আজ মঙ্গলবার | ২৬ আগস্ট ২০২৫ | ১১ ভাদ্র ১৪৩২ | ২ রবিউল আউয়াল ১৪৪৭ | দুপুর ১২:৩৬

সিদ্ধিরগঞ্জে কৃষকদলের নেতা পরিচয়ে চাদাঁবাজি

ডান্ডিবার্তা | ২৬ আগস্ট, ২০২৫ | ৮:৫৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বিএনপি ও কৃষকদল নেতা পরিচয়ে সিদ্ধিরগঞ্জে ফ্যাক্টরীর ঝুট বোঝাই গাড়ি থামিয়ে লাখ টাকা চাদাঁবাজির অভিযোগ উঠেছে নাসিক ৫নং ওয়ার্ড কৃষক দলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা সিদ্ধিরগঞ্জ মাজার এলাকার আবদুল লতিফ মেম্বারের ছেলে মাকসুদুল হাসান বাপ্পীর বিরুদ্ধে। জানাযায়, গত রবিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ পুল এস এম টাওয়ারের ভিতরে অবস্থিত ফ্যাক্টরী থেকে ঝুট বোঝাই ট্রাক বাহির হওয়ার সময় আগে থেকে অপেক্ষায় থাকা বাপ্পী ও তার বাহিনী অস্ত্রের মুখে গাড়ি আটকিয়ে লাখ টাকা চাদাঁদাবি করে। এ সময় বাপ্পী ঝুট ব্যাবসায়ীদের বলে এখান থেকে মালামাল নিতে হলে তাকে প্রতিমাসে টাকা দিয়ে নিতে হবে অন্যাথায় কোন মালামাল এখান থেকে বের হবে না। পরবর্তীতে ঝুট ব্যাবসায়ী তার সাথে কথা বলে এক প্রকার সমঝোতা করে মালামাল নিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক ঝুট ব্যাবাসায়ী জানায়, সিদ্ধিরগঞ্জে কৃষক দলের ৫নং ওয়ার্ডের সাবেক সভাপতি পরিচয়ে মাকসুদুল হাসান বাপ্পী এর আগে অনেক বার আমাদের ব্যাবসা করতে হলে তাকে চাদাঁ দিতে বলে হুমকি দিয়েছে। তিনি বলেন আমরা ব্যাবসা করি তাই কারো সাথে দন্ধে জড়াতে চাইনা এভাবে প্রতিনিয়ত চাদাঁ দিলে আমরা কিভাবে ব্যাবসা করবো। জানাযায়, গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের সিদ্ধিরগঞ্জে কৃষক দলের ৫নং ওয়ার্ডের সাবেক সভাপতি পরিচয়ে মাকসুদুল হাসান বাপ্পী ও তার বাহিনী সিদ্ধিরগঞ্জে বিভিন্নস্থানে মাদক ব্যাবসা, ময়লার গাড়ি থেকে চাদাঁবাজি, সাইলো থেকে প্রকাশ্যে গম চুরির সাথে জড়িত রয়েছে বলে অভিযোগ রয়েছে। তাদের এই অপকর্মের কারনে গত অক্টোবরে ৫নং ওয়ার্ড কৃষকদলের সাধারন সম্পাদক সহ কয়েকজনকে গ্রেফতার করে র‌্যাব ১১ কিন্তু চতুর বাপ্পী সু কৌশলে সে সময় গ্রেফতার এড়িয়ে যায় প্রশাসনের হাত থেকে। এসব অপকর্মের কারনে তাদের কমিটি বিলুপ্ত করা হলেও এরপর ও থেমে নেই বাপ্পীর অপকর্ম। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম বলেন, কোন চাদাঁবাজ, মাদক ব্যাবসয়ীদের ছাড় নেই তারা যে দলেরই হোক তাদের গ্রেফতার করতে আমাদের অভিযান চলমান রয়েছে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের আহ্বায়ক জসিম উদ্দিন বলেন, তারা পুর্বের কমিটিতে ছিলো তাদের অপকর্মের কারনেই কমিটি বিলুপ্ত নতুন কমিটি দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে তিনি প্রশাসনের প্রতি আহবান জানান বর্তমানে তারা আমাদের কৃষকদলের কেউ নন। সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সদস্য সচিব সোহেল রানা বলেন, বর্তমানে তারা আমাদের দলের কেউ নন। তাই তাদের কর্মকা-ের দায়ভার কৃষকদলের নয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা