না’গঞ্জে নৌকার দাবি জোড়ালো

ডান্ডিবার্তা | নভেম্বর ২৩, ২০২৩, ৯:৪১ | Comments Off on না’গঞ্জে নৌকার দাবি জোড়ালো

ডান্ডিবার্তা রিপোর্ট রাজধানী ঢাকার ঘেঁষা শিল্পাঞ্চল নারায়ণগঞ্জ জেলা। এ জেলা রাজধানীর সীমানাবর্তী হওয়ার কারণেই জাতীয় নির্বাচন এলেই সবার চোখ থাকে এই জেলার ওপর। আগামী ২০২৪ সালের জানুয়ারি মাসের ৭ তারিখে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়ে তফছিল ঘোষনা করেছেন নির্বাচন কমিশন। মাত্র দেড় মাসে বাকি রয়েছে নির্বাচনের। সারাদেশের মতো এ জেলার পাঁচটি আসনেই বেজে উঠেছে নির্বাচনী আমেজ ও ডামাডোল। বেশ জোরেই বইছে নির্বাচনী হাওয়া। যতই নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসছে ততই নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ লক্ষ্য করা যাচ্ছে। নারায়ণগঞ্জের ৫টি আসনই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এ পাঁচটি আসন থেকেই রাজধানী ঢাকায় আওয়ামী লীগ কিংবা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশে জেলার নেতারা বিপুলসংখ্যক লোকজন নিয়ে অংশগ্রহণ করে থাকেন। জেলার পাঁচটি আসনের মধ্যে মহাজোটের কারণে বিগত দুটি নির্বাচনে নারায়ণগঞ্জের দুটি আসন জাতীয় পার্টির প্রার্থীকে ছেড়ে দেওয়ায় সোনারগাঁ ও সদর-বন্দর আসনে জাতীয়পার্টির দুইজন নেতা জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করছেন। জেলার জাতীয়পার্টির দুই নেতা সংসদ সদস্য হওয়ায় জাতীয়পার্টির শিবিরে আনন্দ-উল্লাস চললেও বিষাদের ছাপ পড়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে। তবে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে এবার জাতীয়পার্টিকে ছাড় দিতে নারাজ স্থানীয় আওয়ামী লীগ। কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে স্থানীয় আওয়ামী লীগ নারায়ণগঞ্জের পাঁচটি আসনই এবার আওয়ামী লীগের প্রার্থীর হাতে নৌকা প্রতীক তুলে দেওয়ার দাবি জানিয়ে আসছেন। গত ১৩ অক্টোবর সোনারগাঁয়ের কাঁচপুরে আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশও স্থানীয় আওয়ামী লীগ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতাদের কাছে নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী দেওয়ার জোরালো দাবি জানান। এদিকে, জাতীয় নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ ও জাতীয়পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী উৎসব লক্ষ্য করা গেলেও বিএনপির নেতাকর্মীরা এখনো আন্দোলনমুখী। তবে তারা প্রকাশ্যে নির্বাচনী প্রচারে না নামলেও গোপনে গোপনে মনোনয়নপ্রত্যাশীর কথা তুলে ধরছেন। এ ছাড়া জাতীয় নির্বাচন নিয়ে সাধারণ ভোটাদের মধ্যে চলছে নানামুখী গুঞ্জন। শহর-বন্দর, গ্রাম-গঞ্জে, হাটবাজারে, চায়ের দোকান, আড্ডাস্থল, যানবাহনসহ সর্বত্র জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলছে নানামুখী আলোচনা। কে পাচ্ছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয়পার্টির মনোনয়ন। কে পাচ্ছেন নৌকা, ধানের শীষ কিংবা লাঙ্গল প্রতীক। নতুন যোগ হয়েছে তৃণমূল বিএনপি। তৃণমূল বিএনপি থেকে কাকে দেওয়া হচ্ছে নারায়ণগঞ্জের ৫টি আসনের মনোনয়ন? এ নিয়েও চলছে নানা বিশ্লেষণ। আওয়ামী লীগ এবারও নারায়ণগঞ্জের ৫টি আসন ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছেন। বিএনপি চাচ্ছে ২০০১ সালের সংসদ নির্বাচনের মতো সবকয়টি আসন পুনরুদ্ধার করতে। আওয়ামীলীগ, জাতীয়পার্টির বর্তমান ও সাবেক সংসদ সদস্যরা মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ থেকে শুরু করে জোর লবিং চালিয়ে যাচ্ছেন। রূপগঞ্জ-এই আসনে বর্তমান সংসদ সদস্য রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। তিনি ২০০৮ সাল থেকে এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন। এবারও তিনি মনোনয়নপ্রত্যাশীর তালিকায় এক নম্বরে রয়েছেন বলে দাবি করেন তার নেতাকর্মীরা। এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা ও রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকের নামও মনোনয়নপ্রত্যাশীর তালিকায় রয়েছে। এ ছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইও এই আসন থেকে মনোনয়ন চাইবেন বলে শোনা যাচ্ছে। তবে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া দলীয় বিভিন্ন অনুষ্ঠানে নেতাকর্মীদের নিয়ে যোগ দিয়ে মনোনয়নপ্রত্যাশীর তালিকায় এগিয়ে রয়েছেন বলে দাবি করেন তার সমর্থকরা। তিনি স্থানীয়ভাবে সভা, সমাবেশ, মিছিল-মিটিংসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে দলকে চাঙ্গা করে রেখেছেন বলে তার সমর্থকরা জানান। এদিকে, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিগত নির্বাচনে অংশ নেয়ায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে বিএনপির সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়। এতদিন তিনি দলের দিকে তাকিয়ে থাকলেও কেন্দ্রীয় নেতারা তাকে দলে আর ফিরিয়ে নেননি। ফলে তৈমুর আলম খন্দকার বিএনপি সরকারের আমলের সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদার প্রতিষ্ঠিত দল তৃণমূল বিএনপিতে যোগ দিয়ে ওই দলের মহাসচিব পদ লাভ করেন। তৈমুর আলম খন্দকারের পৈত্রিক বাড়ি রূপগঞ্জে। রূপগঞ্জ আসন থেকে তিনি তৃণমূল বিএনপি থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন। আড়াইহাজার আসনে বর্তমান সংসদ সদস্য আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু। ২০০৮ সাল থেকে তিনি এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন। এই আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে আওয়ামী লীগ ও জাতীয়পার্টির প্রবীণ ও নবীন সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ করছেন। তবে এই আসনে নির্বাচনী প্রচারে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা এখনো এগিয়ে রয়েছেন। এ আসনে এবারও আওয়ামী লীগের নৌকার মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে এগিয়ে রয়েছেন বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। এ ছাড়াও আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও ব্রুনাইয়ের সাবেক রাষ্ট্রদূত মমতাজ হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ও জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ইকবাল পারভেজ, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা ড. হাবিবুর রহমান মোল্লা ও আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও দুইবারের উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ জালাল মিয়াও মনোনয়নপ্রত্যাশী। আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা সভা-সমাবেশ, মিছিল-মিটিং করে তৃণমূল নেতাকর্মীদের কাছে গিয়ে আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরছেন এবং আগামী সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হওয়ার কথা জানান দিচ্ছেন। এদিকে, টানা তিনবারের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর সমর্থকদের দাবি, এ আসনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশীদের দৌড়ে শীর্ষে রয়েছেন। তাদের মতে নজরুল ইসলাম বাবুর বিকল্প এ আসনে আর কেউ নেই। তবে একই দলের অন্য মনোনয়নপ্রত্যাশীরা নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে আত্মীয়করণসহ নানা অভিযোগ করে এসেছেন। অপরদিকে, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন জাতীয় পার্টি থেকে এ আসনে দলীয় প্রার্থীর হিসেবে মনোনয়ন প্রত্যাশীর তালিকায় শীর্ষ রয়েছেন বলে শোনা যাচ্ছে। জাতীয়পার্টির একক প্রার্থী হিসেবে আলমগীর সিকদার লোটন এ আসনে নির্বাচনী দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন বলে স্থানীয় জাতীয় পার্টির নেতারা জানান। এ ছাড়া একই আসনে আড়াইহাজার উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হান্নানও জাতীয় পার্টি থেকে এ আসনে মনোনয়ন চাইতে পারেন বলে শোনা যাচ্ছে। সোনারগাঁ আসনে ২০০৮ সালে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের আওয়ামী লীগ এ আসন মহাজোটের শরিক দল জাতীয় পার্টিকে ছেড়ে দেয়। তাই জাতীয়পার্টির প্রার্থী লিয়াকত হোসেন খোকা এই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের নির্বাচনেও মহাজোটের জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেন খোকা দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হন। এ আসনে বিগত দুটি জাতীয় সংসদ নির্বাচনে জোট ও মহাজোটগতভাবে নির্বাচন হয়েছে। গত দুটি নির্বাচনে মহাজোটের শরিক জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হলেও আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগ তাদের প্রার্থীর হাতে নৌকা তুলে দেওয়ার দাবি জানান। তবে ছাড় দিতে নারাজ জাতীয় পার্টি। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অভিযোগ করে আসছেন, এ আসনে জাতীয় পার্টিকে ছাড় দেওয়ায় স্থানীয় আওয়ামী লীগ জাতীয় পার্টির কাছে কোণঠাসা হয়ে পড়েছে। আগামী সংসদ নির্বাচনে সোনারগাঁ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা হলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, সাবেক সংসদ সদস্য মরহুম মোবারক হোসেনের পুত্র ও মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাবেক সাংগঠনিক সম্পাদক খ্যাতনামা অর্থপেডিক বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরু, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, আওয়ামী লীগের উপ-কমিটির কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ সদস্য কৃষিবিদ দীপক কুমার বণিক (দীপু) ও সাবেক ছাত্রনেতা এ এইচ এম মাসুদ দুলাল। এই আসনে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীরা হলেন বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা ও জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের পালিত কন্যা ও জাতীয় পার্টির নেতা অনন্যা হোসাইন মৌসুমী। সোনারগাঁয়ের এ আসনে আওয়ামী লীগের ভোট ব্যাংক থাকা সত্ত্বেও মহাজোটের কারণে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে মহাজোটের শরিক দল জাতীয় পার্টির হাতে এই আসনটি চলে যায়। এতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা আসনটি রাজধানী ঢাকার ঘেঁষা। তাই এ আসনে কে পাচ্ছেন আগামী সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন তা নিয়ে চলছে নানামুখী আলোচনা ও গুঞ্জন। আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে এই আসনের হেভিওয়েট একক প্রার্থী বর্তমান সংসদ সদস্য একেএম শামীম ওসমান। তবে এ আসনে আগামী সংসদ নির্বাচনে বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা একেএম শামীম ওসমান ছাড়া আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর তালিকায় এখন পর্যন্ত আর কারও নাম এখনো শোনা যায়নি। তাই এ আসনে আওয়ামী লীগে কোনো কোন্দল নেই বলে দাবি স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের। এ আসনের বর্তমান সংসদ সদস্য একেএম শামীম ওসমান মিছিল-মিটিং, সভা-সমাবেশ, কর্মিসভা, উঠান বৈঠকসহ নানা কর্মসূচির মাধ্যমে দলের নেতাকর্মীদের বেশ চাঙ্গা করে রেখেছেন। তিনি বিপুলসংখ্যক নেতাকর্মীদের নিয়ে ঢাকায় ও স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়ে জনপ্রিয়তার প্রমাণ দিয়েছেন বলে তার সমর্থকরা জানান। একেএম শামীম ওসমান ১৯৯৬ সালে, ২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের প্রতিনিধিত্ব করছেন। সদর ও বন্দর আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আসনে বিগত দুটি জাতীয় সংসদ নির্বাচনে জোট ও মহাজোটের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় মহাজোটের শরিক দল জাতীয়পার্টির প্রার্থী জয়ী হন। এ আসনটি ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে মহাজোটের শরিক দল জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়। এতে হতাশ হয়ে পড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের দাবি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে এবার এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রার্থী দেওয়ার। আওয়ামী লীগ ও বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকলেও জাতীয় পার্টির একক প্রার্থী নির্বাচনী মাঠে কাজ করছেন দাবি জাতীয় পার্টির নেতাকর্মীদের। ২০১৪ সালের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী একেএম নাসিম ওসমান সংসদ সদস্য নির্বাচিত হন। কিছুদিন পর একেএম নাসিম ওসমানের মৃত্যুর পর তার ছোট ভাই বিকেএমইএর সভাপতি একেএম সেলিম ওসমান উপনির্বাচনে জাতীয় পার্টি থেকে এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের নির্বাচনে মহাজোটের শরিক দল জাতীয় পার্টির প্রার্থী একেএম সেলিম ওসমান পুনরায় নির্বাচিত হয়ে বর্তমান জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করছেন। এই আসনের বর্তমান সংসদ সদস্য একেএম সেলিম ওসমান আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির আবারও মনোনয়নপ্রত্যাশীর তালিকায় শীর্ষে রয়েছেন বলে শোনা যাচ্ছে। তিনি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির দলীয় সম্ভাব্য প্রার্থী হিসেবে সভা-সমাবেশ, সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিয়ে নেতাকর্মীদের চাঙ্গা করে রেখেছেন। বিগত সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে এ আসনটি ছাড় দেওয়া হলেও এবার আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় পার্টিকে আর ছাড় দিতে নারাজ। তাই আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা জোরেসোরেই শহর ও বন্দর এলাকায় গিয়ে সভা-সমাবেশে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এই আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল ওরফে ভিপি বাদল, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দীপু ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদলের সমর্থকরা বলছেন, তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে এবার ভিপি বাদলকেই নৌকার মাঝি হিসেবে দেখতে চান। দলীয় মনোনয়ন পাওয়ার আশায় দলীয় নেতাকর্মীদের বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ নিয়ে মনোনয়ন প্রত্যাশার কথা ব্যক্ত করছেন। এ আসনে মনোনয়নের আশায় পেছিয়ে নেই আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দীপুও। তিনিও সভা-সমাবেশে যোগ দিয়ে প্রচার চালাচ্ছেন। অপরদিকে, সদর-বন্দর আসনে জাতীয়পার্টি থেকে বর্তমান সংসদ সদস্য একেএম সেলিম ওসমান আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও মনোনয়ন প্রত্যাশী। তিনিও এ আসনে ব্যাপক উন্নয়ন করেছেন বলে দাবি করেন তার সমর্থকরা। অপরদিকে, ১৯৯৬ সালে আওয়ামী লীগের টিকেটে সদর-বন্দর আসনে নির্বাচিত সংসদ সদস্য এস এম আকরাম ২০১১ সালে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন। পরে তিনি নাগরিক ঐক্যে যোগদান করেন। পরে তিনি ২০১৮ সালের নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জাতীয়পার্টির প্রার্থী একেএম সেলিম ওসমানের কাছে পরাজিত হন। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনেও এ আসন থেকে এস এম আকরাম নাগরিক ঐক্য থেকে প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছেন।

Comments are closed.

এই কাল এই সময়

চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ১২:০০ | Comments Off on চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

  হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জের জন মানুষের নেতা, স্বাধীনতা-উত্তর নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলী আহাম্মদ চুনকার আজ রবিবার ৪০তম মৃত্যুবার্ষিকী। মানুষের মৃত্যু চিরন্তন সত্য। কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যা ইচ্ছা করলেই মেনে নেয়া যায় না, বা মেনে নিতে মন চায় না। বিশ্বাস […]

আজকের পত্রিকা

আজকের পত্রিকা

মন্তব্য প্রতিবেদন

সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

ডান্ডিবার্তা | এপ্রিল ৩০, ২০২৪, ১২:৫০ | Comments Off on সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জ সদর আসনের প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের আজ মঙ্গলবার ১০ম মৃত্যুবার্ষিকী। আজ থেকে ১০ বছর পূর্বে সদর ও বন্দর আসনের সাধারন মানুষের নেতা মাটি ও মানুষের সাথে যার ছিল আমৃত্যু সহাবস্থান সেই নাসিম ওসমান ভারতের দেরাদুনে আকস্মিক মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে সমগ্র নারায়ণগঞ্জ যেন সেদিন স্থবির হয়ে পড়েছিল। নাসিম ওসমানের […]

ফেসবুক লাইক

বিশেষ প্রতিবেদন

বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:৩৪ | Comments Off on বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা রিপোর্ট ভরা মৌসুমেও অস্থির বাজার। স্বস্তি ফিরছে না কোনো কিছুতেই। চাল ডাল থেকে মাছ মাংস কিংবা সবজি সবকিছুরই বেড়েছে দাম। আয় না বাড়লেও, প্রতিনিয়ত নিত্যপণ্যের বাড়তি দামে হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছে ক্রেতাদের। একের পর এক পণ্য যুক্ত হচ্ছে বাড়তি দামের তালিকায়। এমন অবস্থায় বিপাকে স্বল্প আয়ের মানুষ। বাজারের তালিকা কাটছাঁট করেও, সংসার চালাতে […]

নামাজের সময়

সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ১৬:৩২
  • ১৮:৩৭
  • ২০:০০
  • ৫:১৬

ফিচার বার্তা

নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:১৮ | Comments Off on নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

জাহাঙ্গীর ডালিম পাকিস্তান আমল থেকে নয়ামাটির জনপ্রিয় চায়ের দোকান। নারায়ণগঞ্জে গেঞ্জি বা আন্ডার গার্মেন্টসের জন্য বিখ্যাত নয়ামাটি। ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতিষ্ঠান হওয়ায় রিফ্রেশমেন্ট এর জন্য এখানকার মালিক শ্রমিক সকলের প্রথম পছন্দ গরুর দুধের মালাই পাউরুটি আর গরুর দুধের চা। তবে সেটাও কড়া লিকারের গরুর দুধের চা। সেই গরুর দুধও হবে একদিনের পুরানো। ফলে চিনি কম দিয়ে […]

অতিথি কলাম

কার্পেটের তলায় ময়লা রেখে ঘর পরিষ্কার দেখাতে চায় বাংলাদেশ ব্যাংক?

ডান্ডিবার্তা | মে ০৪, ২০২৪, ১০:০৫ | Comments Off on কার্পেটের তলায় ময়লা রেখে ঘর পরিষ্কার দেখাতে চায় বাংলাদেশ ব্যাংক?

সৈয়দ ইশতিয়াক রেজা প্রতিনিয়ত শুনতে হয় সাংবাদিকতা আর নেই দেশে। কারণ মানুষ যা চায় সব দিতে পারছে না মিডিয়া। সাংবাদিকরা খারাপ, কিন্তু কে যে ভালো সেটা আমরা বুঝতে পারছি না। তবে এত খারাপের মধ্যেও বেসিক ব্যাংক লুট হওয়া, ফারমার্স ব্যাংকের লোপাট হওয়া, হল-মার্ক কেলেঙ্কারি, ইসলামী ব্যাংকের ত্রাহি অবস্থা- এসব খবর মিডিয়াই প্রকাশ করেছে। সাংবাদিকরা যদি […]

পুরনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

Copyright © দৈনিক ডান্ডিবার্তা ২০২৪