আজ মঙ্গলবার | ২৬ আগস্ট ২০২৫ | ১১ ভাদ্র ১৪৩২ | ২ রবিউল আউয়াল ১৪৪৭ | দুপুর ১২:২৮

বন্দরে দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার

ডান্ডিবার্তা | ২৬ আগস্ট, ২০২৫ | ৯:০১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই খাইরুল বাশারের নেতৃত্বে বন্দর থানা পুলিশ মুরাদপুর ও দেওয়ানবাগের সন্নিকটে বন্দর স্টিল মিলস গেইট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের কয়েকজন পালিয়ে গেলেও ৬ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বন্দরের বঙ্গশাষণ এলাকার মৃত আ. আউয়ালের ছেলে খায়রুল বাদশা (৩২), তার বড়ভাই সোহেল (৩৫), আব্দুল হকের ছেলে মো. ইমন (২৪), মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. শাহ আলম (৩৫), জাহের মিয়ার ছেলে মো. রবিন (৩২) এবং হাসেদা বেগমের ছেলে মেহেদী হাসান (২৮)। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, তিনটি ছোরা, একটি চাপাতি ও একটি লোহার ছেনদা উদ্ধার করে পুলিশ। অভিযানে এসআই শহিদুল ইসলাম, এসআই ইদ্রিস আলী, এসআই আব্দুল মোতালেব ভূইয়া, এসআই মিজানুর রহমান সজিব, এসআই হানিফ, এসআই আবু সাইমসহ একদল পুলিশ সদস্য অংশ নেন। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে বন্দরসহ দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে। ঘটনার সময় তারা দলবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের ধস্তাধস্তিতে সামান্য আহত হলে তাদেরকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় বন্দর থানায় গ্রেফতারকৃত ৬জন ও পলাতক আরও কয়েকজন অজ্ঞাতনামার বিরুদ্ধে ডাকাতি সংঘটনের প্রস্তুতির অভিযোগে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা রুজু করা হয়েছে। এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লিয়াকত আলী বলেন, ‘ডাকাতদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে’। এলাকাবাসী জানায়, গত শনিবার রাতে বঙ্গশাসন এলাকার হযরত আলীর বাড়িতে এই ডাকাতদল ঢুকে গ্যারেজে থাকা ৩টি অটোরিক্সা নিয়ে যায়। ডাকাতদের ধরাতে প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী। ভুক্তভোগী হযরত আলী জানান, এই ডাকাতরাই অটোগুলো নিয়ে গেছে। তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে অটোর তথ্য বেরিয়ে আসবে। আশা করি অটোগুলো উদ্ধারে প্রশাসন আমাদেরকে পূর্ণ সহায়তা করবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা