নারায়ণগঞ্জে সামসুজ্জোহা স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভায় মেট্রারেলের ঘোষণা আসতে পারে!

ডান্ডিবার্তা | ডিসেম্বর ৩০, ২০২৩, ৯:২৬ | Comments Off on নারায়ণগঞ্জে সামসুজ্জোহা স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভায় মেট্রারেলের ঘোষণা আসতে পারে!

নাসির উদ্দিন

নারায়ণগঞ্জে আওয়ামী রাজনীতিতে উত্তর মেরু-দক্ষিণ মেরুর রেষারেষির কারণে দৃশ্যমান উন্নয়ন হয়নি বলে অনেকে দাবি করলেও এবার নারায়ণগঞ্জে মেট্রারেল স্থাপনের দাবিতে দুই মেরুর নেতারাই এক সুরে কথা বলছেন। দেশের অন্যতম ধনী শহর হিসাবে পরিচিত এবং রাজস্ব প্রদানের ক্ষেত্রে নারায়ণগঞ্জ দ্বিতীয় হলেও রাজনৈতিক কোন্দলে কাঙ্খিত উন্নয়ন থেকে নগরবাসী বঞ্চিত। শহরের প্রধান প্রধান সড়কগুলি এরড়ো থেবড়ো ভাঙ্গাচুড়া, ফুটপাত চলাচলের অযোগ্য, নেই কোন ফুটওভারব্রীজ। এক কথায় অপরিকল্পিত নারায়ণগঞ্জকে পরিকল্পিত নগরী হিসাবে গড়ে তুলতে শামীম-আইভী অনেকটাই এখন ঐক্যমত্য। তাই এবার শামীম ওসমান, সেলিম ওসমান ও সেলিনা হায়াত আইভী নারায়ণগঞ্জে মেট্রোরেল স্থাপনে প্রধানমন্ত্রীর সহায়তা চাইবেন। পাশাপাশি পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়তে ৩ জনপ্রতিনিধিই এক সুরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দাবি জানাবেন বলে জানা গেছে। নারায়ণগঞ্জে আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ নির্বাচনী জনসভা হচ্ছে নারায়ণগঞ্জে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ইতিমধ্যেই সমগ্র নারায়ণগঞ্জে সাজ সাজ রব শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে নারায়ণগঞ্জের উন্নয়নে কি কি দাবি নামা পেশ করা হবে এনিয়েও কাজ শুরু করেছে জনপ্রতিনিধিরা। তবে নারায়ণগঞ্জে দ্রæত মেট্রোরেল স্থাপনের দাবিটি সর্বাগ্রে আসছে। ধারণা করা হচ্ছে, সেদিন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে মেট্রোরেল স্থাপনসহ বিভিন্ন উন্নয়ণ প্রকল্পের ঘোষণা দিবেন। একাধিক সূত্র জানায়, আগামী ৪ জানুয়ারি নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রীর কাছে মেট্রোরেলের দাবি করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য শামীম ওসমান। মেট্রোরেল নিয়ে একই দিন বক্তব্য দিয়েছেন তাঁর বড় ভাই নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানও। এদিকে নাসিকের একাধিক সূত্র জানায়, মেট্রোরেলের সঙ্গে নারায়ণগঞ্জের সংযোগ স্থাপনের জন্য ২০১৯ সালের ১ অক্টোবর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বরাবর আবেদন করেছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। এমনকি তাঁর আবেদনের প্রেক্ষিতে মেট্রোরেলের এমআরটি-২ ও ৪ লাইনের সঙ্গে নারায়ণগঞ্জের সংযোগ স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) সূত্রে এ তথ্য জানা গেছে। গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডে এক নির্বাচনী উঠান বৈঠকে শামীম ওসমান বলেন, আমরা প্রধানমন্ত্রীর কাছে বলবো নারায়ণগঞ্জে মেট্রোরেল চাই। যদি মেট্রোরেল চলে আসে তাহলে আমাদের আর ঢাকায় বিড়ম্ভনা হবে না। একই দিন বিকালে খানপুরের বেগম নাগিনা জোহা সড়কে এক নির্বাচনী সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি একেএম সেলিম ওসমান বলেন, আমি আপার কাছে বলেছি আপা ডবল লাইন চাই না। সারা দুনিয়ায় এখন উপর দিয়ে ট্রেন চলে। আমার নারায়ণগঞ্জে যদি নিচে দিয়ে এতগুলো ট্রেন চলে, তবে মানুষ রাস্তায় চলাফেরা করতে পারবে না। আপনি আমাদের উপর দিয়ে ট্রেন চলার ব্যবস্থা করে দেন। জানা গেছে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বরাবর আবেদনে মেয়র আইভী উল্লেখ করেন, ‘ডিটিসিএ কর্তৃক স¤প্রতি ঢাকা মহানগরীর জন্য সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা (আরএসটিপি) ২০১৬-২০৩৫ প্রণয়ন করা হয়েছে। নারায়ণগঞ্জ নগর ডিটিসিএ’র আওতাভুক্ত। আরএসটিপিতে পাঁচটি এমআরটি লাইন ও ২১টি মাল্টিমডেল টার্মিনাল হাব নির্মাণের প্রস্তাব করা হয়েছে। যার মধ্যে এমআরটি লাইন-২ চট্টগ্রাম রোডে শেষ হবে এবং এমআরটি লাইন ৪ বিদ্যমান রেললাইন নারায়ণগঞ্জ পর্যন্ত প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি নারায়ণগঞ্জ নগরীতে একটি মাল্টিমডেল টার্মিনাল হাব নির্মাণের প্রস্তাব করা হয়। লাইন দু’টি আরএসটিপিতে নারায়ণগঞ্জ নগরীতে প্রস্তাবিত মাল্টিমডেল টার্মিনালের সঙ্গে সংযুক্ত করে ঢাকা নগরীর সঙ্গে সমন্বিত একটি পরিবহন অবকাঠামো নির্মাণ করা যেতে পারে। ফলে নারায়ণগঞ্জ আধুনিক গণপরিবহন ব্যবস্থার মাধ্যমে উন্নত ও পরিবেশবান্ধব পরিবহন সেবা প্রদান করা সম্ভব হবে।’ মেয়র আইভীর আবেদনের বিষয়ে ২০১৯ সালের ২৪ নভেম্বর ডিটিসিএ’র বোর্ড সভায় আলোচনা হয়। পরে এমআরটি লাইন দু’টি নারায়ণগঞ্জ পর্যন্ত বর্ধিত করে সমন্বিত পরিবহন অবকাঠামোর আওতায় আনার সিদ্ধান্ত হয়। প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও বিস্তৃত পরিবহন পরিকল্পনা প্রস্তুত করতে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষকে (ডিটিসিএ) নির্দেশও দেওয়া হয়। এমআরটি লাইন-২ এর রুট হচ্ছে- গাবতলী-কমলাপুর হয়ে নারায়ণগঞ্জের চিটাগাং রোড পর্যন্ত। আর এমআরটি লাইন-৪ কমলাপুর-নারায়ণগঞ্জ রেলওয়ে ট্র্যাকের নিচ বা পাশ দিয়ে প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ পাতাল বা উড়াল মেট্রোরেল লাইন নারায়ণগঞ্জ শহরকে রাজধানী ঢাকার সঙ্গে সংযুক্ত করবে। মেয়র আইভী ঘনিষ্ঠ নেতাকর্মীদের দাবি, আধুনিক নারায়ণগঞ্জের উন্নয়নের রূপকার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। নগরবাসীর স্বার্থে তিনি শুধু সন্ত্রাসবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন না তিনি জনগণের ভাষাও বোঝেন তাই দেশে মেট্রোরেলের প্রকল্প গ্রহণের সাথে সাথে নারায়ণগঞ্জবাসী যেন এই সেবা পায় সেইজন্য তাৎক্ষনিক মন্ত্রণালয়ে আবেদন করেছেন। মেয়র আইভী নারায়ণগঞ্জকে উন্নত নগরী হিসাবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর সহায়তা চাইবেন বলে তার ঘনিষ্ট সূত্র দাবি করেছে।

Comments are closed.

এই কাল এই সময়

চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ১২:০০ | Comments Off on চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

  হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জের জন মানুষের নেতা, স্বাধীনতা-উত্তর নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলী আহাম্মদ চুনকার আজ রবিবার ৪০তম মৃত্যুবার্ষিকী। মানুষের মৃত্যু চিরন্তন সত্য। কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যা ইচ্ছা করলেই মেনে নেয়া যায় না, বা মেনে নিতে মন চায় না। বিশ্বাস […]

আজকের পত্রিকা

আজকের পত্রিকা

মন্তব্য প্রতিবেদন

প্রয়াত সামসুজ্জোহা ছিলেন গণমানুষের নেতা

ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২০, ২০২৪, ১০:১৪ | Comments Off on প্রয়াত সামসুজ্জোহা ছিলেন গণমানুষের নেতা

হাবিবুর রহমান বাদল দেশের ঐতিহ্যবাহী প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের দুঃসময়ের কাÐারী প্রয়াত নেতা একেএম সামসুজ্জোহার ৩৭তম মৃত্যু বাষির্কী আজ। আজকের এই দিনে নারায়ণগঞ্জের মানুষ সামসুজ্জোহার পাশাপাশি তিনবারের সাংসদ প্রয়াত নাসিম ওসমানের অভাবও অনুভব করছেন। আওয়ামী লীগের জন্মলগ্ন থেকেই বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সামসুজ্জোহার অগ্রণী ভ‚মিকা ছিল। বর্ষিয়ান রাজনৈতিক নেতা একেএম শামসুজ্জোহা শুধু নারায়ণগঞ্জের গণমানুষের অকৃত্রিম […]

ফেসবুক লাইক

বিশেষ প্রতিবেদন

বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:৩৪ | Comments Off on বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা রিপোর্ট ভরা মৌসুমেও অস্থির বাজার। স্বস্তি ফিরছে না কোনো কিছুতেই। চাল ডাল থেকে মাছ মাংস কিংবা সবজি সবকিছুরই বেড়েছে দাম। আয় না বাড়লেও, প্রতিনিয়ত নিত্যপণ্যের বাড়তি দামে হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছে ক্রেতাদের। একের পর এক পণ্য যুক্ত হচ্ছে বাড়তি দামের তালিকায়। এমন অবস্থায় বিপাকে স্বল্প আয়ের মানুষ। বাজারের তালিকা কাটছাঁট করেও, সংসার চালাতে […]

নামাজের সময়

সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ১৬:৩১
  • ১৮:২৮
  • ১৯:৪৭
  • ৫:২৮

ফিচার বার্তা

নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:১৮ | Comments Off on নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

জাহাঙ্গীর ডালিম পাকিস্তান আমল থেকে নয়ামাটির জনপ্রিয় চায়ের দোকান। নারায়ণগঞ্জে গেঞ্জি বা আন্ডার গার্মেন্টসের জন্য বিখ্যাত নয়ামাটি। ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতিষ্ঠান হওয়ায় রিফ্রেশমেন্ট এর জন্য এখানকার মালিক শ্রমিক সকলের প্রথম পছন্দ গরুর দুধের মালাই পাউরুটি আর গরুর দুধের চা। তবে সেটাও কড়া লিকারের গরুর দুধের চা। সেই গরুর দুধও হবে একদিনের পুরানো। ফলে চিনি কম দিয়ে […]

অতিথি কলাম

আত্মীয়দের দাপটে ক্ষতিগ্রস্ত রাজনৈতিক দলের শৃঙ্খলা

ডান্ডিবার্তা | এপ্রিল ২৪, ২০২৪, ১২:৩১ | Comments Off on আত্মীয়দের দাপটে ক্ষতিগ্রস্ত রাজনৈতিক দলের শৃঙ্খলা

মোনায়েম সরকার উপজেলা নির্বাচনকে নিয়ে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে বলে মনে হচ্ছে। গত সংসদ নির্বাচনের সময় থেকে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়া কিংবা স্বতন্ত্র প্রার্থী হয়েও জয়ী হয়ে আসাকে কেন্দ্র করে দলের মধ্যে যে বিরোধ ও কোন্দল সৃষ্টি হয়েছিল, তা এখনো অব্যাহত আছে। উপজেলা নির্বাচনে এই বিরোধ নতুন মাত্রা পাওয়ার আশঙ্কা তৈরি […]

পুরনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

Copyright © দৈনিক ডান্ডিবার্তা ২০২৪