রজপথেই আ’লীগ-বিএনপির অস্তিত্ব!

ডান্ডিবার্তা | নভেম্বর ০৯, ২০২৩, ১০:২৮ | Comments Off on রজপথেই আ’লীগ-বিএনপির অস্তিত্ব!

ডান্ডিবার্তা রিপোর্ট দ্বাদশ নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথেই ঘনীভূত হচ্ছে চলমান রাজনৈতিক সংকট। আগামী দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপি। নির্বাচনের আর মাত্র দেড় মাস বাকি থাকলেও স্ব-স্ব অবস্থানেই ‘অনড়’ তারা। কেউ কাউকে একবিন্দুও ‘ছাড়’ দিতে নারাজ। রাজপথেই ‘শক্তি পরীক্ষায়’ লিপ্ত হয়ে জয়ী হতে চায় দল দুটি। নিজেদের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে নির্বাচনের তপশিল ঘোষণার আগেই রাজপথে ‘ফয়সালা’ করতে চায় বিএনপি। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে সরকারকে বাধ্য করতে এক দফার যুগপৎ আন্দোলনের ‘চূড়ান্ত কর্মসূচি’ ঘোষণা দিয়ে সমমনাদের সঙ্গে নিয়ে রাজপথে নেমেছে তারা। একের পর অবরোধের মাধ্যমে কেন্দ্রীয় নির্দেশনা পালনে ঢাকার পাশ্ববর্তী জেলা নারায়ণগঞ্জের রাজপথ দখলে নেমেছে বিএনপি। ইতিমধ্যে আন্দোলন করতে গিয়ে একাধিক মামলার স্বীকার হয়ে কারাগারে রয়েছেন অসংখ্য জেলা বিএনপির নেতাকর্মী। অন্যদিকে, আন্দোলনের নামে কোনো সহিংসতা, জ্বালাও-পোড়াও বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে টানা তিনবার ক্ষমতায় থাকা নারায়ণগঞ্জ আওয়ামী লীগ। বিএনপিকে রাজপথে মোকাবিলা করতে শান্তি ও উন্নয়ন সমাবেশের নামে পাল্টা কর্মসূচি দিয়ে মিত্রদের নিয়ে রাজপথে অবস্থান নিয়েছেন আওয়ামীলীগের নেতৃবৃন্দ। বর্তমান এমন পরিস্থিতিতে রাজপথে সংঘাত ও সহিংসতার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। জনমনেও দেখা নিয়েছে নানা উদ্বেগ-উৎকণ্ঠা। সবার মনেই একই প্রশ্ন কি হবে নির্বাচনের আগ মুহুর্তে? বিএনপি সূত্র জানায়, এবার কোনো হামলা-মামলা ও বাধাবিঘেœ আর পিছু হটার সুযোগ নেই। তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। শান্তিপূর্ণ কর্মসূচিতে দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। ওই কর্মসূচির মাধ্যমে রাজপথ দখলে নিয়ে সরকারকে দাবি আদায়ে বাধ্য করবেন। সূত্র জানায়, আগামী নভেম্বরে নির্বাচনের তপশিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে নভেম্বর মাসকেই দাবি আদায়ে সরকারকে বাধ্য করতে টার্গেট করছেন। তারা ব্যাপক জনসমাগমের অংশগ্রহণে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানাবেন। সরকার যদি তা না করে দমনপীড়নের পথে হাঁটে, এবার বিএনপিও পিছু হটবে না। আন্দোলনের কর্মসূচিতে বাধা এলে তা প্রতিহত করতে যা যা করার, তা-ই করার প্রস্তুতি থাকবে তাদের। পাশাপাশি তৃণমূল বিএনপি বা জাতীয়তাবাদী আন্দোলনের মতো কিংস পার্টিতে চাপ দিয়ে বিএনপি নেতাদের নির্বাচনে যাওয়ার চেষ্টা মোকাবিলা করার প্রস্তুতি রয়েছে দলটির। একই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের পক্ষে সর্বাধিক দলকে ধরে রাখার পাশাপাশি দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকেও কাছে টানার চেষ্টা করবে বিএনপি। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দীন বলেন, বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনের গতি বাড়তেই থাকবে। সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা আন্দোলন শুরু করেছেন। এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার আন্দোলন প্রতিহত করার যেমন অভিজ্ঞতা অর্জন করেছে, তেমনি আমরাও হামলা-মামলা ও বাধাবিঘœ মোকাবিলা করার অভিজ্ঞতা অর্জন করেছি। আমাদের এই গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনের সঙ্গে দেশের পাশাপাশি সারাবিশ্বের মানুষের সমর্থন রয়েছে। এবার সরকারকে দাবি আদায়ে বাধ্য করতে যত ধরনের কর্মসূচি প্রয়োজন, তারা তা দেবেন। মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খাঁন বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়– বিষয়টি সবার জানা। ভোট কারচুপির মাধ্যমে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে পারলে যারা লুটপাট, মানি লন্ডারিং, দুর্নীতি, চাঁদাবাজি করতে পারবেন, শুধু তারাই দলীয় সরকারের অধীনে নির্বাচনকে সমর্থন করছেন। ইতোমধ্যে দেশের ভেতর-বাইরে থেকে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে ব্যাপক সাড়া পেয়েছেন। এ বিষয়ে উন্নয়ন অংশীদার বিদেশিরাও বিভিন্নভাবে সরকারকে বার্তা দিচ্ছেন। জনবিচ্ছিন্ন সরকার সুষ্ঠু নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় নির্দলীয় সরকারের দাবি মানতে চাইছে না। আওয়ামীলীগের দলীয় সূত্রে জানা যায়, বিএনপির লাগাতার কর্মসূচীর পর পরই আগামী নির্বাচন পর্যন্ত রাজপথ দখলে রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন নেতারা। আন্দোলনের নামে বিএনপির নাশকতা প্রতিরোধে নারায়ণগঞ্জের রাজপথে অবস্থানের মাধ্যমে জনগনের যানমালের নিরাপত্তাসহ দলীয় কর্মীসমর্থকদের উজ্জীবিত করতে মাঠে রয়েছেন তারা। নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আঃ হাই বলেন, এ দেশের জনগণ বিএনপি নামের সন্ত্রাসী দলটির পূর্বের ‘খাসলত’ জানে। বিএনপি যে আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা এবং জনগণের জানমাল ধ্বংস করার মতো অপকর্মগুলোই করে আসছে, সেটাও মানুষ জানে। আর এগুলো যখন ঘটে, তখন গণমানুষের দল হিসেবে ও গণমানুষের প্রতি দায়বদ্ধতা থেকে আওয়ামী লীগ তো চুপচাপ বসে থাকতে পারে না। গণমানুষের প্রতি সেই দায়বদ্ধতা থেকেই আসলে আওয়ামী লীগ কর্মসূচিগুলো দিচ্ছে। বিএনপি যেন কোনো ধরনের নির্বাচনবিরোধী বা দেশবিরোধী কর্মকা- করতে না পারে, তার জন্য আওয়ামী লীগ ‘দেশ ও মানুষের পাহারাদার’ হিসেবে রাজপথে দায়িত্ব পালন করবে। দলের একাধিক সিনিয়র নেতৃবৃন্দ তাদের মতামত ব্যক্ত করতে গিয়ে বলেন, আন্দোলনের জন্য বিএনপি ঢাকার পাশ্ববর্তী জেলা নারায়ণগঞ্জকে বেছে নিয়েছেন। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের আনাগোনা নারায়ণগঞ্জে বৃদ্ধি পেয়েছে। ফলে, বিএনপির আন্দোলন যেদিকে এগোচ্ছে, তাতে বর্তমান নারায়ণগঞ্জের শান্তিপূর্ণ অবস্থা ও নির্বাচন পরিস্থিতির জন্য বেশ ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন তারা। কেননা, নভেম্বরে আগামী নির্বাচনের তপশিল ঘোষণার আগে বিএনপি আন্দোলন জোরদারের শেষ প্রচেষ্টা চালাবে বলেই মনে হচ্ছে। ফলে বিএনপি নেতাকর্মীরা ব্যাপক সহিংস অবস্থান নিয়ে মাঠে নামতে পারেন। এ অবস্থায় সরকারবিরোধীদের সম্ভাব্য নৈরাজ্য ও বিশৃঙ্খলা ঠেকাতে তাদের আর কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। এই কারণে আওয়ামী লীগও জনগণের জানমালের নিরাপত্তা রক্ষাসহ নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে সামনের দিনগুলোতে মাঠের অবস্থান আরও জোরদার করাপ হচ্ছে। আগামী নির্বাচন পর্যন্ত এমন অবস্থান অব্যাহত রাখবে তারা, যাতে বিএনপি আন্দোলন ও নির্বাচনে কোনো প্রভাব সৃষ্টি করতে না পারেএ নারায়ণগঞ্জ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী বলেন, আন্দোলনের নামে কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ ও সরকার কঠোর হাতে দমন করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কেন্দ্রীয় নির্দেশনায় নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ধারাবাহিক কর্মসূচি থাকবে। তিনি আরো বলেন, এক দফা ও সরকার পতন আন্দোলনের নামে আগামী নির্বাচন বানচাল করাটাই বিএনপির মূল লক্ষ্য। সে লক্ষ্যে জেলাজুড়ে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে তারা। বিএনপির লাগাতার অবরোধের ঘোষনায় সেগুলোও সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতার অংশ। বরং বিএনপি আগামী দিনে আরও বেশি মাত্রায় সন্ত্রাস-নৈরাজ্যের পথে এগোচ্ছে বলেই মনে হচ্ছে। তবে, নারায়ণগঞ্জ আওয়ামীলীগের নেতৃবৃন্দও বসে নেই। বিএনপির নাশকতা প্রতিরোধে জেলা আওয়ামীলীগ সর্বদাই মাঠে রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

Comments are closed.

এই কাল এই সময়

চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ১২:০০ | Comments Off on চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

  হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জের জন মানুষের নেতা, স্বাধীনতা-উত্তর নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলী আহাম্মদ চুনকার আজ রবিবার ৪০তম মৃত্যুবার্ষিকী। মানুষের মৃত্যু চিরন্তন সত্য। কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যা ইচ্ছা করলেই মেনে নেয়া যায় না, বা মেনে নিতে মন চায় না। বিশ্বাস […]

আজকের পত্রিকা

আজকের পত্রিকা

মন্তব্য প্রতিবেদন

সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

ডান্ডিবার্তা | এপ্রিল ৩০, ২০২৪, ১২:৫০ | Comments Off on সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জ সদর আসনের প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের আজ মঙ্গলবার ১০ম মৃত্যুবার্ষিকী। আজ থেকে ১০ বছর পূর্বে সদর ও বন্দর আসনের সাধারন মানুষের নেতা মাটি ও মানুষের সাথে যার ছিল আমৃত্যু সহাবস্থান সেই নাসিম ওসমান ভারতের দেরাদুনে আকস্মিক মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে সমগ্র নারায়ণগঞ্জ যেন সেদিন স্থবির হয়ে পড়েছিল। নাসিম ওসমানের […]

ফেসবুক লাইক

বিশেষ প্রতিবেদন

বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:৩৪ | Comments Off on বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা রিপোর্ট ভরা মৌসুমেও অস্থির বাজার। স্বস্তি ফিরছে না কোনো কিছুতেই। চাল ডাল থেকে মাছ মাংস কিংবা সবজি সবকিছুরই বেড়েছে দাম। আয় না বাড়লেও, প্রতিনিয়ত নিত্যপণ্যের বাড়তি দামে হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছে ক্রেতাদের। একের পর এক পণ্য যুক্ত হচ্ছে বাড়তি দামের তালিকায়। এমন অবস্থায় বিপাকে স্বল্প আয়ের মানুষ। বাজারের তালিকা কাটছাঁট করেও, সংসার চালাতে […]

নামাজের সময়

সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ১৬:৩১
  • ১৮:৩৩
  • ১৯:৫৩
  • ৫:২১

ফিচার বার্তা

নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:১৮ | Comments Off on নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

জাহাঙ্গীর ডালিম পাকিস্তান আমল থেকে নয়ামাটির জনপ্রিয় চায়ের দোকান। নারায়ণগঞ্জে গেঞ্জি বা আন্ডার গার্মেন্টসের জন্য বিখ্যাত নয়ামাটি। ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতিষ্ঠান হওয়ায় রিফ্রেশমেন্ট এর জন্য এখানকার মালিক শ্রমিক সকলের প্রথম পছন্দ গরুর দুধের মালাই পাউরুটি আর গরুর দুধের চা। তবে সেটাও কড়া লিকারের গরুর দুধের চা। সেই গরুর দুধও হবে একদিনের পুরানো। ফলে চিনি কম দিয়ে […]

অতিথি কলাম

কার্পেটের তলায় ময়লা রেখে ঘর পরিষ্কার দেখাতে চায় বাংলাদেশ ব্যাংক?

ডান্ডিবার্তা | মে ০৪, ২০২৪, ১০:০৫ | Comments Off on কার্পেটের তলায় ময়লা রেখে ঘর পরিষ্কার দেখাতে চায় বাংলাদেশ ব্যাংক?

সৈয়দ ইশতিয়াক রেজা প্রতিনিয়ত শুনতে হয় সাংবাদিকতা আর নেই দেশে। কারণ মানুষ যা চায় সব দিতে পারছে না মিডিয়া। সাংবাদিকরা খারাপ, কিন্তু কে যে ভালো সেটা আমরা বুঝতে পারছি না। তবে এত খারাপের মধ্যেও বেসিক ব্যাংক লুট হওয়া, ফারমার্স ব্যাংকের লোপাট হওয়া, হল-মার্ক কেলেঙ্কারি, ইসলামী ব্যাংকের ত্রাহি অবস্থা- এসব খবর মিডিয়াই প্রকাশ করেছে। সাংবাদিকরা যদি […]

পুরনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

Copyright © দৈনিক ডান্ডিবার্তা ২০২৪