আজ মঙ্গলবার | ২৬ আগস্ট ২০২৫ | ১১ ভাদ্র ১৪৩২ | ২ রবিউল আউয়াল ১৪৪৭ | দুপুর ১২:৪৮

নারায়ণগঞ্জের নতুন এসপি জসীম উদ্দিন

ডান্ডিবার্তা | ২৬ আগস্ট, ২০২৫ | ৮:৪৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারকে সিআইডিতে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসীম উদ্দিনকে নতুন এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যুষ কুমার মজুমদার গত বছরের ৩০ আগস্ট নারায়ণগঞ্জে দায়িত্ব নেন। গতকাল সোমবার রাষ্ট্রপতির আদেশে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান। ২৫তম বিসিএস (পুলিশ) কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক বিশেষ সভায় ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। কমিটির সভাপতি হন সিআইডিতে বদলি হওয়া নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা