আজ মঙ্গলবার | ২৬ আগস্ট ২০২৫ | ১১ ভাদ্র ১৪৩২ | ২ রবিউল আউয়াল ১৪৪৭ | দুপুর ১২:৪১

রূপগঞ্জে মা-ছেলেকে কুপিয়ে জখম

ডান্ডিবার্তা | ২৬ আগস্ট, ২০২৫ | ৮:৪৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে মা ও ছেলেকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় থানায় অভিযোগ করতে গেলে পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করে। গতকাল সোমবার উপজেলার কাঞ্চন পৌরসভার কলাতলী এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওমর ফারুক জানান, দীর্ঘ দিন ধরে সাড়ে ১৪ শতাংশ জমি নিয়ে তাদের সাথে একই এলাকার আব্দুল সোবহানের সাথে বিরোধ চলে আসছিল। বর্তমানের এ জমি নিয়ে আদালতে মামলা চলমান। এদিকে সোমবার সেই জমি থেকে জোরপূর্বক গাছ কাটতে যায় সোবহান ও তার ছেলেরা। এসময় ওমর ফারুক বাধা দিতে আসলে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সোবহান তার ছেলে ফেরদৌস, আলামীন, মাজাহার, হাস্ুিবুলসহ ১০-১২ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ওমরু ফারুক ও তার মা মাহমুদা বেগমকে এলোপাথারী কুপিয়ে গুরুতর জখম করে। পরে আশে পাশের লোকজন তাদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তারা সেখানে ভর্তি রয়েছে। এ ঘটনায় দুপুরে ওমর ফারুকের ভগ্নিপতি আব্দুল্যাহ আল মামুন বাদী হয়ে ৫ জন নামীয়সহ আরো অজ্ঞাতনামা ১২ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। এদিকে ঘটনায় উল্টো থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযুক্ত সোবহান তার ছেলে ফেরদৌস, আলামীন, মাজাহার ও হাস্ুিবুলকে গ্রেপ্তার করে। এব্যাপারে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলান বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে মা ও ছেলেকে কুপিয়ে জখমের ঘটনায় অভিযুক্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা