ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বন্দরের বঙ্গশাষণ এলাকার মৃত আ. আউয়ালের ছেলে খায়রুল বাদশা (৩২), তার বড়ভাই সোহেল (৩৫), আব্দুল হকের ছেলে মো. ইমন (২৪), মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. শাহ আলম (৩৫), জাহের মিয়ার ছেলে মো. রবিন (৩২) এবং হাসেদা বেগমের ছেলে মেহেদী হাসান (২৮)। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, তিনটি ছোরা, একটি চাপাতি ও একটি লোহার ছেনদা উদ্ধার করে পুলিশ। অভিযানে এসআই শহিদুল ইসলাম, এসআই ইদ্রিস আলী, এসআই আব্দুল মোতালেব ভূইয়া, এসআই মিজানুর রহমান সজিব, এসআই হানিফ, এসআই আবু সাইমসহ একদল পুলিশ সদস্য অংশ নেন। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে বন্দরসহ দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে। ঘটনার সময় তারা দলবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের ধস্তাধস্তিতে সামান্য আহত হলে তাদেরকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় বন্দর থানায় গ্রেফতারকৃত ৬জন ও পলাতক আরও কয়েকজন অজ্ঞাতনামার বিরুদ্ধে ডাকাতি সংঘটনের প্রস্তুতির অভিযোগে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা রুজু করা হয়েছে। এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লিয়াকত আলী বলেন, ‘ডাকাতদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে’। এলাকাবাসী জানায়, গত শনিবার রাতে বঙ্গশাসন এলাকার হযরত আলীর বাড়িতে এই ডাকাতদল ঢুকে গ্যারেজে থাকা ৩টি অটোরিক্সা নিয়ে যায়। ডাকাতদের ধরাতে প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী। ভুক্তভোগী হযরত আলী জানান, এই ডাকাতরাই অটোগুলো নিয়ে গেছে। তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে অটোর তথ্য বেরিয়ে আসবে। আশা করি অটোগুলো উদ্ধারে প্রশাসন আমাদেরকে পূর্ণ সহায়তা করবে।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯