
ডান্ডিবার্তা রিপোর্ট আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শহর-বন্দর আসন নিয়ে চলছে নানা জল্পনা। গত রবিবার দেশের ৩০০ আসনের মধ্যে যে দুটি আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়নি তার মধ্যে এটি একটি। নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে চারটিতে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে আওয়ামী লীগ। তবে সদর-বন্দর আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা হয়নি। তাই আসনটি নিয়ে আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা) ও তৃণমূল বিএনপির নেতাকর্মীরা নানা হিসাব কষছেন। জানা গেছে, ২০০৮ সাল থেকে এ আসনটি আওয়ামী লীগের সঙ্গে মহাজোট করা জাতীয় পার্টির দখলে রয়েছে। ২০১৪ সালে এ আসনের চারবারের সাংসদ নাসিম ওসমানের মৃত্যুতে অনুষ্ঠিত উপনির্বাচনে তারই ছোট ভাই ব্যবসায়ী নেতা সেলিম ওসমানকে মনোনয়ন দেয় জাতীয় পার্টি। ওই নির্বাচনে আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয়নি। তারপরও স্বতন্ত্র প্রার্থী সাবেক সাংসদ এস এম আকরামের সঙ্গে প্রতিদ্ব›িদ্বতা করে নির্বাচিত হন সেলিম ওসমান। এরপর একাদশ সংসদ নির্বাচনেও জয়লাভ করেন তিনি। এ আসন থেকে এবারও নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে পুরোপুরি আশাবাদী সেলিম ওসমান। গত রবিবার সন্ধ্যায় বিকেএমইএ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমার নেত্রী (শেখ হাসিনা) যে অবস্থান থেকে নির্বাচন করার নির্দেশ দেবেন, সেই নির্দেশই পালন করব। দলীয় পরিচয়ের চেয়ে বঙ্গবন্ধুর আদর্শই আমার কাছে মুখ্য। জাতির পিতার আদর্শ অনুযায়ী ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও কিছু কাজ করতে চাই।’ এদিকে তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার তার পৈতৃক নিবাস রূপগঞ্জ থেকে দলের মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত শুক্রবার বিকেলে রূপগঞ্জে নির্বাচনী প্রস্তুতি সভায় তিনি বলেছেন, ওই আসন থেকে তিনি তৃণমূল বিএনপির ‘পাট’ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। কিন্তু রবিবার আওয়ামী লীগ ওই আসনে বর্তমান সাংসদ গোলাম দস্তগীর গাজীর নাম ঘোষণা করে। ফলে প্রশ্ন উঠেছে তৈমূর আলম এখন কী করবেন। তার ঘনিষ্ঠজনরা বলছেন, যেহেতু আওয়ামী লীগ সদর-বন্দর আসনে তাদের দলীয় প্রার্থী ঘোষণা দেয়নি, সেহেতু সেখানে তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলমকে আসনটি ছেড়ে দেবে। অন্যদিকে সদর-বন্দর আসন নিয়ে আশাবাদী আওয়ামী লীগও। এ আসন থেকে দলীয় মনোনয়ন সংগ্রহকারী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই বলেন, ‘নারায়ণগঞ্জের পাঁচটি আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে আমরা দলীয় প্রধান শেখ হাসিনার কাছে অনুরোধ করে আসছিলাম। অবশেষে নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে চারটিতে দলীয় লোককে মনোনয়ন দেওয়া হয়েছে। তার জন্য আমরা নেত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অবশিষ্ট আসনটি শেষ পর্যন্ত কাকে দেওয়া হবে, তার এখতিয়ার এককভাবে নেত্রীর ওপর।’
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯